নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

উড়াল

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৯



আমি জড়িয়ে ধরলাম আমার আয়।হালাল না হারাম, নিতান্তই ফালতু প্রশ্ন।
গোগ্রাসে খেয়ে নেবার আগে,হালাল শব্দটি রুপালী ইলিশের মত পদ্মায় চমকায়।

ঠিক ইফতারীর সময় ঢাকার রাজপথ প্রস্তরখন্ডে পরিণত হয়।
জলজ্যান্ত মানুষগুলি অদৃশ্য থাকে-ব্যস্ত জনপদে।

আরে ধর্মটাকে কেউ সামলাও।বড্ড ছটফট করছে পৃথিবীর মাঝে।

ওই যে ধার্মিক
সঠিক হালাল খাবারের খোঁজে
ওই যে ধার্মিক দেবতার পায়ের উপর
ওই যে ধার্মিক
তবে দুর্নীতিবাজ-আয়ের ক্ষেত্রে

খোলা মাঠে হলুদ প্রজাপতি ইচ্ছামত উড়ছে।

০৬/০৬/২০১৮

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

ঢাবিয়ান বলেছেন: হালাল হারাম শুধু খাবারের বেলায় না খুজে , আয়ের উৎসের বেলায় খুজলে মুসলিম জাতির অনেক উপকার হত।

০৭ ই জুন, ২০১৮ রাত ১২:১৯

সুদীপ কুমার বলেছেন: লা জবাব।

২| ০৬ ই জুন, ২০১৮ রাত ৮:৪৭

আহমেদ জী এস বলেছেন: সুদীপ কুমার ,




যেখানেই লাভে লাভ সেখানেই হলুদ প্রজাপতি ইচ্ছেমত ওড়ে ।

০৭ ই জুন, ২০১৮ রাত ১২:১৮

সুদীপ কুমার বলেছেন: বেশ বলেছেন।

৩| ০৭ ই জুন, ২০১৮ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: এই ভ্যাপসা গরমের বিরুদ্ধে প্রতিবাদ ও
তীব্র নিন্দা জানিয়ে রাখলাম।

০৭ ই জুন, ২০১৮ রাত ১২:১৭

সুদীপ কুমার বলেছেন: আমি গরমরে দোস্ত ডাকিলাম।আর সে লজ্জা পাইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.