নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

নীলক্ষেত ভ্রমণ

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

এই শুক্রবারে নীলক্ষেতে গিয়েছিলাম এক কাজে; পাসপোর্টের জোড়া পাতা খোলাতে। রাস্তায় বিজ্ঞাপন দেখে একটা নাম্বারে ফোন দিয়েছিলাম; মেসেজে জানলাম এতে লাগবে ৯০০ টাকা আর এক ঘণ্টা সময় সাথে নানা ভং চং! সন্দেহ হলো!

সব কাজের কাজী নীলক্ষেতে মাত্র ১০০ টাকায় কাজ শেষ তাও মাত্র ১০ সেকেন্ডে। ইলেকট্রিক আয়রনের এক হিটে টপাস করে জোড়া পাতা খুলে গেল। বেঁচে গেল ৮০০ টাকা! এখন কি করি?

প্রথমেই কিনে ফেললাম, বসের(!) মানে হিটলারের 'মাইন ক্যাম্ফ' মাত্র ৭০ টাকায়, এত অল্পতে তার বই বিক্রি হচ্ছে জানলে- বস সবগুলারে ধরে ক্যাম্পে পাঠাইত; হালুয়া বাইর করতো নিশ্চিত!। তারপর কিনলাম, মারিও পুজো'র গডফাদার ও দ্যা লাস্ট গডফাদার। যদিও গডফাদারটা অনেক আগেই কেনা ও পড়া ছিল। অফিসে রাখা ছিল। সময়ে অসময়ে ফাঁকতালে পড়তাম। ভাল লাগতো! নিজেকে ভিলেন ভিলেন লাগতো। শেষে সে নিজেই আমাকে ফাঁকি দিয়ে সব সহ পুড়ে গেছে!

তারপর কিনলাম- শ্রীমদ্ভগবত গীতা (নিত্য পাঠ) আর শ্রী গীতা! ভাবলাম অনেক তো হল, এবার ধর্মে মন দাও, সুকান্ত!

--- অনেকদিন পর টাকা খরচ করে আরাম পেলাম !!!

০৭/১২/২০১৪

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১

জাহিদ ২০১০ বলেছেন: এইবার একটা কাঙালী ভোজ দেন। আরও বেশি আরাম পাইবেন B-)) B-)) B-)) :-P :-P :-P :-P :-P :-P :-P :-P

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০২

সুকান্ত কুমার সাহা বলেছেন: মানুষ ফ্রি খাইবো আর দুর্নাম করবো। তার চেয়ে এই ভাল!

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭

আহলান বলেছেন: আপনে অনেকেরই ৮০০ টাকা বাচিয়ে দিয়েছেন .... শুকরিয়া .... ;)

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৪

সুকান্ত কুমার সাহা বলেছেন: একটু সাহস নিয়ে আয়রন আর একটা চাকু বা পাত বা চামচ দিয়ে চেষ্টা করলে ১০০ টাকাও বাচবে! ধন্যবাদ !!!

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪

টেকনিসিয়ান বলেছেন: ৮০০ টাকা বাচাল বা ১০০ টাকা খরচ হলো এটা বড় কথা নয়..........

কথা হইল কি করিলে আপনার পাসপোর্ট পাতা জোড়া লাগবে না.....

আমি যেটা করে আরাম পাইতাছি সেটাই কইতাছি ধুলাবালির কারণে যে হালকা নীল রং মাস্ক ব্যবহার করি ঐটি দুই পাতার (যেখানে ছবি) মাঝে রেখেছি বছর খানেক ধরে মাঝে মধ্য খুলে পাতা উল্টিয়ে েদখেছি ভাল আছে সামান্য জোড়া লাগলেও খুব সহজেই উঠে আসছে :) :) (যদিও পূর্বে অন্য বিশেষজ্ঞের পরামর্শে ট্যালকম পাউডার ব্যবহার করেছিলাম কিন্তু অনেকাংশে পাউডার শুকিয়ে জোড়া লেগেছিল তাই আমার পদ্ধতিই বেস্ট..................

ওহ হ্যাঁ.... মাস্কটি দিয়ে আবার কোন বইয়ের ভাঁজে ভারী কিছুর নিচে আবার চাপা দিতে যাইয়েন না.......... হালকা ফাঁফা স্থানে রাখুন।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৫

সুকান্ত কুমার সাহা বলেছেন: একটা স্বচ্ছ পাতলা প্ল্যাস্টিক দিলে আরো ভাল হয়। লেগে গেলেও কোন সমস্যা নেই! ধন্যবাদ !!!

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩০

আহলান বলেছেন: ওভাবে ১০০ টাকা বাচাতে যাওয়ার দরকার নাই ..তাতে হাজার টাকার ঝামেলা হতে পারে ....হিহিহিহি

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৩

তুষার কাব্য বলেছেন: অনেকদিন পর টাকা খরচ করে আরাম পেলাম !!

ঠিক বলেছেন...বই কেনার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.