নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগতের সব প্রানী সুখি হোক

স্বামী বিশুদ্ধানন্দ

স্বামী বিশুদ্ধানন্দ › বিস্তারিত পোস্টঃ

চরমপন্থী নাস্তিক (!) বনাম চরমপন্থী আস্তিক(!)

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৩

চরমপন্থী নাস্তিক (!) এবং চরমপন্থী আস্তিক বা ধার্মিক (!) - বিপরীত মেরুর চরমপন্থী এই দুই দলই অন্তর থেকে তাদের নিজ নিজ আদর্শকে বিশ্বাস করে না | এই বিষয়ে এরা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ !

প্রথমে আসি চরমপন্থী নাস্তিকদের (!) বিষয়ে, এরা চোখ কান বন্ধ করে একাধারে ধর্মকে গালাগালি করে ! কিন্তু এদের আদর্শের মূলমন্ত্র 'মানুষ' বা 'মানবতা' সেই মানবিক মূল্যবোধ ধংশকারী সমসাময়িক সমস্যাগুলোর (যেমন দূর্নীতি, লুটপাট, দরিদ্রকে শোষণ-নিপীড়ন, ইত্যাদি) বিরুদ্ধে এরা কিন্তু তেমন উচ্চবাচ্য করে না ! কারণ এরা ওই সকল অন্যায় অত্যাচারে বেনেফিসিয়ারী | এদের ব্যক্তিগত স্বার্থের হানি হয় না, এমন সব বিষয় নিয়েই এরা শৃগালের মতো হুক্কা হুয়া করতে থাকে !

এবার আসি চরমপন্থী আস্তিক (!) বা ধার্মিকদের বিষয়ে ! ধর্ম মানবতার পক্ষে অনেক আদেশ উপদেশ দিয়েছে যা কোনো ধার্মিক যদি সত্যি সত্যি পালন করত তবে এই বিশ্ব অনেক শান্তিময় হয়ে উঠতো | ঘুষ, দূর্নীতি, লুটপাট, প্রতারণা, নিপীড়নসহ নানান সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রায় সকল ধর্মই অবস্থান নিয়েছে | আশ্চর্যজনক বিষয় হলো নিজেদের ধর্মের ধ্বজাধারী দাবিকারি এই সকল ভন্ডগুলো কিন্তু সমাজের ওই সকল পাপাচারের বিরুদ্ধে কখনই কোনো টুশব্দটিও উচ্চারণ করে না ! কারণ ............এরাও ওই সকল অন্যায় অত্যাচারের বেনেফিসিয়ারী ! এদের আয়/রোজগার বা ব্যক্তিগত স্বার্থহানি হয় না এমন বিষয়কেই এরা ইস্যু বানিয়ে বাজার গরম করে থাকে !

বাংলাদেশের গ্রামে, গঞ্জে, বস্তিতে লক্ষ, লক্ষ হীন দরিদ্র মানুষের প্রতিনিয়ত বেচে থাকার সংগ্রাম এবং অন্তরের গহিনে জমে থাকা কান্না এই দুই চরমপন্থীদের কারোরই মনে স্পর্শ করে না |

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৫

রায়হানুল এফ রাজ বলেছেন: পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। লেখায় বাস্তবতার ছোঁয়া রয়েছে। শুভকামনা রইল।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ধন্যবাদ ! :)

২| ১০ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:১৬

হাসান ইমরান বলেছেন: একমত

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ধন্যবাদ !

৩| ১০ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:০২

নিয়েল হিমু বলেছেন: সুন্দর যুক্তি ।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ধন্যবাদ !

৪| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০১

সালমা শারমিন বলেছেন: সহমত জানাই, ধন্যবাদ।

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

৫| ২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৪

খায়রুল আহসান বলেছেন: ডান কিংবা বাম, কোন চরম পন্থাই ভাল নয়।
ভাল লিখেছেন। + +

১৫ ই জুন, ২০২১ ভোর ৫:২৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দুঃখিত শ্রদ্ধেয় আপনার মন্তব্যটির বিলম্ব উত্তর দেয়ার জন্য। সম্পূর্ণ সহমত - ডান কিংবা বাম, কোন চরম পন্থাই ভাল নয়।
মধ্য থেকে চরমের দিকে ঝুকে পড়ার সাথে সাথে আমাদের মধ্য থেকে ধীরে ধীরে মনুষ্যত্ব নামক গুনটিও বিস্মৃত হতে থাকে।

৬| ১৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

খায়রুল আহসান বলেছেন: "মধ্য থেকে চরমের দিকে ঝুকে পড়ার সাথে সাথে আমাদের মধ্য থেকে ধীরে ধীরে মনুষ্যত্ব নামক গুনটিও বিস্মৃত হতে থাকে" - চমৎকার একটা দার্শনিক উক্তি রেখে গেলেন এখানে। ভাল লেগেছে।

২০ শে জুন, ২০২১ ভোর ৬:৪৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় আপনার এই অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য !

৭| ২০ শে জুন, ২০২১ ভোর ৬:৫৬

ইফতেখার ভূইয়া বলেছেন: গভীর কথার সহজ-সরল অভিব্যক্তি ভালো লেগেছে। ধন্যবাদ।

২০ শে জুন, ২০২১ সকাল ১০:০৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি পড়ার এবং মূল্যবান মন্তব্য প্রদানের জন্য !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.