নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

হালচাল-৩

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮





আকাশটা বেশ থম মেরে আছে
বাতাসও স্থির
আমি কোন ঝড়ের পূর্বভাস দিতে আসিনি।
সত্যিকার অর্থে একটি মৌসুম শেষ হলো
আর একটি মৌসুম শুরু হবে
তাই রাজনৈতিক উচ্ছিষ্টগুলি জোট প্রক্রিয়ার ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে।


যারা ছিল আদুরে,স্বার্থান্বেষী,সেলফি বিশারদ
তাদের উৎসাহ উদ্দিপনায় কেমন যেন ভাটার টান
হবে না কেন,হানিমুন প্রিরিয়ড শেষ
সামনে ইলেকশন।


“ছিপ খান তিনদার
তিনজন মাল্লা
চৌপড় দিনভর দেয় দূরপাল্লা”-
কত ছোট বেলায় পড়েছি।


চেতনায় যাদের চুলকায় তাদের DNA টেষ্ট প্রয়োজন


আমরা হয়তো প্রচন্ড রকমের নির্লজ্জ
তাই জনগণের উপর আস্থা রাখতে পারিনি
তাই লবিষ্ট নিয়োগ করি যুক্তরাষ্ট্রে।
ক্ষমতায় না থেকেও এতো টাকা কোথা হতে আসে?


হা জনগণের উপর বিশ্বাস!
আমরা নিজেকেই বিশ্বাস করতে পারিনা।


একটি ফর্দ তৈরী করতে পারো
-প্রচার
-অপপ্রচার
-ধর্মীয় সেন্টিমেন্ট
-পত্রিকার অক্ষরগুলি কে কত দামে কিনবে
-নির্লজ্জ বার্ণিকট
-ক্ষমতায় থেকে কে কত সম্পদ বৃদ্ধি করতে পেড়েছে
-গুজব
-ফেসবুক ফ্যাক্টর


আমি চিনা বাদাম নিয়ে বসেছি
সামনের খেলাটা সেইরাম উত্তেজনার হবে।

১৪/০৯/২০১৮

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২

স্রাঞ্জি সে বলেছেন:

ভাল লিখেছেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৮

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

সুমন কর বলেছেন: ১ ভালো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই ভালো লিখেছেন। কিছু কিছু কটাক্ষ ভালো লাগল এবং উপভোগ করলাম।

৮ নম্বরটা :) কাল থেকে খেলা শুরু বাংলাদেশ শ্রীলংকা। এশিয়া কাপ জমবে। অক্টোবরে আরেকটা খেলা আছে। ফাইনাল বোধহয় ডিসেম্বরেই :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

সুদীপ কুমার বলেছেন: দেখবো।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

শুভ্র বিকেল বলেছেন: দারুণ সব সত্য কথা উঠেছে এসেছে, শুভ কামনা প্রিয়।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

সুদীপ কুমার বলেছেন: শুভ কামনা।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০

সনেট কবি বলেছেন: দারুণ লাগল কবি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

সুদীপ কুমার বলেছেন: আপনিও দারুণ লেখেন।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: সুন্দরতম লেখা। আমি নতুন, শুভ কামনা করবেন প্রিয় কবি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

সুদীপ কুমার বলেছেন: স্বাগতম ব্লগে।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪

এখওয়ানআখী বলেছেন: আমিও চিনাবাদাম চিবুচ্ছি। তবে আগের মতই ম্যাটমেটে ম্যাচ হবে বোধহয়।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২

সুদীপ কুমার বলেছেন: দেখা যাক।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: দুঃখিত বড্ড অগোছালো আর এলোমেলো মনে হলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫১

সুদীপ কুমার বলেছেন: কয়েকবার পড়ুন দেখুন বাংলাদেশের রাজনীতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.