নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

বটিকা

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১২



আমি হাত পাতি আর হাতে একটি বটিকা ফেলে দেন আমার ঈশ্বর।
পরম ভক্তিযোগে আমি খেয়েনি,অবশ্য ঈশ্বর বলেননি আমাকে-
কেন খেতে হবে আর কখন খেতে হবে সেই বটিকা।তবে খাওয়ার পর
আজব কান্ড ঘটে যায়। আমি জনতার মিছিলে সামিল হই।যে মিছিলের
সবাই ঘুমন্ত।

অন্ধকার দীর্ঘ হতে দীর্ঘতর হয়
আর বিস্ফোরণে নিহত মানুষের রক্ত বিশ্লেষণের জন্যে পাঠিয়ে দেওয়া হয়
পুঁজিবাদের কারখানাতে
যার পাশে সাম্যবাদীরা নির্লিপ্তভাবে বক্তৃতা দিয়ে যাচ্ছে,অবশ্য
বলশেভিক বিপ্লব স্থান পেয়েছে পুস্তকের পাতায়।

অন্ধকার ঘরে সাপ,সারা ঘরে সাপ- বাংলার প্রবাদ
লিখতে লিখতে শেষ ঘন্টা পড়ে যায়।শিক্ষক এসে আমার খাতা নিয়ে যান।
আমি শালগ্রাম শিলা হাতে জনতার মিছিলে হাটছি।

২৮/০৪/২০১৮

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৩

ফজল বলেছেন: দারুন

২| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: একটি সহজ সরল কবিতা।
ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.