নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

বাঁক

০১ লা জুলাই, ২০১৮ রাত ১০:৪২



তুমি কি বদলে যাচ্ছো-অনবরত।শরতের মেঘের মত
অথবা তাসের পরে তাস সাজানোর মত
তোমার পোষাক
তোমার হাসি।তোমার কন্ঠখানি
বদলে যাওয়ার মেঘ হয়ে যে উড়ছে অনবরত।
এই বুঝি রীতি
চলার পথে,- বাঁক বদলের মত।
আমিও কি বদলে গেছি?-একটুখানি
পথের পরে পথ আসে ওই,পথের সঙ্গী তুমি!
তবে কি ভালোবাসা শিশির বিন্দু।রোদ উঠলে বিদায় তার হাসি

সব ছেড়েছি।পথের বাঁক যত দু’হাতে সরিয়ে আমি সোজাই চলেছি
হাতটি যদি রাখো তুমি আমার বুকের মাঝে
দেখবে অচিন পাখিটি আজও বসে কাঁদে।
০১/০৭/২০১৮

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১১:০২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা ভালো লাগল।

২| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১১:২৪

সনেট কবি বলেছেন: কবিতা মন ছুঁয়ে গেল।

৩| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১১:৪৬

সাইন বোর্ড বলেছেন: এর চেয়ে অাপনি অারো ভাল লিখেন, এটা মোটামুটি ভাল লাগল ।

৪| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১২:০৩

রাকু হাসান বলেছেন: শেষ দু’লাইন বেশি ভাল লাগলো .. মনে যাই আসলো তাই লিখলাম....আশাকরি পড়বেন . কথা ছিল

৫| ০২ রা জুলাই, ২০১৮ ভোর ৬:২১

Md Sohel Rana বলেছেন: কবিতার নামকরণটি অসাধারণ
লেগেছে সাথে কবিতাও কিন্তু
"আজও বসে কাঁদে"
পঙ্কতির এই অর্ধাংশটুকু কী একটু ব্যাখ্যা হবে কী?

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১:০৫

সুদীপ কুমার বলেছেন: ধরুণ প্রেমিক-প্রেমিকার কথা ও বিচ্ছেদের কথা।দাম্পত্য জীবনের নিঃসঙ্গতায় সৃষ্ট দূরত্ব

৬| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

৭| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:০৯

Md Sohel Rana বলেছেন: ঠিক আছে যা ভাবার ভেবে নেব৷

৮| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.