নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নব নব সৃষ্টি

সোলায়মান সুমন

সৃষ্টির আনন্দে ঈশ্বর এ মন

সোলায়মান সুমন › বিস্তারিত পোস্টঃ

আমার দৃষ্টিতে: বাংলাসাহিত্যের সেরা ৩০টি গল্প

৩০ শে জুন, ২০১৪ রাত ১:১৫

এর সাথে আর কারো বিশেষ কোনো গল্প আসা উচিত কিনা বা কোনো গল্পকারের অন্যকোনো গল্প আসা উচিত মনে হলে জানাবেন। একটি গল্প সঙ্কলনের প্রস্তুতিতে আপনাদের সহযোগীতা কামনা করছি- সোলায়মান সুমন

১.রবীন্দ্রনাথ ঠাকুর- ক্ষুধিত পাষাণ

২.শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়- মহেশ

৩.জগদীশ গুপ্ত- আঠারো কলার একটি

৪.বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ñপুঁইমাচা

৫.তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-তারিণী মাঝি

৬.বনফুল- দুধের দাম

৭.সৈয়দ মুজতবা আলী- নোনাজল

৮.শিবরাম চক্রবর্তী- দেবতার জন্ম

৯.বুদ্ধদেব বসু- রজনী হ‘লো উতলা

১০.সৈয়দ ওয়ালীউল্লাহ্- একটি তুলসী গাছের গল্প

১১.মাণিক বন্দ্যোপাধ্যায়-প্রাগৈতিহাসিক

১২.সুবোধ ঘোষ- ফসিল

১৩.শওকত ওসমান- সৌদামিনি মালো

১৪.আলাউদ্দিন আল আজাদ- শিষ ফোটার গান

১৫.আল মাহমুদ- পানকৌড়ির রক্ত

১৬.আশাপূণা দেবী- অভিনেত্রী

১৭.কমল কুমার মজুমদার- লাল জুতো

১৮.নরেন্দ্রনাথ মিত্র- রস

১৯.বিমল কর- আঙুরলতা

২০.মহাশ্বেতা দেবী- স্তনদায়িনী

২১.সৈয়দ মুস্তফা সিরাজ- গোঘ্ন

২২.শওকত আলী- কুলায় কাল স্রোত

২৩.হুমায়ুন আহমেদ- চোখ

২৪.আখতারুজ্জামান ইলিয়াস- দোজখের ওম

২৫.হাসান আজিজুল হক- আত্মজা ও একটি করবী গাছ/ আমৃত্যু আজীবন

২৬.সুনীল গঙ্গোপাধ্যায়- গরমভাত অথবা নিছক ভূতের গল্প

২৭.সঞ্জীব চট্টোপাধ্যায়- শ্বেতপাথরের টেবিল

২৮.জ্যাতিপ্রকাশ দত্ত- বহে না সুবাতাস

২৯. মঞ্জু সরকার- অবিনাশী আয়োজন

৩০কায়েস আহমেদ- অন্ধ তীরন্দাজ

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১:০৯

মোজাফফর বলেছেন: সংকলন করলে প্রদত্ত তালিকার বেশি অর্ধেক গল্প না রাখা উচিত। পড়া গল্প আবার পড়ার জন্যে মানুষ বই কিনবে কেন? প্রকাশনার একটা বাণিজ্যিক দিক তো থাকেই। তাছাড়া, নারায়ণ গঙ্গোপাধ্যায়, অমিয়ভূষণ মজুমদার,শৈলজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, সতীনাথ ভাদুড়ি, সোমেন চন্দ্র, শ্যামল গঙ্গোপাধ্যায়, অচিন্তকুমার সেনগুপ্ত এঁদের গল্প রাখা উচিত। যাদের রেখেছেন তাদের রাখলেও অমন ট্রেডমার্ক গল্প, যেটি সবার পড়া সেটি না রাখায় ভাল। এটা অবশ্য পাঠক হিসেবে আমার মত। সবশেষে, সম্পাদকই চূড়ান্ত....ধন্যবাদ, শুভকামনা রইল।

২| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১:০৯

মোজাফফর বলেছেন: সংকলন করলে প্রদত্ত তালিকার বেশি অর্ধেক গল্প না রাখা উচিত। পড়া গল্প আবার পড়ার জন্যে মানুষ বই কিনবে কেন? প্রকাশনার একটা বাণিজ্যিক দিক তো থাকেই। তাছাড়া, নারায়ণ গঙ্গোপাধ্যায়, অমিয়ভূষণ মজুমদার,শৈলজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, সতীনাথ ভাদুড়ি, সোমেন চন্দ্র, শ্যামল গঙ্গোপাধ্যায়, অচিন্তকুমার সেনগুপ্ত এঁদের গল্প রাখা উচিত। যাদের রেখেছেন তাদের রাখলেও অমন ট্রেডমার্ক গল্প, যেটি সবার পড়া সেটি না রাখায় ভাল। এটা অবশ্য পাঠক হিসেবে আমার মত। সবশেষে, সম্পাদকই চূড়ান্ত....ধন্যবাদ, শুভকামনা রইল।

৩| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:০৭

সোলায়মান সুমন বলেছেন: আপনার বিষয়টি আমিও ভেবেছি, এখানে অনেক গল্প আছে বহুল পঠিত। তবে সেরা তিলিশের বিষয়টি মাথায় রাখতে গিয়ে এমনসব গল্প আনতে বাধ্য হয়েছি। তারপরও আপনাকে ধন্যবাদ।

৪| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪২

সোলায়মান সুমন বলেছেন: মানিকের হারানের নাত জামাই, সৈয়দ ওয়ালিউল্লাহর স্তন, প্রেমেন্দ্রর তেনেপোতা কাহিনী আসবে।

৫| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:১১

মাহমুদ০০৭ বলেছেন: .জগদীশ গুপ্ত- আঠারো কলার একটি র পরিবর্তে দিবসের শেষে
গল্প টা থাকলে ভাল হয় ।
শ্যামল এর গল্প অবশ্যই থাকা উচিত ।
উনার ভিক্টোরিয়ার হিরে রাখতে পারেন । কিংবা চন্দনেশসরের মাচান
তলায় ।

শুভকামনা ।

৬| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৪

সোলায়মান সুমন বলেছেন: ধন্যবাদ মাহমুদ০০৭, আপনার পরামর্শ মনে থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.