নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

লাড্ডু

২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭



একটি লাড্ডু আমার হাতে,আর আমি দৌড় শুরু করি পৃথিবীর
এক প্রান্ত হতে অপর প্রান্তে। গতদিন লাড্ডু হাতে আমি ছিলাম ফ্রান্সে।
লাড্ডু বিলি করি তাদের মাঝে যারা মিষ্টি খেতে ছিল ইচ্ছুক। এরপর
শুরু হলো হত্যাকান্ড। একদল যুবক ট্রাক তুলে দিয়েছে পথচারির উপর।
আমার হাতের লাড্ডু আমার সাথে কথা বলে- দেখেছো ফলাফল?

আমার লাড্ডু সবাই খেয়ে নেয়- শিক্ষিত,অশিক্ষিত সবাই। ইসকন খেয়ে নেয়,
খেয়ে নেয় মৌলবাদী যারা পৃথিবীর বুকে।ওহ ভুল বলেছি। লাড্ডু ওরা খায়না ,
ওরাও লাড্ডু বিক্রেতা।

রক্তের উৎসব শুরু হয় বিংশ শতাব্দী জুড়ে যখন বিপ্লব মৃত সন্তান প্রসব করে
দেশে দেশে।

ঈশ্বর আমাকে ডেকে পাঠান তার দরবারে আর প্রশ্ন করেন- তুমি জানো
এই লাড্ডু কি দিয়ে তৈরি? - ধর্ম দিয়ে। ঈশ্বর অবাক হয়ে যান। স্বগত স্বরে
বলেন,- ধর্ম? কোথায় তৈরি হয়? - পুঁজিবাদের কারখানায়।ঈশ্বর সভা বন্ধ
ঘোষণা করেন আর ধর্মের গল্প নতুন খাতায় লিখা শুরু করেন।

আমার হাতে একটি লাড্ডু,আর আমি দৌড় শুরু করি পৃথিবীর সবুজ প্রান্তরে।

২৭/০১/২০১৮

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

বিজন রয় বলেছেন: লাড্ডুর ছবি কই?

ধর্মকা লাড্ডু!!!!

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৭

সুদীপ কুমার বলেছেন: ধর্মকা লাড্ডু চোখে দেখা যায়না। চেটে চেটে স্বাদ নেওয়া যায়।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮

সুদীপ কুমার বলেছেন: ভালোলাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.