নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগতের সব প্রানী সুখি হোক

স্বামী বিশুদ্ধানন্দ

স্বামী বিশুদ্ধানন্দ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের পরাজয় এবং ঈশপের খরগোশ ও কচ্ছপের কাহিনী

০৬ ই জুন, ২০১৮ ভোর ৬:১৬

আফগানদের কাছে পরপর দুবার ধরা খেলো বাংলাদেশ | মিডিয়া এবং আমরা বাংলাদেশ সমর্থকরা যতই পরাজয়ের নানা কারণ উদঘাটনে গবেষণা করি না কেন, চরম অপ্রিয় সত্য হচ্ছে আফগানরা আমাদের চেয়ে ভালো খেলেই জয় লাভ করেছে | আমরা টেস্ট স্ট্যাটাস পেয়ে ঈশপের গল্পের খরগোশের মতো তিড়িংবিড়িং করে ছুটে গিয়ে একজায়গায় স্থির হয়ে পড়েছি বা ঘুমিয়েই পড়েছি, আর আফগানরা আন্তর্জাতিক ক্রিকেটে স্থান পাওয়ার পর ধীরে ধীরে উন্নতি করে চলেছে এবং আমার মনে হয় এরা ভবিষ্যতে আরো উন্নতি করবে |

বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা বড়োই আবেগপ্রবণ | কয়েকটি খেলায় ভালো করেই আমরা ধরাকে সরা জ্ঞান করে বসি, দম্ভে আমাদের পা আর মাটিতে পরে না | তখন কোচ থেকে শুরু করে অন্যান্য দেশগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করতে আমাদের মোটেই বাধে না, আমরা খুব সিরিয়াসলিই তা করে থাকি, অনেকটা খরগোশের মতোই |

শুধু ক্রিকেটই নয়, অন্যান্য ক্ষেত্রেও আমরা কোনো পরিসংখ্যানগত তথ্যে সামান্য এগিয়ে যাওয়ার সংবাদ শুনলেই বীরদর্পে লম্ফোঝমফ শুরু করি - ৫৩তম স্যাটেলাইটের মালিক, ২য় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক, দশম রেমিটেন্স আয়কারী আরো কতকি | আমরা ভুলে বসি, যে কোনো অবস্থানই আপেক্ষিক, এবং এই বিশ্বায়নের যুগে অধিকাংশ দেশই উন্নতির জন্য মরিয়া হয়ে রয়েছে | আমরা কখনো ভাবিনা যে আমাদের প্রতিপক্ষরা কচ্ছপের মতোই ধীরে ধীরে এগিয়ে চলছে এবং আমাদের পেরিয়ে যাচ্ছে | আমাদের অতি আবেগিয়ও মানসিকতা, দেশের নেতিবাচক রাজনীতি, দুর্নীতি এবং অথর্ব আমলাতন্ত্র সহ বিভিন্ন কারণেই আমরা আগের অবস্থান ধরে রাখতে পারি না |

মন্তব্য ২৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


ক্রিকেটে তো বাংগালীরা মোটামুটি ভালো; প্রতিবারেই জয়ী হলে, বাকীরা কি বসে বসে দেখবে?

০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৩১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চাঁদগাজী ভাই,
বাকিরা আর বসে দেখে না, একদম ল্যাং মেরে বসে |

২| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৮:৩১

সনেট কবি বলেছেন: পোষ্টের সাথে সহমত।

০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৩২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ধন্যবাদ !

৩| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:১৩

ভুয়া মফিজ বলেছেন: দেশের ক্রিকেটাররা যেসব সুযোগ-সুবিধা পায়, তার সিকি ভাগও আফগানিস্থানের ক্রিকেটাররা পায় না। তারপরেও তাদের উন্নতি দেখুন! আমাদের এগুলো হঠাৎ হঠাৎ ভালো খেলে, আর তাতেই যা পায় তাতে এদের মাথা ঘুরে যায়। মিডিয়াও এদেরকে মাথায় তুলে ফেলে, তাই এই অবস্থা। অনেকে বলবেন, খেলায় হার-জিৎ আছে। তাই বলে এভাবে? আফগানিস্থানের মতো একটা নতুন ক্রিকেট জাতির কাছে সব বিভাগেই পরাস্ত হওয়া?

এদের রিওয়ার্ডের সাথে সাথে পানিশম্যান্টএর ব্যবস্থাও থাকা উচিত! X((

০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ভালো কোচ এবং দলীয় শৃঙ্খলা দরকার | এরা নিজেরা আমি কি হনুরে ধরণের খেলোয়াড় হয়ে যায় এবং কোচকে তেমন পাত্তা দিতে চায় না |

৪| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
ক্রিকেটে তো বাংগালীরা মোটামুটি ভালো; প্রতিবারেই জয়ী হলে, বাকীরা কি বসে বসে দেখবে?

সহমত।

০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাকিরা আর বসে নেই | ;)

৫| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৪০

ভুয়া মফিজ বলেছেন: X( X(
X( X(

০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ওদের নাগিন ড্যান্স আর মডেলিং শিখতে পাঠানো উচিত ! ;)

৬| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৮

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: আফগানিস্তান ভাল খেলে, তবে বাংলাদেশ ভাল চেষ্টা করেছে। মূলত আমাদের রানটা খুব কম হয়েছিল।

০৭ ই জুন, ২০১৮ ভোর ৬:৫২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আফগানিস্তানের উন্নতির গতির তুলনায় বাংলাদেশের উন্নতির গতি অনেক বৃদ্ধি করতে হবে - সর্বক্ষেত্রে |

৭| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:১৫

লাবণ্য ২ বলেছেন: পড়লাম

০৭ ই জুন, ২০১৮ ভোর ৬:৫২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ধন্যবাদ !

৮| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:১২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জয়ের অদম্য স্পৃহাটাই দেখা গেল না বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে। আফগানরা সবদিক দিয়েই ভালো খেলেছে। ওদের ভবিষ্যত অনেক উজ্জ্বল!

০৭ ই জুন, ২০১৮ ভোর ৬:৫৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আফগানিস্তান দ্রুত উন্নতি করছে - বাংলাদেশের তুলনায় |

৯| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:০৯

একাল-সেকাল বলেছেন: গর্বের ক্রিকেট কী গর্হিত কাজে লিপ্ত ?

০৭ ই জুন, ২০১৮ সকাল ৭:০০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শিক্ষা, ব্যাংকিং, সহ অনেক কিছুই বিলুপ্তির পথে | আর পাঠান/আফগানরা উন্নতি করছে অনেক ক্ষেত্রেই | :(

১০| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৫

হাঙ্গামা বলেছেন: বাংলাদেশ খারাপ খেলছে, ধরা খাইছে।
বাংলাদেশের খেলা দেইখা মনে হইছে সৌদি আরব ক্রিকেট খেলতেছে।
খেলায় হারজিত আছে তার মানে এই না যে আফগানিস্তান নেপালের লগে ও হারা লাগবো।

০৭ ই জুন, ২০১৮ ভোর ৬:৫৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশ তার চিরাচরিত স্টাইলেই খেলেছে, আর আফগানরা বাংলাদেশের চাইতে অনেক দ্রুত উন্নতি করছে | এই কঠিন বাস্তবতা মেনে নেয়াটাই বাংলাদেশের জন্য কষ্টদায়ক|

১১| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বাকিরা আর বসে নেই |


হুম।

১২| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৭:০৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: যথার্থ ব‌লে‌ছেন। আমা‌দের পতাকার রেকর্ড ক‌রে কত গর্ব। অথচ কিছু‌দিন পর পা‌কিস্তা‌নের কা‌ছেই হারা‌তে হল রেকর্ডটা। জাতিগত মান‌সিকতার সমস্যা আ‌ছে।

০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:১৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ফালতু কাজে অর্থ এবং সময় নষ্ট করে ফুটানি করতে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি

১৩| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫২

শামচুল হক বলেছেন: বাংলাদেশ হারলে মেনে নিতে অসুবিধা নাই কিন্তু অসম্মানজনকভাবে হারলে সেটা মেনে নেয়া যায় না।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৫৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আফগানদের কাছে বার বার হারার অর্থ কি তা মাথা মোটা বিসিবির কর্মকর্তারা বুজতে পারে কি ?

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২১

রূপম রিজওয়ান বলেছেন: বাস্তব কথা! শুধু ক্রিকেট কেন(?) সব ক্ষেত্রেই আমাদের জাতির মধ্যে এক ধরণের আত্মতুষ্টি আর অতি-আত্মবিশ্বাস কাজ করে। আমাদের যে দিকগুলো সম্ভাবনাময়,সেগুলো নিয়ে নিশ্চিন্তে না থেকে বরং পটেনশিয়ালিটির পুরো ফায়দা তুলতে মনোনিবেশ করা দরকার। অন্যরাও যে বসে নেই। আমাদের প্রাচীন পূর্বপুরুষরা যথেষ্ট সমৃদ্ধ ছিলেন,মাটি উর্বর,জলবায়ু আরামদায়ক। আত্মতুষ্টিতে ওনারা হাত পা ছেড়ে বসে থাকতেন। অন্যদিকে ইউরোপে সভ্যতার আলো এশিয়া আফ্রিকার চেয়ে দেরীতে পৌঁছালেও কারিগরি (পরবর্তীতে প্রযুক্তি) ক্ষেত্রে দ্রুত উন্নতির মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্বের আসনে আসীন করতে পেরেছে। আর আমাদের হতে হয়েছে তাদের উপনিবেশে ক্রীড়ানক। আধুনিক যুগে এই পরিবর্তনগুলো আরো অবিশ্বাস্য রকমের দ্রুত হচ্ছে। এখনকার পরিবর্তন আর বিবর্তন না,বিপ্লবের পর্যায়ে চলে গেছে। কাজেই এখন রঞ্জনবাদে আকৃষ্ট হয়ে আত্মতুষ্টি নিয়ে বসে থাকলে বিশ্ব থেকে অনেক পিছিয়ে পড়ব আমরা। সেটা শুধু ক্রিকেট না,সকল ক্ষেত্রেই।
পৃথিবী যদিও দেড় চক্কর কেটে ফেলেছে,তবুও পোস্টে অনেক অনেক ভালো লাগা।
শুভকামনা জানবেন।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পৃথিবী দশ চক্কর কেটে ফেললেও আপনার এই প্রাসঙ্গিক মন্তব্য আমার কাছে অনেক বড়ো পাওনা হয়ে থাকবে | আপনাকে অনেক ধন্যবাদ এই মূল্যবান মন্তব্যের জন্য |

১৫| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৪১

খায়রুল আহসান বলেছেন: রূপম রিজওয়ান বলেছেন: "পৃথিবী যদিও দেড় চক্কর কেটে ফেলেছে,তবুও পোস্টে অনেক অনেক ভালো লাগা"।
আমি বলি, দেড় চক্কর নয়, "পৃথিবী যদিও সাড়ে তিন চক্কর কেটে ফেলেছে,তবুও পোস্টে অনেক অনেক ভালো লাগা"। আশাকরি, আপনি এই চক্করের খেলাটা ধরতে পেরেছেন।

সাড়ে তিন বছরের পুরনো পোস্ট, কিন্তু আজও সমভাবে প্রাসঙ্গিক।

১৬| ১৪ ই নভেম্বর, ২০২১ ভোর ৫:২২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় - পোস্ট এসে মন্তব্য করার জন্য !
দুঃখজনক হলেও দেড় চক্কর পেরিয়ে এসেও বিষয়টি এখনো সেই আগের মতোই সমসাময়িক রয়ে গেছে। এই চক্কর থেকে বেরিয়ে আসার জন্য সর্বস্তরে জবাবদিহিতার প্রয়োগ খুবই প্রয়োজন। আর তা শুধু ক্রিকেট নয় - সর্বক্ষেত্রেই।

ক্রিকেট প্রসঙ্গে আসি - খুবই দুঃখের সাথে লক্ষ্য করলাম যে মানসিকভাবে চরম দুর্বল ও অচল এই সব ক্রিকেটারকে এখনো জাতীয় টীমে রেখে দেয়া হলো পরবর্তী ম্যাচের জন্য। এদেরকে কিছুদিন বিশ্রাম দিয়ে নবীনদের দিয়ে খেলানো উচিত ছিল। এতে আমাদের সব সময় একটা ব্যাকআপ টিম থাকতো। আর পরে বাদপরাদের মধ্য থেকে যাদের পারফরম্যান্স ভবিষ্যতে খুব ভালো হবে তাদেরকে আবার সুযোগ দেয়া যেতো। একটি দলের মধ্যে জবাবদিহিতা থাকতে হলে এর আর কোনো বিকল্প নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.