নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

বেগুন পোড়ানো আগুন

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫২



কেমন যেন খাপ ছাড়া গোছের
কোন সংবাদের সাথে কোন সংবাদের মিল নেই
মিল নেই ইতিহাসের, মিল নেই বাস্তবতার
তবু আমরা এক একটি সময়ঝড়ে আলোড়িত হই।

কোরিয়ার যুদ্ধের পর আর কোন যুদ্ধে নামে নাই উত্তর কোরীয় সেনাবাহিনী
তবে সাম্রাজ্যবাদী আমেরিকা ষাট হাজার বোমা ফেলছে পৃথিবীর নরম বুকে
শুধুমাত্র ২০১৭ সালে
আমার জানা নেই অবশ্য বোমাগুলিতে গোলাপ পাপড়িতে ঠাসা ছিল কিনা।
অবশ্য পৃথিবীর তালেবর সমস্ত সংবাদপত্রের পাতায় উত্তর কোরীয় দানো বাস করে
পৃথিবীর সব চাইতে বেশী সামরিক বাজেটের ঘানি টানছে আমেরিকান বোমায়
আহত পৃথিবীর নরম বুক।

কেমন খাপ ছাড়া গোছের সবকিছু
এই ধর ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ বিচ্ছিন্ন হয়ে গেলো মূল ভূখন্ড হতে যার পিছনে
সাম্রাজ্যবাদী নীলনকশা,আমরা মনে রাখিনি,রেখেই বা আমার কি লাভ?
ওদিকে রোহিঙ্গাদের মানবিক বিপর্যয় এখন কেজি দরে বিক্রি হচ্ছে সংবাদের পাতায়
আমরা হাপুস নয়নে কেঁদে কেটে অস্থির
আর পরম নিশ্চিন্তে পাকিস্থান মায়ানমারকে সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে
অবশ্য আমাকে কেউ বলেনি পাকিস্থানের মুসলমান আর বার্মার মুসলমান একনা।
আমি ভাবতে চাইনা আগামীদিনে চট্রগ্রাম আচেহ প্রদেশে পরিবর্তিত হোক।

খুব ভেতর থেকে কটু ঘ্রাণ বাতাসে পাক খায় ধীরে ধীরে
চট্রগ্রাম নৌবন্দর,ভৌগলিক অবস্থান,না সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে।

কেমন যেন গোলমেলে এই বিষয়গুলো
মানবিক বিপর্যয় বিক্রি হয় ফেরী করে।

হায় কারও ঘর পুড়ে ছাই হয়,আর কেউ ওই আগুনে
বেগুন পোড়ায়।

০৫/০৯/২০১৭

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৯

রায়হানুল এফ রাজ বলেছেন: কারো পৌষ মাস কারো সর্বনাশ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪০

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: ভাল লিখেছেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.