নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

ভারতের সংসার বিমুখ রাজনীতিবিদেরা ও আমার কিছু ভাবনা !

১৮ ই মে, ২০১৪ রাত ৯:৪৭

একটা বিষয় খেয়াল করলাম, ভারতে এবারের নির্বাচনে নির্বাচিত প্রধান চারটি দলের প্রধানদের কারোই সংসার নেই, মানে বউ/স্বামী বা সন্তান নেই! যার কারণে তাদের আত্মীয় স্বজনও অনেক কম হবে আর সবার চেয়ে স্বাভাবিক ভাবেই।



এই যেমন -

১) মোদী = সংসার ত্যাগী, সন্ন্যাসী।

২) রাহুল গান্ধী = স্বঘোষিত চিরকুমার।

৩) জয় ললিতা = চিরকুমারী।

৪) মমতা = চিরকুমারী।



টপিক: আমাদের এশিয়ান ব্লাডের ঐতিহ্য অনুযায়ী নেতৃত্ব বা ক্ষমতাধর ব্যক্তিদের পতনের শুরু হয় তার নিজ পরিবারের দুর্নীতি থেকে। অর্থাৎ নেতা যতই সৎ হোক না কেন, সে তার নিজ পরিবারের দুর্নীতি ঠেকাতে পারে না, তা যেকোন কারণেই হোক। আর নেতার পরিবারের ইনার সার্কেলের একজন দুর্নীতিতে জড়িয়ে গেলে তার থেকে তা ছড়িয়ে পড়তে থাকে সবখানে। যার একমাত্র পরিণতি অবশ্যম্ভাবীভাবে নেতার পতন। আমাদের চারপাশে তাকালে এর অসংখ্য নজির পাব।



অফটপিকঃ ভারতীয়রা এই দিকে থেকে ভাগ্যবান, অন্তত: তাদের দেশে এবার দুর্নীতি ব্যাপকমাত্রায় হওয়ার চান্স কম !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৪ রাত ৯:৫৬

মিতক্ষরা বলেছেন: জলজ্ব্যান্ত বৌ থাকতে মোদি আবার চির কুমার হন কি করে? শিগগীরই বৌকে মোদির কাছে ফেরত পাঠানো হোক। নারীসংগ বিহীন থাকাটা কোন প্রধানমন্ত্রীর জন্য শুভ বিষয় নয়। এমনিতেই নানান দুরূহ কাজে প্রধানমন্ত্রীরা দম ফেলতে পারেন না।

১৮ ই মে, ২০১৪ রাত ১০:৫৫

সুকান্ত কুমার সাহা বলেছেন: মোদীকে চিরকুমার বলা হয়নি। বলা হয়েছে সংসার ত্যাগী, সন্ন্যাসী! আর পৃথিবীর সবাই একরকম চিন্তা করে না। মানুষে মানুষে চিন্তার ভিন্নতা আছে আর সেই অনুযায়ী সে/তারা চালিত হয় ! ধন্যবাদ !

২| ১৮ ই মে, ২০১৪ রাত ১০:২৯

টিট ফর টেট বলেছেন: Sahamat

১৮ ই মে, ২০১৪ রাত ১০:৫৬

সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.