নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতঃপর আমিও একদিন মারা যাবো...

মুহাম্মদ সুমন মাহমুদ

আমি অভদ্র; কারন.......................................... ভদ্রতার মুখোশ কেনার টাকা আমার নেই!

মুহাম্মদ সুমন মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

তারা ক্ষুধার্ত , তারা তিনবেলা খেতে চায় , সন্তান নিয়ে বাঁচতে চায়

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫৮


৫ জন নিহত শ্রমিকের পরিবার , সন্তান একটু পরই ইফতার করতে বসবে । তাদের খাবারের পাতে কি আছে না আছে , আদৌ তাদের ঘরে খাবার আছে কিনা - তা নিয়া রাষ্ট্রের কোনো মাথাব্যাথা আছে ?

গতকাল বাবা বেঁচে ছিলো ...... আজ আর নেই । তাদের বাবার দোষ ছিলো - শ্রমের মূল্য চাওয়া ।
প্রতিটা শ্রমিকের দেহ জীর্ণ শীর্ণ , পেট পিঠের হাড্ডি গুনা যাবে , দেখেছেন ? আপনার আমার মতো চর্বি ল্যাদল্যাদ করেনা তাদের শরীরে । তারা ব্যাংক হরিলুট বুঝেনা , বাংলাদেশ ব্যাংকের ভল্টকে কেও কয়েকশো বার রামঠাপিয়ে দিলেও তাদের কিছু যায় আসেনা । তারা ক্ষুধার্ত , তারা তিনবেলা খেতে চায় , সন্তান নিয়ে বাঁচতে চায় ।

আম্মান, জর্ডান

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:



আপনি ঐ এলাকার লোক হলে, ওখানে নির্মান বন্ধ করা যায় কিনা দেখেন।

২| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: সবারই ক্ষুধা আছে, সবাইই খেতে চায়, সবাই সন্তান নিয়ে বাচতে চায়। তাহলে সমস্যা টা কোথায়?

৩| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩২

সিগনেচার নসিব বলেছেন: কিছু পাবলিকের রিএ্যাকশান ও ছবি দেখে বসে ছিলাম। তবে সত্যি কথা কি আমরা এসব ডিজার্ভ করি। শুধু এখানে নয় প্রতিটা সেক্টরের দিন মজুর শ্রমিক আর তাদের নাটের গুরুরা দিনের পর দিন বাড়াবাড়ি মানুষজন চোখ বুজে সহ্য করছে। অতীতে খুন, রেপ সহ নানান বিতর্কীত কাজ কার্যকলাপ করছে কিছুই তো বলে নাই। এখন এসবের প্রতিফল পাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.