নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

ম্যাজিক

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪১




ঝুলিয়ে দেওয়া হলো তাকে,-ফাঁসির দড়িতে
আমরা অনেকেই কেঁদেছি তার জন্যে
আমরা অনেকেই ফেলেছি তাকে শহীদের কাতারে,-জানি প্রশ্ন তোমার মনে।
এতদিন পর শেখের বেটি ঝুলিয়ে দিলো তারে(!)

এই বাংলাদেশে কোথাও কোথাও স্বাধীনতা আটকে ছিল।কোষ্টকাঠিন্য বলা যেতে পারে-
স্বাধীনতার কোষ্টকাঠিন্য।
যেমন মিরপুর।আরও কত নাম বলা যায়।
পরাজয় যখন টোকা দেয় দরজায়,-ঠক ঠক ঠক।কাদের সাহেব বাসায়?
কসাই কাদের মিলিয়ে গেলো বাতাসে। ঠিক যেন জাদুকর।
অবশ্য বাঙালী ম্যাজিক পছন্দ করে
কেমন ম্যাজিক?-রাজাকারের কবরে লেখা থাকে শহীদ।অবাক হলে?-এটাও ম্যাজিক।


কাদের সাহেব
কত বড় নেতা তিনি
কত শিয়াল,শকুন,হায়েনা তার দলে।কত কাঠের পুতুল নেচেছে তার দলে
তার ফাঁসিতে কেঁদেছি আমরা।আর কেঁদেছে পাকিস্থান।

এক বোতল মদ।–মাতাল করে দেয় আমাদের
এক চিমটি ধর্ম,-উন্মাদ করে দেয় আমাদের।

সুদীপের মনে প্রশ্ন-মদ না ধর্ম,কোনটাতে নেশা বাড়ায়?

০৮/১২/২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.