নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট ভাইটি তোমাকে দিলাম এই চিঠি

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২০

প্রিয় ছোট ভাই,

আমি তোমাকে কোন দিন দেখিনি।তুমিও না।অবশ্য তোমার ছবি দেখেছি। আমি খুব দুঃখ নিয়েই এই চিঠি লিখছি।তুমি আমার ফোন ধরছো না।আমি তোমার দাদার মত।তুমিও দাদাই বল। কিন্তু কেন ফোন ধরছো না আমি জানিনা।নিঃশ্চয়ই ব্যক্তিগত কারণ আছে।

আচ্ছা ভানিতা থাক।কাজের কথায় আসি। বিয়ের মন্ডপে তুমি মন্ত্র নিশ্চয়ই পড়েছো। সেই মন্ত্র অনুযায়ী তুমি তোমার স্ত্রীর সকল দায়িত্ব নিয়েছো এই মর্মে প্রতিজ্ঞা করেছো। অবশ্য মন্ত্র না পড়ে থাকলে আলাদা কথা।

তুমি এখন যা করছো তা সম্পূর্ণ পাপ। সংসারে কেউ অপয়া হয়না। যারা এটা মনে করে তারা ধর্মটাকেই মানেনা। লোক দেখানো ধর্ম পালন করে। তারা নিশ্চয়ই নরকে যাবে।

সেটল ম্যারেজের সবচেয়ে বড় সুবিধা কি জানো? প্রেম ধীরে ধীরে দানা বাঁধে।সম্পর্ক ধীরে ধীরে মজবুত হয়। বাধাহীন ভাবে।যেমন আমাদের বাবা-মা।অবশ্য যৌন সম্পর্কটা আগেই তৈরি হয়।

মা সবার আগে।আমি শুধু মানিই না। বিশ্বাস করি।তুমি মাকে ভালোবাস তবে স্ত্রীকে কি বাদ দিয়ে? আর এই কাজ কি ঠিক? তোমার বিবেক কি বলে?

আর ওই ফুটফুটে অসম্ভব সুন্দর শিশু।ও কি কোন অন্যায় করেছে? ও কেন পিতার স্নেহ হতে বঞ্চিত হবে?

তুমি ভাবো।ভালো করে ভাবো।সমস্যা কোথায়? বের করো। সমাধান করো।সমস্যা হতে যারা দূরে থাকে তারা কাপুরুষ। তোমাকে আর কোনদিন ফোন দিয়ে বিরক্ত করবোনা।

ইতি
তোমার দাদা
( দাদর মত)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫০

ওমেরা বলেছেন: কি রকম যেন একটু এলোমেলো লিখাটা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.