নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌন্দর্য খুজেঁ বেড়াই

বিশ্বটাকে দেখবো বলে আজ আমি প্রবাসী।

সুখ শিপ

সুখ ও সফলতা সম্পূর্ণ আলাদা । বর্তমানে পারসেন্টের হিসেবে নিকৃষ্টরা সফল আর উৎকৃষ্টরা সুখি । আমি উৎকৃষ্টদের শিপে থেকে সুখি হতে চাই । তাই সুখের আশায় শিপের সন্ধানে সুখশিপে বেচে থাকার চেষ্টায় আছি.।

সুখ শিপ › বিস্তারিত পোস্টঃ

না জানলে জানা হবে, জানলে রিভিশন হবে, শিখলে কাজে আসবে নিজের, সংরক্ষণে কাজে আসবে অন্যের

১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

প্রবাসে এসে একটা বিষয় খুব বেশি নজরে পড়ে তা হলো আমরা মুসলমান হয়েও নামাজের বেসিকগুলো নিয়ে খুবই দুর্বল। নামাজ পড়ার চেষ্টা অনেকেই করে,আলহামদুলি্লাহ কিন্তু নামাজের বেসিক কাঠামোগুলো অনেকের কাছে ভুল বা অশুদ্ব বা ছোটবেলা শিখেছে এখন ভুলে গেছে । ভাবলাম আমি যেভাবে নামাজ পড়ি বা আমি যা জানি তা যদি বাংলা উচ্চারণে শেয়ার করি ,তাতে কারও না কারো উপকার হবে আশা রাখি ।

নামাজ শুরুতে জায়নামাজের দোআ:
বাংলা উচ্চারন -ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজ্ হিয়া লিল্লাজি, ফাত্বরস্ সামা-ওয়া-তি ওয়াল্ আরদ্বঅ হানি-ফাওঁ ওয়ামা-আনা মিনাল মুশরিকী-ন।

নিয়াত ও তাকবীরে তাহরীমা
আমি আল্লাহর উদ্দেশ্যে কেবলামুখি হয়ে ফযরের/যোহরের/আসরের/মাগরিবের/এশার/জুম্মার অথবা যে নামায হয় তার নাম
২ র'কাত/৩র'কাত/৪ র'কাত (যে কয় রাকাত নামাজ তার নাম)
ফরজ/ওয়াজিব/সুন্নাত/নফল নামাজ পড়ার নিয়াত করলাম,
আল্ল-হু আকবার বলে হাত বাধা ।

সানা (হাত বাধার পর এই দোয়া পড়তে হয়)
উচ্চারণ : সুবহা-না কাল্লা-হুম্মা ওয়া বিহাম্ দিকা ওয়াতাবারঅ কাস্ মুকা ওয়াতা’ আ-লা জাদ্দুকা ওয়া লা-ইলা-হা গাইরুক।

পরে ...
আউযুবিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

এরপর সূরা ফাতিহা পাঠ করতে হয়, সূরা ফাতিহা তিলাওয়াতের পর পবিত্র কোরাআনের যে কোন জায়গা থেকে তিলাওয়াত করতে হয় ।

রুকুর তাসবীহঃ
উচ্চারণ- সুবহা-না রব্ বি ইঃয়াল্ আ'জ্বীম।
(রুকু থেকে দাঁড়ানোর সময় পড়তে হয়) সামি আল্লা হুলিমান হামিদাহ,
রাব্বানা লাকাল হামদ ।(রুকু থেকে দাঁড়িয়ে পড়তে হয়)
উচ্চারণ- সুবহা-না রাব্বিয়াল আ'লা।

দুই সিজদার মাঝখানে পড়ার দোয়াঃ
উচ্চারণ-আল্লাহু ম্মাগ ফিরলী ওয়ার হামনি ওয়ার যুক্কনী ।

আত্তাহিয়্যাতুঃ

উচ্চারণঃ আত্তাহিয়্যাতু লিল্লা-হি, ওয়াছ ছালা-ওয়াতু, ওয়াত-তাইয়্যিবা তু, আচ্ছালা মু আ'লাইকা, আইয়্যুহান নাবিয়্যু, ওয়ারাহ মাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আচ্ছালামু আলাইনা, ওয়া আ'লা ইবাদিল্লা হিছ-ছা লিহীন। আশহাদু আল লা-ইলা-হা ইল্লাল্লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু ।

দরুদ শরীফঃ
উচ্চারণ-আল্লহুম্মা ছাল্লি আ'লা মুহাম্মাদিওঁ ওয়া আ'লা আ-লি মুহাম্মাদিন কামা ছাল্লাইতা আ'লা ইব্রহীমা ওয়া আ'লা আ-লি ইব্রহীমা ইন্নাকা হামীদুম মাজী-দ্ ।আল্লাহুম্মা বারিক্ আ'লা মুহাম্মাদিওঁ ওয়া আ'লা আ'লি মুহাম্মাদিন, কামা বা-রাকতা আ'লা ইব্রহীমা ওয়া আ'লা আ'লি ইব্রহীমা ইন্নাকা হামিদুম মাজীদ ।

দোয়ায়ে মাসূরাঃ
উচ্চারন-আল্লা-হুম্মা ইন্নী জ্বলামতু নাফসী জুলমান কাছীরও ওয়ালা ইয়াগফিরু যুনূবা ইল্লা আনতা ফাগ্ ফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ার হামনী ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম

দোয়ায়ে কুনুতঃ
উচ্চারণ-আল্লাহুম্মা ইন্না নাসতা'ঈনুকা ওয়া নাসতাগ ফিরুকা, ওয়া নু'মিনু বিকা ওয়া না তা ওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর। ওয়া নাশকুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখ লা, ওয়া নাত রুকু মাইয়্যাফ জুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়ালাকা নুছাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাস'আ, ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখ'শা আযাবাকা ইন্না আযা-বাকা বিল কুফফা-রি মুল হিক ।
(বিতরের নামাজের পর ৩য় রাকায়াতে সূরা ফাতিহা ও অন্য কিরআত পড়ার পর এই দোয়া পড়তে হয় )

বি: দ্র: আমি রেগুলার নামাজি নয়, তবে চেষ্টায় আছি !মহান আল্লাহ তায়ালা আমাকে এবং আপনাদেরকেও নামাজ পড়ার তওফিক দিন, আমিন !!!
(বাংলা উচ্চারণ লেখার জন্য বইয়ের সাহায্য নিয়েছি, ভুলে হলে ধরিয়ে দিবেন আশা করি )

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

ঢাকাবাসী বলেছেন: ভাল কাজ করেছেন, ধন্যবাদ।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১১

সুখ শিপ বলেছেন: স্বাগতম

ঢাকাবাসী

২| ১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

আজকের বাকের ভাই বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১২

সুখ শিপ বলেছেন: আপনাকে স্বাগতম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.