নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

ঝরা পাতা তুমি জানো সত্যকে

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫




দুপুরের ম্রিয়মাণ ক্লান্ত রোদ জানে ঝরা পাতার কষ্ট?-হয়তো,
হয়তো নয়।পড়ে থাকা পাতার গায়ে আলতো স্পর্শে ছুঁয়ে জানিয়ে দেয়
- বিদায় ঝরা পাতা।এবার তুমি চলে যাও অন্য কোথাও।

চলো
চলো
হাঁটছি,- হাঁটছি
আর আকাশে উড়ছে দুঃখপাখি। -সুখগুলি যেন মেঘবালিকা।ক্ষণে ক্ষণে বদলিয়েছে
তার রুপ।


জীবিত গাছের মৃত বাকল সময়ের বুকে স্থির।- কে সত্য?-বেঁচে থাকা,নাকি মৃত্যু।
ঈশ্বরের ডাক সবাই শুনতে পায়?- যে শোনে সে শোনে।

চলো
চলো
ঝরা পাতা।

কবির জীবন কেমন- অতৃপ্তির,না বেদনার?
দুপুরের ক্নান্ত রোদ জানে বেঁচে থাকা কারে বলে?

চলো
চলো
ঝরা পাতা
আর চলো জীবন,যতদিন পাও হাতে সময়।

২৯/১২/২০১৭

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭

আহমেদ জী এস বলেছেন: সুদীপ কুমার ,



জীবন ও মৃত্যুর মাঝখানের সময়টুকুই সত্য । বেশীর ভাগ মানুষই শুধু সময়টা নিয়েই থেকে যায় , বেঁচে নয় ।

ভালো লিখেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.