নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

তিনশ ষাট ডিগ্রী

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১১

কমলেশ দাঁড়িয়ে ছিল একা।এক গোছা লাল গোলাপ তার হাতে।
কঙ্কবতী কাছে আসে,সিগারেট ধরায়।ধোঁয়া ছাড়ে,-ধীরে

ধোঁয়া ভাসে।
ধোঁয়া উড়ে
বাতাসের অদৃশ্য নৌকায়।

বাঁশ ঝাড়।দুটি কিশোরী দাঁড়িয়ে(লুকিয়ে?)
সিগারেট হাতে আর ধোঁয়া ভাসে,
আর ধোঁয়া উড়ে
অতীতের গায়।

অতীত দৌড় দেয়।কিশোরীদ্বয়ের একজন দৌড় শুরু করে
দৌড়ায় আর ডাক দেয়-কমলেশ।কমলেশ।কমলেশ তাকায়

কমলেশের জ্ঞান ফিরে আসে । মা তার মাথায় হাত বুলিয়ে দেয়।
কঙ্কাবতী ধোঁয়া ছাড়ে,-ধীরে।অদ্ভুদ হাসি তার মুখে
২৭/১১/২০১৭

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৩

খায়রুল আহসান বলেছেন: ধোঁয়া ভাসে। ধোঁয়া উড়ে বাতাসের অদৃশ্য নৌকায় - সুন্দর কবিতা। শিরোনামটাও চমৎকার!
কবিতায় ভাল লাগা + +

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

২| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

কঙ্কাবতী হবে কি?

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯

সুদীপ কুমার বলেছেন: ভালো আছি বিজন রয়।আপনি ভালো তো?

৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক সুন্দর :)

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১০

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আজাদ।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১১

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ শহীদুল ভাই।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২১

এফ.কে আশিক বলেছেন: বেশ ভালো লিখেছেন।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১০

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আশিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.