নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

বুশ পরিবার - দেইখ্যা লন!

১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪

নেন ভাই-
আগে দেখেছিলাম বড় বুশ-
কিছুদিন আগে দেখেছি মাঝারি বুশ-
এবার দেখবো ছোট বুশ!
শুনি পরিবারতন্ত্র নাকি শুধু আমাদের এই নেটিভ কান্ট্রিগুলাতেই আছে; ওদের আপার কান্ট্রিগুলাতে উহা নাইক্যা! কিন্তু দেখি ওখানেও তা ব্যাপুক আছে; কেনেডি পরিবার, ক্লিনটন পরিবার এবং আমাদের অশেষ প্রিয় ওরফে যুদ্ধপ্রিয় বুশ পরিবার!
না জানি আমার এই ছোট মাথাটার আওতার বাইরে আরও কত কত অজানা পরিবার এখনো রয়ে গেছে ওখানে মানে আমেরিকায়! তয় এতে হ্যাঁগোরে কোন দোষ নাইক্যা। এটাও ‘গণতন্ত্র ফুলে’র প্রস্ফুটিত আর একটা পাপড়ি; বড়ই সোন্দর!
আমরাই অযোগ্য, যা তা!
কথায় আছে, সব মাছে গু খায়; আর নাম পড়ে ঘাইরা মাছের!
ওয়াক ফুঁ >>>
১০/১১/২০১৪

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

খেলাঘর বলেছেন: আমেরিকায় পরিবারতন্ত্র নেই; পরিবারের প্রভাব আছে; বুশ, কেনেডি পরিবার রিপাবলিকান বা ডেমোক্র‌্যাটিক পার্টির প্রধান নয়; তারা বাকীদের রাজনীতিতে আসা যাওয়াকে কন্ট্রোল করে না; তারা পরিবারের প্রভাবের ফলে প্রেসিডেন্ট পদ থেকে অনেক পদে সহজে হয়।

পরিবারতন্ত্র কাহাকে বলে, তা আপনি বুঝে না; আপনার রাজনৈতিক ধারণা অশিক্ষিত মানুষের সমান।

২| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(

৩| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: তয় এতে হ্যাঁগোরে কোন দোষ নাইক্যা। এটাও ‘গণতন্ত্র ফুলে’র প্রস্ফুটিত আর একটা পাপড়ি; বড়ই সোন্দর!
আমরাই অযোগ্য, যা তা!
কথায় আছে, সব মাছে গু খায়; আর নাম পড়ে ঘাইরা মাছের!
ওয়াক ফুঁ <<< :-P :-P X( X((

++++++++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.