নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

চ্যুতি

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭



কোন এক সময় উদয়নের পাতায় আমদানী হত রাশিয়ার শোষণহীন সমাজের কথা।আর আমি দেখতাম একদল মানুষকে।যারা ঘর-সংসার ফেলে ছুটছে এক স্বপ্নের পিছে।শোষণ মুক্ত সমাজ গড়ার স্বপ্ন।কোন এক কালে একদল মানুষ ঘর ছেড়েছিল একরাশ স্বপ্ন সাথে নিয়ে।আর স্বপ্নকে আকাশ হতে নামিয়ে আনতে তাদের হাতে গর্জে উঠেছিল অস্ত্র।সে অস্ত্রের নিশানায় ছিল জোতদার।যদিও তখন বৃটিশ শাসন ছিল এই উপমহাদেশে।

আমরা কোন এক কালে স্বপ্ন দেখেছি-রাশিয়ার মত শ্রেণী সংগ্রামের
যদিও পরাধীন ছিলাম।ছিলাম বৃটিশ রাজের অধীনে
রাশিয়া কি ছিল পরাধীন?

আমর কোন এক সময় স্বপ্ন দেখেছি-চীনের মত বিপ্লবের
যদিও পরাধীন ছিলাম।ছিলাম বৃটিশ রাজের অধীনে
চীন ছিল পরাধীন?

ঘুম ভাঙ্গলে স্বপ্নগুলি কেন যেন হারিয়ে যায়।মিলিয়ে যায়।আবার ঘুম।আবার স্বপ্ন।স্বপ্ন ভঙ্গের বেদনায় হারিয়ে গেলো একটি সোনালী প্রজন্ম।যেভাবে হারিয়ে গিয়েছে ডাইনোসোর পৃথিবীর বুক হতে।কে রাখে তার খোঁজ।

ঠিক যেন অ্যামিবা।অথবা জিনের মিউটেশন।পুঁজিবাদ তাকে খাপ খাইয়ে নিল পরিবর্তিত সময়ের সাথে।আর সমাজতন্ত্র ডাইনোসোরের ফসিলে পরিবর্তিত হওয়ার আগে জন্ম দিল দুটি সন্তান।রাশিয়া আর মিউটেডেট চীন।

কাচতে-হাতুড়ী আজ শুধুই ফসিল
এই সবুজ শ্যামল গ্রহে।
১৮/১০/২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.