নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌন্দর্য খুজেঁ বেড়াই

বিশ্বটাকে দেখবো বলে আজ আমি প্রবাসী।

সুখ শিপ

সুখ ও সফলতা সম্পূর্ণ আলাদা । বর্তমানে পারসেন্টের হিসেবে নিকৃষ্টরা সফল আর উৎকৃষ্টরা সুখি । আমি উৎকৃষ্টদের শিপে থেকে সুখি হতে চাই । তাই সুখের আশায় শিপের সন্ধানে সুখশিপে বেচে থাকার চেষ্টায় আছি.।

সুখ শিপ › বিস্তারিত পোস্টঃ

হতাশার মাঝে আশার বানী

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৫

একজন মানুষ (বিশেষ করে প্রবাসীরা) যখন সংগ্রাম করে, কঠিন সময় পার করে ,অনুপ্রেরণার অভাবে ভুগে, মানসিক আশ্রয়হীন হয়ে পড়ে, সাহস হারিয়ে ফেলে, না বলা অনুভূতিগুলোকে প্রকাশে ব্যর্থ হয়ে পড়ে, শত আলোর মাঝে অন্ধকারে ডুবে, কেউ কেউ সুইসাইডের চিন্তায় চিন্তিত থাকে তখন তাদের এই প্রতিটি হতাশার প্রতিটি প্রশ্নের উত্তর অপূর্বভাবে মহান আল্লাহ তায়ালা দিয়েছেন । আমি আমার প্রতিটি প্রশ্নের উত্তর পে্য়ে গেছি,এখন আপনারটা মিলিয়ে নিন। আশা করি প্রশান্তি পাবেন ।



প্রথমে সূরা আত্ব-ত্বালাক্বের আয়াতটি যা আমি অন্তরে গেঁথে রেখেছি

"আল্লাহ কষ্টের পর সুখ দেবেন"

✿ আমি আল্লাহকে বলি আমি নিজের উপর জুলুম করেছি -

আল্লাহ বলেন - "...হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর

যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ

হয়ো না।..." [সূরা আল-যুমার -৫৩]



✿ আমি আল্লাহকে আমার অন্তরের অশান্তির কথা বলি -

আল্লাহ বলেন - "...আল্লাহর যিকির দ্বারা শান্তি লাভ

করে; জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ

শান্তি পায়।" [সূরা রা'দ -২৮]



✿ আমি আল্লাহকে আমার একাকীত্বের কথা বলি -

আল্লাহ বলেন - "...আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও

অধিক নিকটবর্তী।" [ সূরা ক্বাফ -১৬]



✿ আমি আল্লাহর কাছে স্বীকরোক্তি জানাই - আমার গুনাহ

অসীম -

আল্লাহ তাঁর বান্দাকে আশ্বস্ত করেন - "আল্লাহ ছাড়া আর

কে পাপ ক্ষমা করবেন?" [সূরা আল-ইমরান -১৩৫]



✿ আমি আল্লাহর কাছে কাতর প্রার্থনা করি -

আল্লাহ বলেন -"...তোমরা আমাকে স্মরণ কর, আমিও

তোমাদের স্মরণ রাখবো ..।" [সূরা আল বাক্বারাহ -১৫২]



✿ আমি আল্লাহর কাছে জীবনের সমস্যা জানিয়ে দুঃখ করি -

আল্লাহ বলেন -"...যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার

জন্যে নিস্কৃতির পথ করে দেবেন।" [সূরা আত্ব-ত্বালাক -০২]



✿ আমি হতাশ হয়ে আল্লাহর কাছে আশ্রয় খুঁজি -

আল্লাহ বলেন -"নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।" [সূরা আল ইনশিরাহ -০৬]



✿ আমি আমার সমস্ত কিছুর জন্য আল্লাহর উপর

ভরসা করলাম -

আল্লাহ বলেন -"... যে ব্যক্তি আল্লাহর উপর

ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ

পূর্ণ করবেন।..." [সূরা আত্ব-ত্বালাক -০৩]



বি: দ্র: Allah is Greastest পেজে মূল্যবান আয়াতগুলো সুন্দরভাবে সজ্জিত আছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.