নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

রাইফেল

০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩১



রাইফেলটি স্মৃতি ফিরে পায়। হাঁটতে শুরু করে
ওদিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ হতে জিডি করা হয়-
একটি পুরোনো রাইফেল হারানো গিয়েছে মুক্তিযুদ্ধ যাদুঘর হতে।

রাইফেলটি হাঁটছে; - শ্যামল বাংলার পথে পথে।
আচমকা তার সাথে এক মন্ত্রীর দেখা হয়,মন্ত্রীর গাড়িতে উড়ছে
লাল সবুজের পতাকা।রক্তে ভেজা পতাকা
রাইফেলটি জনতার ভিড়ে মিশে যায়,যেভাবে মিশে গিয়েছে রাজাকার
বাংলাদেশের রাজনীতির মূল স্রোতে।

রাইফেলটি বন্ধুত্ব করে ক্ষমতাসিন রাজনৈতিক দলের এক ছাত্র নেতার সাথে
আর প্রশ্ন করে মুজিব কোটের বোতাম কয়টি
ছাত্র নেতাটি প্রসঙ্গ বদলায়,সে বলে যায় মুজিবের সময়ের রাজনীতি এ সময়ে অচল
সংগঠন চালাতে প্রচুর টাকা লাগে।তাই মূল ফোকাস আমাদের ধান্দাবাজিতে।
শিবিরের পোলাপানকে সংগঠনে আনলেই হাজার নয় লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়
রাইফেলটি অবাক হয়ে ভাবে ইসলামিক ছাত্র সংঘের নৃশংসতার অতীত কথা।

রাইফেলটি হাঁটছে;- শ্যামল বাংলার পথে পথে
থানাতে জিডি পড়ে থাকে - মুক্তিযুদ্ধে ব্যবহৃত থ্রি নট থ্রি রাইফেল হারানো গিয়েছে।

০১/১২/২০১৭

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

শাহিন-৯৯ বলেছেন: আর স্বৈরাচারের সাথে হ্যান্ডশ্যেক দিলে লক্ষ টাকা নয় কোটি টাকা পাবে।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

জেন রসি বলেছেন: একাত্তরের হাতিয়ার। রাইফেল আর গর্জে উঠে না। জাদুঘরেই তার বসবাস।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: আমার যদি একটা রাইফেল থাকতো !!!

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

সুদীপ কুমার বলেছেন: এখানে রাইফেল চেতনার প্রতীক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.