নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

খেলাফত ও যোদ্ধার গলিত লাশ

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৬



তারা স্বর্গে যাবে,- এটাই বলেছিল তারা।আজ তাদের লাশ রাস্তা-ঘাটে
অদূরে বসে আছে কুকুর।লোভে চকচক করছে তাদের চোখ
মাছি ভনভন করে উড়ছে, - লাশের উপর।
না কবর তাদের জুটেনি।কেউ ভাসিয়ে দেয়নি তাদের লাশ টাইগ্রিসের জলে।
কেউ চায়নি তাদের লাশ পচে টাইগ্রিসের জল দূষিত হোক।

পূথিবীর শান্তিপ্রিয় মানুষদের তারা স্তম্ভিত করে দিয়েছিল
তাদের ভয়ংকর নৃশংসতায়।
পৃথিবীর ধর্মপ্রাণ মানুষকে তারা স্তব্ধ করে দিয়েছিল
ধর্মকে জঘন্য হত্যাকান্ডে ব্যবহার করে।
মরুর বুকে তারা সৃষ্টি করেছিল নিষ্ঠুর ত্রাসের রাজত্ব
ইয়াজিদী নারীদের উপর চালিয়েছিল ইতিহাসের কুৎসিততম যৌন নিগ্রহ।
তাদের নির্যাতন আর অত্যাচারে বাস্তুহারা হয়েছে লাখ মানুষ, মরুর বুকে।

সেই প্রাচীনকালেই বলা হয়েছিল- একদিন এমন দিন আসবে
তাদের মুখে থাকবে ইসলাম প্রতিষ্ঠার কথা
তাদের চুল বড় বড় হবে,মুখ থাকবে আবৃত,- কালো কাপড়ে
আর তাদের হৃদয় থাকবে নিষ্ঠুরতায ভরা,
পৃথিবী তাদের উথ্থান দেখলো,দেখলো তাদের পতনও।

তারা চেয়েছিল খেলাফত।ইসলাম কায়েম করতে চেয়েছিল তারা।
আজ তাদের পচা লাশের পাশে অসহায়ভাবে পড়ে আছে-
ইসরায়েলী অস্ত্র।ন্যাটোর অস্ত্র।

আইএসের প্রয়োজন ফুরিয়েছে হয়তো-
আমারিকার নিকটে-
ইসরায়েলের নিকটে।
তাই হয়তো দুলুইয়ার পথে পথে পড়ে আছে খেলাফতের স্বপ্ন দেখা তাদের লাশ
তাই হয়তো মরুর বুকে পড়ে আছে বেওয়ারিশ গলিত লাশ।

তেল সম্পদের প্রয়োজন শেষ
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবির্ভাব হয়েছে নতুন রাশিয়ার,তাই হয়তো
মার্কিন সাম্রাজ্যবাদ ব্যস্ত হিসাব- নিকাশে।

দুলুইয়া,রাকা, সিরিয়ার সিমান্তে পড়ে আছে বেওয়ারিশ লাশ
মাছি উড়ছে,ধুলো উড়ছে
কবর দেবার কেউ নেই।

মৃত যোদ্ধার চোখ আকাশ পানে চেয়ে আছে-
সেখানে অলিক,অবাস্তব খেলাফতের গাড়ো অন্ধকার
আর সেই অন্ধকারে মার্কিন সাম্রাজ্যবাদ পথ খুঁজে নেয়,- নিরবে,গোপনে।

২২/১০/২০১৭

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৮

মরুচারী বেদুঈন বলেছেন: IS= ইবলিশ শয়তান
IS= ইসরাইলি সোল্ডিয়ার
IS= ইন্টারন্যাশনাল শয়তান।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫১

সুদীপ কুমার বলেছেন: ইবলিশ শয়তান নামটা মনে ধরেছে।

২| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৩

টারজান০০০০৭ বলেছেন: রামরাজত্বের স্বপ্ন দেখা শিবসেনা, জনসংঘ , বিশ্ব হিন্দু পরিষদ, রামসেনা, ভারতীয় জনতা পার্টি এবং বজরঙ্গ দল নিয়াও কবিতা লেখার আবেদন রইল !

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫০

সুদীপ কুমার বলেছেন: অবশ্যই টারজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.