নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

অসভ্যদের হাতে সভ্যতার স্তম্ভ

১৮ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৪

কি সুন্দরভাবে বদলে যায় প্রতিটি দৃশ্যপট।
আমরা আগে থেকেই জানি
অথবা জানিনা
কিন্তু ভান করতে পারি আমরা জ্ঞানী।
আমরা ভান করতে পারি,- আমরা ধার্মিক
তাই মানুষের লাশের উপর নির্মাণ করতে পারি কারুকার্যময় দেবালয়।
আমরা ভান করতে পারি,-আমরা নাস্তিক
তাই মানুষ নয় পশুর মৃত্যুতে আমরা বিচলিত হই।
দৃশ্যের পর দৃশ্য বদলে যায়
দিন যায়
রাত যায়
খাওয়া-দাওয়া আর যৌনতায় ঘুরপাক খায় জীবিত সময়।

আকাশে উড়ন্ত বিমান হতে খসে পড়ে মানুষ
হয়তো উড়বার বড্ড শখ ছিল তাদের
কিন্তু তারা জানতোনা তাদের যে ডানা নেই
নাকি ডানা ছেঁটে দিয়েছিল
ওই কথিত সভ্যতা।


পর্দার অন্তরালের যারা খেলোয়াড়
লুটে নেয় সম্পদ।তারা খুব চতুর।
সুশাসন
মানবতা
ধর্ম
গণতন্ত্র
কতনা অস্ত্রে-শস্ত্রে তারা সজ্জিত।

পৃথিবী যেন এক অতিপ্রাকৃত পাঠশালা
যে পাঠশালায় অসভ্যদের হাতে সভ্যতার উজ্জল স্তম্ভ,
আর বই হাতে বসে আছে
একদল অন্ধ।

রুহীগাঁও

১৮/০৮/২০২১

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:


এত কষ্ট করে এসব লিখা কি খুবই দরকারী?

১৮ ই আগস্ট, ২০২১ রাত ১১:৫১

সুদীপ কুমার বলেছেন: আপনার কি মনে হয়?

২| ১৯ শে আগস্ট, ২০২১ রাত ২:৩৭

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, পুরোপুরি বেদরকারী কাজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.