নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

ভ্রমণ

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৪



কুয়াশার বোঝা,- রাস্তার উপর।শুধু গাড়ির আলো প্রাণপন শক্তিতে
বোঝা বয়ে নেয়ার চেষ্টায় রত। সবাই ঘুমে(?), চালক কিন্তু জেগে
আঁধার চমকায় গাড়ির মাঝে।

নৌকা চলছে।কচ্ছপ গতি তার।আমি জেগে।আকাশও জেগে আছে
চেয়ে আছে আমার পানে।আমরা বন্ধু জন্ম- জন্মান্তরের।তারার দল
নীরব,নিঃশব্দ।অতীত দৌড়ে যায়,সময়ের সীমাবদ্ধ জগতে- বন্দী হতে।

আমি উপরে উঠতে শুরু করি।পৃথিবী তাকিয়ে দেখে। বাড়িগুলি ক্ষুদ্র খেলনায়
পরিণত হয়। এরপর অদৃশ্য হয়ে যায়। আমার জানালায় মেঘের ভেলা- তারা উড়ে চলে
আমার সাথে সাথে। মেঘদলও নীচে পড়ে থাকে।-আমি শূণ্যে।বিমানবালারা জ্যান্ত
পুতুল- নড়ছে লম্বা পাইপের সুন্দর সজ্জায়।

সবকিছুই ছুটছে- আমার পিছে পিছে। ঝম ঝম শব্দ আমাকে বিভোর করে। অতীত
লাফ দিয়ে চলে আসে স্মৃতির বাগানে।-আমি হাত ধরে আছি,আমার পিতার।

স্বপ্নগুলি বিদায় নেয়।আমি নাইতে নামি- কৃত্রিম জলাশয়ে।চীনারা আমাদের দিকে
চেয়ে আছে- যেভাবে আমরা তাকিয়ে রই কসাইয়ের দোকানের ঝুলন্ত মাংসের দিকে।

০৬/০১/২০১৮

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.