নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সকল পোস্টঃ

কাঙ্খিত নির্জনতায়

২৪ শে মে, ২০১৬ রাত ১১:৫৮

আমি নির্জনতাই কামনা করি
তুমি-আমি যখন একসাথে থাকি
আর থাকে স্ফটিকস্বচ্ছ ভালবাসা
আর বুনো উদ্ধত কামনা
তোমাকে আমাকে ঘিরে।


আমি নির্জনতাকেই চাইবো - একান্তে
যখন তোমার সরু কোমর পেঁচিয়ে রইবে এই হাত
আর তোমার মসৃণ উন্নত গ্রীবায়
আমার...

মন্তব্য২ টি রেটিং+২

তুমি কাছে এলে

২৪ শে মে, ২০১৬ রাত ১২:০৯

তুমি কাছে এলে
বিদ্যুৎ চমকায় সময়আকাশে
আর শত সহস্র গোলাপ ফোটে হৃদয়বাগানে।
আমি দেখতে থাকি তোমাকে-
একটি ফুলকে-
একটি নৃত্যরত প্রজাপতিকে-
মৃগনাভী হরিণীকে।
ভালবাসার সহস্র হীরা চমকায়-ক্ষণে ক্ষণে।

তুমি কাছে এলে
ঢেউ ওঠে রক্তে
-ভালবাসার
-কাছে পাওয়ার
-আকাঙ্খার।
ভালবাসার মিষ্টি সময়
বয়ে চলে
তোমাকে-আমাকে ঘিরে।

তুমি...

মন্তব্য১ টি রেটিং+০

ধরিত্রী

২০ শে মে, ২০১৬ রাত ১:২৩

সাবলিলভাবে আমি
তার বুকের আঁচল সরিয়ে দিলাম
নিঃশ্বাস ক্রমশ ভারী।
একটি একটি করে
সব কয়টি বোতাম স্থান বদলায়
নিঃশ্বাস আরও ভারী হয়।
এক চিরকালিন পুরুষ বসে আছে
হাঁটু গেড়ে
ধরিত্রীর কাছে-
নারী।

১৯/০৫/২০১৬

মন্তব্য০ টি রেটিং+০

অনেকদিন পরে

১৭ ই মে, ২০১৬ রাত ৮:৫৫

অনেকদিন পর কাছে পেলাম তারে।
জোনাকীর নৃত্যরত এই পথে
মাটির মিষ্টি ঘ্রাণ লেগে আছে
বাতাসের গায়ে।
কত ক্রোশ হেঁটেছি এ পথে
নক্ষত্র ঝরা বিরহী রাতে।

অনেকদিন পর কাছে পেলাম তারে
উঁচু সড়কের পাশে
বৃক্ষের নীরব সমাবেশে
রাতজাগা পাখিদের কলতানে;
কতরাত...

মন্তব্য২ টি রেটিং+০

দুঃস্বপ্নের ঘোরে আমার মাতৃভূমি

১৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৩

এ নয় আমার মাতৃভূমি
যেখানে দুঃস্বপ্ন তাড়া করে ফেরে
আর আমার ধর্ম পরিচয়-মানব স্বত্বা হতে
আমাকে বিচ্ছিন্ন করে ফেলে।

না, হতে পারেনা
আমি বিশ্বাস করিনা
আমি হয়তো দুঃস্বপ্নে।
চোখ মেলেই দেখতে পাবো-সবুজ ফসলের ক্ষেত।

শ্রদ্ধেয় শিক্ষক-কান ধরে উঠ...

মন্তব্য০ টি রেটিং+০

আশালতা

১৬ ই মে, ২০১৬ রাত ১:১৯

আরও অনেক রাত ছিল বুঝি,-অপেক্ষায়!
চাঁদ যায়, চাঁদ আসে।
ফসলের মাঠে কর্ম শেষে
তুমিও থাকতে অপেক্ষায়;
এই বুঝি দেখা হবে।
এক গাল হেসে
তখন বলবে তুমি
-ভালবাসি।


চৈত্রের নির্মম রোদ
ভালবেসে,গেলো চলে
বর্ষার উচ্ছল জলে,
ভরা ভাদ্রে,ঘেমো গায়ে
ছিলে,-রাত জেগে
একা,একা
এই বুঝি হবে...

মন্তব্য১ টি রেটিং+১

ঋণাত্মক

১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

আলো-জানিনা কেন নিভে যাচ্ছিল
কলম হয়ে যাচ্ছিল টাকার মতন।
জল পরিবর্তিত হচ্ছিল
জ্বালানিতে
শীতলতা বয়ে চলেছিল আগুন।
কোথায় যেন একটা
পরিবর্তনের সুর বেজে চলেছিল
আর পন্ডিত শব্দটি
মুছে ফেলেছিল
কালি দ্বারা।

১২/০৫/২০১৬

মন্তব্য০ টি রেটিং+০

মৃত্যু সংবাদ

০৮ ই মে, ২০১৬ রাত ১১:৪২

সে খুব দ্রুত ফিরে আসে,আমার কাছে
পুরানো দিনের গল্প বলে অবলিলায়
আমার অবাক হবার পালা শেষ হলে
ভাবি-কত হারানো স্মৃতি কিভাবে ফিরে আসে
মুহূর্তের মধ্যে।
এরপর গল্প করে বন্ধুদের নিয়ে
গল্প শেষ হলে
আমরা জানবো
আর ফিরে আসবেনা...

মন্তব্য০ টি রেটিং+০

রক্তাক্ত প্রান্তর(তৃতীয় পর্ব)

০৬ ই মে, ২০১৬ দুপুর ২:৩২

পিয়ালের গলা ভেঙ্গে গিয়েছে।সারারাত শ্লোগান দিয়েছে সে।রায় জানার পর ওরা স্তম্ভিত হয়ে যায়।স্বাধীনতার বিয়াল্লিশ বছর পরও ন্যায্য বিচার পাওয়া যাবেনা?ফাঁসি না হয়ে যাবজ্জিবন!ওরা একে ওপরের সাথে দ্রুত যোগাযোগ করে।ঠিক...

মন্তব্য০ টি রেটিং+০

স্বপ্ন

০৫ ই মে, ২০১৬ রাত ১২:২৯

দেরী হয়ে গেলো|
ঘন্টা পড়ে|
দৌড় দৌড়|
গাড়ি ছেড়ে চলে যায়|
আঁধারে মিলিয়ে যায়|
রয়ে যায় নীরবতা|

বিশ্রী রকম গরম
ঘুম ভেঙ্গে যায়
পানির তেষ্টা
ঢক ঢক শব্দ
পানি নেমে যায়|
শুয়ে পড়ি বিছানায়|

21/04/2016

মন্তব্য৩ টি রেটিং+০

রক্তাক্ত প্রান্তর(দ্বিতীয় পর্ব)

০৩ রা মে, ২০১৬ রাত ১১:১০

-ভাইয়া,আমাকে একটা এন্ড্রয়েড মোবাইল কিনে দিবি?
-কি করবি?তোর তো একটা মোবাইল আছে।
-আরে ওইটা তো পুরানো।বান্ধবীদের সবার এন্ড্রয়েড আর স্মার্ট ফোন।সবার ফেসবুকে একাউন্ট আছে।আমার নেই।আব্বাকে বলতেই চেতে গেলো।তুই কিনি দিবি।
-আগে পরীক্ষা শেষ...

মন্তব্য১ টি রেটিং+১

আমরা চিন্তা করতে পারি

০২ রা মে, ২০১৬ রাত ৮:৪৫

আমি কোন ফেরিওয়ালা নই
আমি ফেরি করিনা কোন চেতনা
অথবা ধর্মীয় উন্মাদনা ।
আমি শুধু বলতে এসেছি
আমরা কোন যুদ্ধের ময়দানে নেই
আমরা আক্রান্ত নই
কোন বহিঃশত্রুর দ্বারা।
তবে কেন চাপাতির ভয়ংকর দৌরাত্ম্য
তোমার-আমার হাতে এতো রক্ত?

একবার ভাববে...

মন্তব্য২ টি রেটিং+০

রক্তাক্ত প্রান্তর(প্রথম পর্ব)

০১ লা মে, ২০১৬ রাত ৮:৩৫

মোর্শেদ বিছানায় বিমর্ষ হয়ে শুয়ে থাকে।ঘুম আসতে চায়না।প্রতিদিন ব্লগে লিখা শেষ করে তারপর ঘুমাতে যায়।আজ ব্লগ খুলেই অবাক হয়ে যায়।গতকাল কাদের মোল্লাকে নিয়ে তার লেখায় কয়েকজন বিশ্রী বিশ্রী মন্তব্য করেছে।...

মন্তব্য১ টি রেটিং+০

ছাপ

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১০

আমি অবাক হয়ে গেলাম-তার প্রশ্ন শুনে,
কত আর বয়স ছিল তখন
আঠারো কিম্বা উনিশ;
“তোমাকে তো হিন্দুর মত লাগেনা”?
ভাবলাম
চেহারায় লেখা রয়
হিন্দু না সে মুসলিম!

তখন সবে যৌবন
আর বুঝলাম
সময়টা কেমন যেন অন্যরকম।
পরিচিত মানুষের সুন্দর...

মন্তব্য০ টি রেটিং+০

আজ কবিতা আসবেনা

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১

আজ কবিতা আসবেনা,খাতায়
বলবেনা তার প্রেমের কথা
বলবেনা প্রকৃতির কথা।
আজ খাতায় ছড়িয়ে পড়ছে-আমার ভাইয়ের রক্ত
কলমের কালি ধারণ করছে
রক্ত লাল বর্ণ।

চাপাতির আকস্মিক উথ্থানে লোপ পাচ্ছে চিন্তা করার
ঐশ্বরিক ক্ষমতা।
গুপ্তহত্যার অচিন্তনীয় দাপটে মানুষ ভুলে যাচ্ছে
তার...

মন্তব্য১ টি রেটিং+০

৪৬৪৭৪৮৪৯৫০৫১৫২৫৩৫৪৫৫৫৬>> ›

full version

©somewhere in net ltd.