নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

বিমানে মড়ক লাগচ্ছে- বাঁচাও !!!

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৮

কি হচ্ছে এসব? চারদিকে দেখি বিমানের মড়ক লাগচ্ছে!

এদ্দিন ভাবতাম, কুফা বোধহয় শুধু মালয়েশিয়ান এয়ারলাইন্সেই লাগছে-

এখন দেখছি না, সবই ভুল, মনের বিভ্রম!

মালয় দুইখানকে ফলো করছে তাইওয়ান আর আলজেরিয়ার বিমানও!

সবই ফেবুর বাতাস! ফলোয়ার হও, না হলে বাড়াও!

একা চলতে পারে না কেউ, বন্ধু বিহীন জীবন; অচল!



নয়া দুশমন ইউক্রেনের দুই গ্রুপের বিমান গুলার কথা না হয় বাদই দিলাম-

ওরা নিজেরা নিজেরা ফ্যাসাদ কইরাই একে অপরের গুলা খাইতেছে।

ফাঁকতালে বেচারা মালয়েশিয়ার একখান খাইছে!

এমনিতেই একখান হারাইয়া; ওরা সাগরে আগে থিকাই ডুইবা আছে!



এদিকে শুনলাম, হামাসও নাকি ইসরাইলের একখান ফালাইয়া দিছে-

তাও আবার সেইখান বস আমেরিকার সাপ্লাই করা F-16, বাঘা ফাইটার!

এমন একখান পাকিস্তানও হারাইছে, নিজেদের উপ্রেই বোমাইতে যাইয়া-

লালায়েক গুলার যা কাম, তাও আবার নিজ জানি দোস্ত- তালেবানের হাতেই!

যদিও ইহারা সবগুলাই ছিল, বিশ্ব দুশমন আমেরিকার ‘ভয়াবহ গর্বের প্লেন’!



ঐদিকে ইন্ডিয়ার MIG-21 এর তো কোনই ভরসা নাই, উড়লেই পড়ে!

‘উড়ন্ত কফিন’ বইলা নিজেরাই গাইলায়! ভারত জুড়ে চিল্লায়!

আমি অভাগা আর একে কি কমু?



এইসব দেইখা, মাইরি কইছি, বিমান নিয়া আমি বড়ই টেনসিত! বাঁচাও !!!



২৪/০৭/২০১৪

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:২৪

রিফাত হোসেন বলেছেন: প্লেন ঠিকই গর্বের যদি চালক হয় বস টাইপের কেউ ! :-B

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩২

সুকান্ত কুমার সাহা বলেছেন: যদি নিচ থেকে কেউ ক্ষেপণাস্ত্র চালায়?
যদি অটো পাইলট দিয়া গুম করা হয়?
যদি তালেবানের নিখুঁত নিশানায় পড়ে?
যদি উড়ন্ত কফিন হয়?
---- তাইলে কিন্তু মাপ নাইক্যা !!!

২| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৭

সুকান্ত কুমার সাহা বলেছেন: শুধু আমি না আরও অনেকেই টেনসিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.