নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

অগস্ত্যযাত্রা

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪০



খবরটি বাতাসেই ভেসে আসে,যেভাবে ভেসে আসে পোড়া গন্ধ সবার নাকে
আগুনের তীব্র তাপ সেই বুঝে যে আগুনের পাশে থাকে,
আমরা যারা আগুন হতে শতহস্ত দূরে,তারা কিভাবে উপলব্ধি করবো আগুনের তাপ?

তারা পালাতে শুরু করে দলেদলে,সামণ্য কিছু সম্বল হাতে নিয়ে জীবনের তাগিদে
তারা ছুটছে, পেছনে পড়ে থাকে জন্মভূমি
তারা ছুটছে,পিছনে পড়ে থাকে প্রিয় স্বজনের লাশ।

কি লাভ,মানবতা আঁকঢ়ে ধরে
কি লাভ বিশ্ব রাজনীতি বুঝে
কি লাভ,গণতন্ত্র,সমাজতন্ত্রের জন্য যুদ্ধ করে
কি লাভ ,কার ধর্ম কি জেনে
কি লাভ শান্তির পুরুস্কার দিয়ে

না কোন যুদ্ধ চলছে ওই সবুজ ভূমিতে
না কোন বহিরাগত শত্রু আক্রমণ চালিয়েছে
তবু লক্ষ লক্ষ মানুষ ঘর ছেড়েছে।

তারা যখন বেরিয়ে পড়ে ঘর ছেড়ে,অজানা-অচেনা পথে
তাদের পিছনে শুধু পড়ে থাকে ঘরপোড়া ছাই
সহস্র নারীর সম্ভ্রম হারানোর তীব্র ব্যাথা-বেদনা,

শব্দের পর শব্দ জড়ো হয়,তবুও ব্যর্থ হয় সেই উদ্বাস্তু নারীর
ধর্ষিত সময়গাঁথা বর্ণনায়
শব্দের পর শব্দ জড়ো হয়,তবু যে শিশুটি নিঃস্প্রাণ ভেসে যায় নাফ নদী দিয়ে
তার বিষাদগাঁথা সময় বর্ণনায়
কোন শব্দই বলতে পারেনা সেই দুঃখের কথা যে দুঃখ লুকিয়ে রয়
খোলা আকাশের নীচে পড়ে থাকা স্বজনের গোরহীন লাশে
কোন শব্দই বলতে পারেনা জন্মভূমির অধিকারহীন মানুষের মর্মন্তুদ দুঃখগাঁথা
কোন শব্দই আসেনা রোহিঙ্গা নামক অভিশপ্ত শব্দের ব্যাখ্যায়
শুধু মনে হয় মানবতা,মনুষ্যত্ব,শিক্ষা,বিবেক ক্রমশঃ বিলীন হয়ে যাচ্ছে পুঁজিবাদের
অতলস্পর্শি গিরিখাতে,পৃথিবীও হারিয়েছে নিজেকে।

১৭/০৯/২০১৭

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫০

আওরঙ্গজেব চৌধুরী রিফাত বলেছেন: নামাজ যে কত মজার জিনিস, স্রষ্টার সাথে কথা বলার অনুভুতি যে কত বিস্ময়কর, কত প্রশান্তির সেটা যদি আমরা বুঝতাম!
আমরা রাফাউল ইয়াদাইনের হদীস নিয়ে মাথা ঘামাই, আমীন বলা নিয়ে তর্ক করি, সুরা ফাতিহা পড়া নিয়ে ঝগড়া করি।
অথচ নামাজের প্রকৃত সুন্নত যে আল্লাহর সাথে কথা বলা, নিজের সব চাওয়া, সব কষ্ট আল্লাহর সাথে শেয়ার করা, সব অন্যায় অকপটে আল্লাহর কাছে স্বীকার করে নেয়া সেটা আমরা জানিই না।
নামাজে আল্লাহর সামনে নিজেকে খুলে দিন। মনের সব কথা পরম করুণাময় আল্লাহর কাছে বলুন।
আপনার পাপবোধ আপনাকে আল্লাহর সাথে ফ্রি হতে দেয় না। আপনার অপরাধবোধ আপনাকে আল্লাহর সামনে হীনমন্য করে রাখে।
এত হীনমন্যতার কিছু নেই। আল্লাহ সবই জানেন। তিনি আপনার মনকে যেমন দেখেন, আপনার ভবিষ্যত ও তিনি দেখেন। তিনি জানেন আপনার অবচেতন মন এই মুহুর্তে কি চাইছে। তিনি শুধু অপেক্ষা করেন কখন আপনি তার কাছে মুখ ফুটে চাইবেন।
আল্লাহর রাসুল (সা) আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে নামাজে আল্লাহর সাথে কথা বলতে হয়। কিভাবে চাইতে হয়। কত সহজে আল্লাহর সাথে মজবুত সম্পর্ক গড়ে তোলা যায়।
জানতে চাইলে দেখুন,
https://youtu.be/OLhhFzXL4Tc

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১১

সোহাগ সালেহ বলেছেন: শব্দের পর শব্দ জড়ো হয়, তবু পারি না করতে এই লেখার স্তব!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.