নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

দীপাবলি

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৯



সারি সারি আলোর প্রদীপ, উজ্জলতা মিশিয়ে দেয় আঁধারের সাথে।ছায়াগুলি দিব্যি হাসিখুশি।খেলছে লুকোচুরী।এই আছে এই নেই।দিনের আলোর মত স্পষ্ট ছিল যে সত্ত্বা।আমার পিতা।তিনিও একদিন স্মৃতির আলো আঁধারিতে মিশে গেলেন।হারিয়ে গেলেন।চলে গেলেন।

আমার পিতা,আমি আপনাকে স্মরণ করছি দীপাবলির এই রাতে।
আমার পূর্বপুরুষগণ, আমি আপনাদের স্মরণ করছি আমবস্যার এই রাতে।
আলোর প্রদীপ হাতে নিয়ে আমি স্মরণ করছি তোমাদের।
আমার রক্ত প্রবাহে চলেছে তোমাদের স্মরণের মিছিল।

তারা বাতির ঝিকমিক আলোয় যেন খুশির উচ্ছলতা।নব প্রাণের উৎসব।আর মৃতদের স্মরণ উৎসব।উৎসব যেন ডেকে, বলে তোমরা আনন্দ কর।উচ্ছাস প্রকাশ কর।তবে ভুলে যেওনা তোমার পূর্বপুরুষদের।আনন্দ নিয়ে স্মরণ কর তাদের।আমবস্যার আঁধার সরিয়ে দাও জীবন হতে।উজ্জলতা ছড়িয়ে যাক প্রদীপের আলোয়।

১৯/১০/২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.