নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

হাইব্রিড টিভি চ্যানেল গুলো কি দর্শক ধরে রাখতে পারবে?

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৬

একটা বিষয় খেয়াল করলাম; আমাদের দেশীয় টিভি চ্যানেলগুলো আসলে “ঈদের অনুষ্ঠান” চালাচ্ছে না! চালাচ্ছে “ঈদের বিজ্ঞাপন অনুষ্ঠান” ! আর এই বিজ্ঞাপন অনুষ্ঠানের মাঝে মধ্যে কিছু নাটক-ফাটকের ট্রেইলার দেখাচ্ছে। এই আর কি! শুনছি এটা চলবে নাকি ৭ দিনব্যাপী? তাই যদি হয়? তাহলে দর্শকের খবরই আছে, মাইরি কইছি!



আরও একটা বিষয় খেয়াল করলাম; আমাদের টিভি চ্যানেল গুলোর সবারই প্রচারের ধরণ প্রায় একই রকম। এই যেমন- সবাই খবর প্রচার করছে, স্ক্রিনের নীচের স্ক্রলে ব্রেকিং নিউজ বা টপ নিউজ দেখাছে, সবাই প্রায় একই সময়ে টক শো দেখাচ্ছে, সিন্ডিকেট করে ঘড়ি ধরে ৫ মিনিট নাটক আর ১৫ মিনিট বিজ্ঞাপন দেখাচ্ছে একই সময়ে; যাতে করে দর্শক চ্যানেল চেঞ্জ করেও শান্তি না পায়!



অর্থাৎ যে চ্যানেল গুলোর হোম এন্টারটেইনমেন্টের 'রোল' প্লে করার কথা ছিল, তারা তা না করে খবর থেকে টকশো, এমনকি খেলার লাইভ টেলিকাস্টও করছে বা স্কোর দেখাচ্ছে। আবার যাদের খবরের জন্য লাইসেন্স দেওয়া হয়েছে, তারাও খবরের পাশাপাশি অন্যকিছুও দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে সবাই হাইব্রিড হয়ে গেছে। নিজ নিজ বৈশিষ্ট্য বলে এদের আলাদা কিছু নেই, শুধুমাত্র লোগো ছাড়া।



আর এটা কে না জানে মানুষ হাইব্রিড পছন্দ করে না। তার মধ্যে আবার বাঙালী? যাদের স্বভাবই হল- দেশের আসলটা ছেড়ে বিদেশের নকলটার পিছনে দৌড়ানো। সেখানে এই হাইব্রিড দিয়ে কি তাদের আটকিয়ে রাখা যাবে বা এরা কি বৈশ্বিক প্রতিযোগিতায় নিজ দেশের দর্শক ধরে রাখতে পারবে? আবার এরমধ্যে যদি ভয়াবহ বিজ্ঞাপন প্রচারই মূলনীতি হয়?



আমার ধারনা- না!



আপনার?



৩০/০৭/২০১৪, বিকাল: ৩.২৩



এই বিষয়ে আমার আগের লেখা গুলো (ভারতীয় চ্যানেল বন্ধ প্রসঙ্গে)

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৬

ইলি বিডি বলেছেন: আমার ধারনা- না!

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৩

সুকান্ত কুমার সাহা বলেছেন: আপাতত 'না' জয়যুক্ত হল !!!

২| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩১

অপূর্ণ রায়হান বলেছেন: +++++

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০০

সুকান্ত কুমার সাহা বলেছেন: আপনার মন্তব্যেও +++++
তবে 'হ্যাঁ' বা 'না' একটা বললে ভাল হত !!!

৩| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৫

কোবিদ বলেছেন:
যথার্থই বলেছেন,
বিজ্ঞাপনের মাঝে নাটক!!

৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৩

সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ! আপনার ভোট না'র পক্ষে ধরে নিলাম !!!

৪| ৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

শেখ মফিজ বলেছেন:
তারা নিজেরাও জানে দর্শক তাদের অনুষ্ঠান দেখে না ।
বিজ্ঞাপন অনুষ্ঠান একই জিনিষ বার বার দেখতে কি ভালো লাগে ?
রিমোট তো হাতে ধরাই আছে ।

শুধু বিজ্ঞাপন দাতাদের সৌজনে চলে টিভি অনুষ্ঠান ।
আপনার আমার জন্য নয় ।

আমাদের দর্শকদের ভারতীয় অনুষ্ঠান দেখার এটা অন্যতম কারণ ।
তাদের সময় জ্ঞান ভালো ।আপনি জানবেন তাদের কোন অনুষ্ঠান কখন শুরু হবে কতক্ষন চলবে ।

৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৫

সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ! আপনার ভোটও না'র পক্ষে ধরে নিলাম !!

শুধু বিজ্ঞাপন দাতাদের সৌজনে চলে টিভি অনুষ্ঠান ।
আপনার আমার জন্য নয় । --- এটা দামী কথা !!!

৫| ৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

পাজল্‌ড ডক বলেছেন: দর্শক ধরে রাখতে পারছে কোথায়? অলরেডি লস্ট। ফিরিয়ে আনা যায় কিনা সেই প্রশ্ন এখন। :||

৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৭

সুকান্ত কুমার সাহা বলেছেন: আপনিও দেখছি না'র পক্ষে ???
ধন্যবাদ !!!

৬| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪৭

rakibmbstu বলেছেন: বাংলাদেশের মানুষই হাইব্রিড তা কি জানেন না?

৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৯

সুকান্ত কুমার সাহা বলেছেন: সেটা জানি, তবে আপনার ভোটের বিষয়ে আমি কনফিউজড! হ্যাঁ বা না একটা হলে ভাল হত !!!
ধন্যবাদ !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.