নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগতের সব প্রানী সুখি হোক

স্বামী বিশুদ্ধানন্দ

স্বামী বিশুদ্ধানন্দ › বিস্তারিত পোস্টঃ

আবারো বাংলাদেশের "আফগান লজ্জা" এবং ভবিষ্যৎ !

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৩৪

আফগানদের কাছে আবারো (পরপর তিনবার) ধরা খেলো বাংলাদেশ | এবারও আফগানরা আমাদের চেয়ে ভালো খেলেই জয় লাভ করেছে | আমাদের ক্রিকেট একজায়গায় স্থির হয়ে পড়লেও আফগানরা আন্তর্জাতিক ক্রিকেটে স্থান পাওয়ার পর ধীরে ধীরে উন্নতি করে চলেছে এবং ভবিষ্যতে আরো উন্নতি করবে |

জাতি হিসাবে আমাদের জন্য এটি একটি সতর্ক সংকেতের মতোই কাজ করবে | কারণ আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং মিডিয়াগুলো বিভিন্ন আবেগীয় পরিসংখ্যান দিয়ে আমাদের বিভ্রান্ত করছে - - ৫৩তম স্যাটেলাইটের মালিক, ২য় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক, দশম রেমিটেন্স আয়কারী আরো কতকি | কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু ক্রিকেটই নয়, অন্যান্য বিষেয়েও আপেক্ষিকভাবে অনেক দেশের তুলনায় আমরা খুব বেশি এগিয়ে যেতে পারছি না | এই বিশ্বায়নের যুগে অধিকাংশ দেশই উন্নতির জন্য মরিয়া হয়ে রয়েছে | আমরা কখনো ভাবিনা যে আমাদের প্রতিপক্ষরা কচ্ছপের মতোই ধীরে ধীরে এগিয়ে চলছে এবং আমাদের পেরিয়ে যাচ্ছে | আমাদের অতি আবেগিয়ও মানসিকতা, দেশের নেতিবাচক রাজনীতি, দুর্নীতি এবং অথর্ব আমলাতন্ত্র সহ বিভিন্ন কারণেই আমরা আগের অবস্থান ধরে রাখতে পারি না |

আমাদের দেশ ও জাতির কর্ণধারদের চেতনা জাগ্রত হবে কি ?

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। আমরা একটু সাফল্য পেলেই তৃপ্তির ঢেঁকুর তুলি। এরপর আর সামনে এগুনোর স্পৃহা দেখাই না। সবাই এগিয়ে যাচ্ছে যার যার গতিতে। আমরা এখনো দুই পরিবারের রাজনীতি নিয়ে পড়ে আছি। এক দল, আরেক দলকে কীভাবে শেষ করবে সেই চিন্তায় আছি। মার্চ মাসে সন্ত্রাসী তৈরির কারখানা ডাকসু নির্বাচন হবে বলে আমরা পুলকিত হয়ে যাই...

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দলাদলি, কোটাবাজি এসব করে আমরা ইতিমধ্যেই আমাদের শিক্ষা ব্যবস্থার কবর দিয়ে ফেলেছি |

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দলাদলি শুধু দেশেই নয়, কানাডার এই প্রবাসের মাটিতেও আমি দেখতে পাই বাংলাদেশিরা বিএনপি-আওয়ামী-জামাত এসব রাজনীতি নিয়েই অধিক ব্যস্ত; ওই দেশের মূল ধারার রাজনীতিতে খুব একটা এগিয়ে নেই | অথচ কানাডার ফেডারেল মন্ত্রী সহ, সংসদ সদস্য এবং মূল ধারার রাজনীতিতে উল্লেখযোগ্য সংখক আফগান রয়েছেন, কানাডার জাতীয় প্রচার মাধ্যমে রয়েছেন বেশ কয়েকজন আফগান টিভির উপস্থাপিকা | এদেশের ব্যবসা বাণিজ্যেও এরা দ্রুত উন্নতি করছে |

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


এত বিশৃংখলার মাঝে কোন কিছুই সঠিকভাবেই গড়ে উঠা সম্ভব নয়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বিশৃঙ্খলা আফগানদের মাঝেও আছে, কিন্তু তারা সম্ভবত তা কাটিয়ে উঠার চেষ্টা করছে | আমাদের বরং ঠিক উল্টোটাই হচ্ছে | দিন দিন আমরা সকল ব্যবস্থাকেই ধ্বংস করে ফেলছি |

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১৮

ইফতেখার ভূইয়া বলেছেন: সময়োপোযোগী লিখা। নিজের গালে চপেটাঘাত করে ঘুম থেকে না জেগে ওঠা পর্যন্ত এই সমস্যাগুলো চলতে থাকবে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কুম্ভকর্ণের মতো ঘুমালে এই জাতির জেগে উঠে সমস্যা বোঝার সৌভাগ্য কখনোই হবে না

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৩

কোলড বলেছেন: Some idiots were flooding page after page after the Sri Lanka victory. I guess they got a kick in their teeth.

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: Completely agree!

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

এ.এস বাশার বলেছেন: দেশের টাকায় সুইচ ব্যাংক ভরলে কি আর উন্নতি সম্ভব......
একবার সাফল্য পেলে আনন্দে আটখানা হয়ে চার বেলা ভেংচি কাটি...,,,
আমরাও বাঙ্গালী একবেলা খাবার পেলে অন্য বেলার চিন্তা কম করি,,,,

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এই একটা কাজেই আমরা সবচাইতে পারদর্শী - পরের সম্পদ লুটে অবিশ্বাস্যভাবে দ্রুত ধনী হওয়ায় | আমাদের অগ্রগতির কারণে একদিন সুইস ব্যাংক আমাদের সেরা গ্রাহকের তালিকায় শীর্ষে স্থান প্রদান করতে পারে |

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

সনেট কবি বলেছেন: সহমত।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় কবি |

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ আবারো বাংলাদেশের "আফগান লজ্জা" এবং ভবিষ্যৎ!
পোস্টে ক্রিকেট নিয়ে গঠনমূলক সমালোচনা করলে ভালো হত। মানে
ক্রিকেটে কেন আমরা পিছিয়ে?
নতুনরা কেন ভালো করতে পারছে না?
সাকিব-তামিম-মুশি তো সারাজীবন থাকবে না। তাই ভবিষ্যতের জন্য কী করা দরকার???
...



@ আমাদের অতি আবেগিয়ও মানসিকতা, দেশের নেতিবাচক রাজনীতি, দুর্নীতি এবং অথর্ব আমলাতন্ত্র সহ বিভিন্ন কারণেই আমরা আগের অবস্থান ধরে রাখতে না।
কথাটা কোন প্রসঙ্গে বলা?

@ ৫৩তম স্যাটেলাইটের মালিক, ২য় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক, দশম রেমিটেন্স আয়কারী আরো কতকি
ঠিকই তো আছে। সাফল্যে তো সমস্যা নেই। তবে অনিয়মের বিরুদ্ধেও লেখাচলুক, গঠনমূলক সমালোচনা হোক।।


শেষ প্রশ্নের উত্তর কি কেউ জানে???

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: গতকাল আমরা হেরেছি। আমি খুব কষ্ট পেয়েছি। রাগে রাতে না খেয়ে ঘুমিয়েছি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কষ্ট পেয়ে কি লাভ আছে ?

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৮

আলআমিন১২৩ বলেছেন: জনাব চাদগাজীর মন্তব্যের মধ্যে ফাক আছে। বিষয়টি বিশৃংখলার জন্য নয়। দেশের ক্রমাবনতির জন্য। একমাত্র
দায়ী হলো সঠিক নেতৃত্বর অভাব। এটা পেয়ে গেলে উন্নতি করতে বেশি সময় লাগবেনা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দেশটি চরম বিশৃঙ্খলার মধ্যেই আছে, জনগণ এতে অভ্যস্ত হয়ে পড়েছে বলে তারা এই বিশৃঙ্খলার তীব্রতা অনুভব করছে না | এই চরম বিশৃঙ্খলার জন্য দায়ী রাজনৈতিক নেতৃত্ব এবং অথর্ব আমলাগোষ্ঠী |

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪০

আলআমিন১২৩ বলেছেন: বিসিবির ওয়েবসাইট খুজে দেখলাম কোথাও এদের আয় ব্যয়ের এবং মোট জনবলের হিসাব খুজে পেলাম না। পেলে বুঝা যেতো এ বোর্ড তাদের বর্তমান performance এর তুলনায় cost effective কিনা? মাথাভারী না মথামোটা? জনগনের সকল তথ্য পাওয়ার অধিকার রয়েছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৪৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বিসিসিবির মাথা মোটা অনেক আগে থেকেই আর দুর্নীতি করলে তো মাথা ভারী হবেই | আজ আফগানদের কাছে ধরা খাচ্ছে, একদিন নামিবিয়ার মতো দেশের কাছেও ধরা খাবে |

১১| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমরা বাঙ্গালিরা এমনই। :( একটু উন্নতি করতে পারলেই নিজেকে অনেক কিছু মনে করি আর এটাই বৃহৎ ভুল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৫১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আর নিজেদের নিয়ে গর্ব করার মতো কিছুই থাকবে না | একমাত্র দুর্নীতি নিয়ে হয়তো আরো কয়েক যুগ গর্ব করে যেতে পারে এই দেশ |

১২| ১৬ ই জুন, ২০২২ বিকাল ৫:০০

খায়রুল আহসান বলেছেন: এই পোস্টের পর গত চার বছরে অবস্থার তেমন কোন উন্নতি হয়েছে বলে মনে হয় না।

০৩ রা জুলাই, ২০২২ রাত ১:২৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার পর্যবেক্ষণ সঠিক - নিরপেক্ষভাবে তুলনা করলে তেমন কোনো উন্নতি হয়নি বলেই মনে হয় আমার কাছেও।

তবে গত চারবছরে একটি ক্ষেত্রে চরম উন্নতি হয়েছে বলে আমার মনে হয় - উন্নতির লম্বা ফিরিস্তি দিয়ে চাঁপাবাজির।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.