নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

শব্দ নেই

১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০১



আকাশটা ঢেকে ছিল আঁধারে,উজ্জল আলোয় ছিলোনা
আশার কোন আলো।মিসাইলগুলিও জানতোনা কেন তারা উড়ছে
সিরিয়ার আঁধারকালো আকাশ জুড়ে-
পুঁজিবাদের সর্বনাশা লালসায় সিক্ত সিরিয়ার মানুষ
আর ঠিক তখন পশ্চিমা সংবাদপত্রে লুকিয়ে থাকা শৃগাল- হায়েনার
উল্লসিত নির্লজ্জ ডাকে ঘুম পাড়ানি সুর।

ছাগলগুলি বেশ আরামেই বসে ছিল ট্রাকের ত্রিপল জুড়ে।তাদের জ্ঞানী
চোখে রাজ্যের ক্ষুধা।কর্কশ রোদে সিক্ত বৈশাখী দিন।
আমিও চলেছি
সামনে ছাগল-
মৃত্যুর তারিখ লেখা তাদের কপাল জুড়ে।

আরে দেখুন আর শুনুন
দাদাদের তর্ক-
ধর্ষণ নাকি এখন কৌটা বন্ধী- হিন্দুয়ানী ধর্ষণ
নাকি মুসলিময়ানী।
ধুর মশায়, এই বাংলা হতে আমি দিচ্ছি -থুঃ।

হায়
মেধাবী।দেখুন ছাগলগুলির চিত্র
ধারালো ছুড়ির নিচে
রেখে দিয়েছে ভবিষ্যৎ। এইবার পেয়েছে

বড্ড নিরবতা চারপাশে
আপনি বলবেন প্রতিবাদ তো হচ্ছে। আচ্ছা দুর্যোধনও তো চিৎকার করতো
ধর্মের নামেই
আপনি বলবেন - বড্ড হেঁয়ালী
আসলেই কি তাই।মিসাইলগুলি উড়ছে
সাঁই সাঁই
সাঁই সাঁই
১৪/০৪/২০১৮

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: শব্দ নেই তবুও অজস্র শব্দ। শব্দকে নিঃশব্দের মাঝে বন্দি করে এক হৃদয়স্পর্শী আবহ সৃষ্টি। সত্যি অসাধারণ।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫১

সুদীপ কুমার বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
আজ বিলেকের বৃষ্টির মতোই সুন্দর।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫১

সুদীপ কুমার বলেছেন: অনেক অনেক ভালোলাগা।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৯

মনিরুল ইসলাম বাবু বলেছেন: বাস্তবতার ধারালো প্রকাশ।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫২

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.