নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

বন-জঙ্গলের প্রেম

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৯



১। জলে জঙ্গলে

তুমি আমার জমি হও-উর্বর ভূমি
আমি চাষা-চাষ করি।

ঠিক পর্বত চূড়ায় আমি ফুটিয়েছি এক ফুল-হলিহক
হলিহক, ভুল হলো,ধুতুরার ফুল
কিম্বা জবা
আমি ফুল চাষি আর পর্বতে ফুঠাতে চাই লাল অর্কিড
যদি তুমি ভূমি হও
তবে আমি চাষি।
পর্বত বেয়ে নেমে আসে নদী,পথে সমতল ভূমি
নদী বয়ে যায়
বয়ে যায়
মিলন মোহনায়-তুমি আর আমি।
শব্দ শুনি।আমি বুঝি সমুদ্র তটে।তুমি বুঝি বেলাভূমি
তাই আমি ঢেউ হয়ে আছড়ে পড়ি-অনন্ত কাল।

নারী উঠে জেগে
বলে,-আমি মানুষ।নই কল্পনার ফানুস
এসো খেলি
যদি হও মানুষ-এসো পুরুষ হয়ে
মাতি দু’জনে,আমাদের শরীর নিয়ে
কেন এতো লুকোচুরি
কেন সাজো কবি
ছিঃ!

২।লতা

মাস খানেক আগেও স্বপ্ন দেখেছি লতাকে নিয়ে
লতাকে চিনতে হলে আমাদের পাশের বাড়িতে যেও
যে সমবয়সী দস্যি মেয়েটি তোমার সামনে আসবে
সেই লতা-তুমি জেনে নিও।
তোমাকে যেদিন প্রথম লতার কথা জানালাম
বললাম স্বপ্নে কি হয়েছিল লতার সাথে
তুমি শুনলে চুপটি করে,
অবশ্য তোমাকে বলার অন্য উদ্দেশ্য ছিল
আমি দেখতে চাইছিলাম তুমি ঈর্ষা কর কিনা
তুমি চুপ থাকলে-নিরবতা গ্রাস করে নিল তোমাকে।
আলো খেলছিল সবখানে
আমার চোখ খেলছিল তোমার ওষ্ঠে
আমার নিঃশ্বাস ভারী হয়ে আসে
তুমি উঠে দাঁড়ালে,আর বললে-চল।

মাধবীলতা অযথাই ঝুলে আছে দেয়াল জুড়ে।


মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬

সনেট কবি বলেছেন: সুন্দর

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ হক ভাই।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১১

শামচুল হক বলেছেন: চমৎকার

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ হক ভাই।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এসো খেলি
যদি হও মানুষ-এসো পুরুষ হয়ে
মাতি দু’জনে,আমাদের শরীর নিয়ে
কেন এতো লুকোচুরি

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
মানুষের আদিমতা নিয়ে আর কত খেলা হবে !?
এসো আধুনিক ডিজিটাল যুগে
কল্পনার ফানুস গুলো বাস্তবে রুপ দেই ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

সুদীপ কুমার বলেছেন: ডিজিটাল হয়ে মানুষ আরও আদীমতায় ফিরে গিয়েছে।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: মনোমুগ্ধকর! ভাল লাগা রেখে গেলাম। +++

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৩

চাঁদগাজী বলেছেন:


কবিতা বাদ দিয়ে অন্য কিছু চেষ্টা করার সময় হয়ে গেছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫১

সুদীপ কুমার বলেছেন: একদম ঠিক কথা।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে মনে হয় কবিতা লেখা মনে হয় সহজ। তাই এত এত লোক কবিতা লিখে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫০

সুদীপ কুমার বলেছেন: মুড়ি ভাজার মত সহজ।গরম তাওয়া(আবেগ),বালি (সময়) আর আগুন (চর্চা) হলে আপনি মুড়ি ভাজতে পারবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.