নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগতের সব প্রানী সুখি হোক

স্বামী বিশুদ্ধানন্দ

স্বামী বিশুদ্ধানন্দ › বিস্তারিত পোস্টঃ

বর্বর সৌদি স্বৈরাচার সম্ভবত স্বীকার করতে বাধ্য হচ্ছে যে তারা জামাল খাসোগিকে হত্যা করেছে !

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১৯

সিএনএনের সর্বশেষ সংবাদভাষ্যমতে, সৌদি সরকার একটি রিপোর্ট প্রস্তুতির মাধ্যমে স্বীকার করতে যাচ্ছে যে , যুক্তরাষ্টে আশ্রয়গ্রহণকারী সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে ভুল পদ্ধতিতে ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদের ফলে নিহত হয়েছেন। তবে সিএনএনের সূত্র আশঙ্কা প্রকাশ করেছে যে রিপোর্ট এখনও প্রস্তুত হচ্ছে এবং তা পরিবর্তন হতে পারে। অন্য সূত্রে বলা হয়েছে, এই রিপোর্টটিতে সম্ভবত এই বলে রাজপরিবারের মুখ রক্ষা করা হবে যে, অপারেশনটি ক্লিয়ারেন্স ছাড়াই সম্পন্ন করা হয়েছিল এবং জড়িত ব্যক্তিদের দায়ী করা হবে |

ইউরোপীয় ইউনিয়ন, কানাডা সহ মুক্ত বিশ্বের অধিকাংশ সরকার এবং মিডিয়াগুলো সোচ্চার হওয়াটা অনেকটা 'ঠেলার নাম বাবাজি' হিসাবে কাজ করছে সৌদি স্বৈরাচারীদের উপর তা বলার অপেক্ষা রাখে না | আর এই বদমাশদের সমর্থন করে এই বর্বর হত্যাকান্ডকে অস্বীকারকারী সৌদি মিত্রদের এবং গালফ রাজ্যগুলোর অধিপতিদের লজ্জায় (!) মুখ লুকানোর আর কোনো উপায় থাকে কিনা তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে বিশ্বের জনগণ |

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪১

অনল চৌধুরী বলেছেন: অসভ্য সালমান টাকার দাপটে সবকিছুকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে।ইসরাইল আক্রসণ না করে মুসলিম ইয়েমেনে বিমান হামলা চালিয়ে কয়েক হাজার মানুষ মেরেছে।কাতারের উপর নিষেধাজ্ঞা অরোপ করেছে।
এর এটা শাস্তি হওয়া দরকার।

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সীমালঙ্ঘনকারীদের শাস্তি হওয়া শুধু সময়ের ব্যাপার |

২| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বর্তমান সৌদি সরকার দেশকে ধংশের দিকে ধাবিত করছে ।

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৫০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ক্ষমতা ও সম্পদ লুটের জন্য দেশকে ধ্বংস করা এদের কাছে কোনো ব্যাপারই নয় |

৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:




# বর্বর সৌদি রাজপরিবারের উপর গজব নামুক।

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আর কতদিন সৌদের বংশ পাবলিককে বেকুব বানিয়ে রাখতে পারবে ? জনগণ একদিন জেগে উঠবেই এবং এই রাজপরিবারকে উৎখাত করবে | পাপ বাপেরেও ছাড়ে না |

৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৬

রাজীব নুর বলেছেন: সৌদি আজও একটা বর্বর দেশ।

১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: তাদের বর্বর বানিয়ে রাখা হয়েছে |

৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৭

ঢাবিয়ান বলেছেন: রাস্ট্রীয় ক্ষমতা যখন কোন পরিবারের হাতে চলে যায়, তখন তারা কেবল জন্ম দেয় অসীম বর্বরতা, বিভৎসতা এবং অসভ্যতা।

১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: রাষ্ট্রীয় ক্ষমতা পরিবারের হাতে যাওয়ার উদাহরণ দক্ষিণ এশিয়ার অনেক দেশেই রয়েছে | বর্বরতায়ও এদের কেহই পিছিয়ে নেই |

৬| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
বিম্পি-জামাট শিবির ক্ষমতায় আসলে এরচেয়ে ভয়াবহতা দেখা যাবে

১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বিরোধীদের নিপীড়নের ভয়াবহতায় বিএনপি-জামাত, আলীগ-জাপা কেহ কারো চেয়ে পিছিয়ে নেই |

৭| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৭

আঁধার রাত বলেছেন: সৌদি আরবের নাগরিকরা যে সকল নাগরিক সুবিধা ভোগ করে পশ্চিমা রাষ্ট্রে কল্পনাতীত। ঘরে বসে থাকবেন আর রাষ্ট্র আপনার একাউন্টে রিয়াল ডুকায়ে দেবে। ঘটনা যদি এমন হয় কার ঠেকা পড়ছে ঐ সরকারের বিরুদ্ধে কথা বলে বাঁশ খাইতে যাইবে।

১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:২৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অলস জাতির কপালে এর চেয়ে আর বেশি কি জুটতে পারে ?

৮| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫২

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ স্বামী বিশুদ্ধানন্দ - আপনাকে ধন্যবাদ। ইস্তাবুলস্হ সৌদী কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগী নিখোঁজ/খুন হওয়ার পর থেকে তুরস্কসহ পশ্চিমা মিডিয়াগুলি ব্যাপক কাভারেজ দিয়ে এসেছে । কিন্তু কাতারী আল জাজিরা ছাড়া বাকি আরব বিশ্ব, মুসলিম বিশ্ব নিরব,নিশ্চুপ,নির্বিকার। মুসলিম আলেম-উলেমারা সৌদী আরবের সমালোচনা করতে শরম পায়, ভয়ও পায় যদি গুনাহ্ হয়ে যায় !

১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:২৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সহমত - এরা আসলেই সমালোচনা করতে শরম পায় এবং ভয়ও পায় !

৯| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৯

নূর আলম হিরণ বলেছেন: সৌদি রাজ পরিবার গুলি তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সম্ভবত আর ১০-১৫ বছর রাজতন্ত্র টিকে থাকবে।

১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:২৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: রাজতন্ত্র টিকে থাকবে যতদিন এদের মনিব পশ্চিমা সাম্রাজ্যবাদ এদেরকে প্রয়োজনীয় মনে করবে |

১০| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:



আরবদের সব হত্যা, সব কষ্টের মুলে সৌদী ও ইরান

১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৩১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এদের কষ্টের আরো কারণ হচ্ছে এদের অশিক্ষা এবং চরম অলসতা |

১১| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: এই জুগে কাকে বিশ্বাস করা যায়! কেও দেশ পরিচালনার আসলে যোগ্যই নয়। :(

০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অন্তত সৌদি রাজপরিবার এবং তার মতো হিপোক্রেট অন্যান্য রাষ্ট্রপ্রধানদের কে তো নয়ই |

১২| ২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

খায়রুল আহসান বলেছেন: শেষ পর্যন্ত তো কিছুই হলোনা। কোথায় ওরা লজ্জা পেল, বরং বুক চিতিয়েই চলছে।
তবে কোন হত্যাকারীই বিনা শাস্তিতে এ ঊধাম ত্যাগ করতে পারে না। সময়ই সব কিছু ঠিক করে দেয়। আপনি যেমনটি প্রথম প্রতিমন্তব্যটিতে বলেছেন, "সীমালঙ্ঘনকারীদের শাস্তি হওয়া শুধু সময়ের ব্যাপার" - এটাই ধ্রুব সত্য।
আপনার পুরনো পোস্ট- আল ইয়ামামা অস্ত্র চুক্তি - সৌদি রাজপরিবারের সীমাহীন দুর্নীতি, লাম্পট্য এবং ভোগবিলাসের এক নজিরবিহীন অধ্যায় পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম। নোটিফিকেশনের অভাবে হয়তো তা আপনার নজরে আসেনি।

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১:০৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পিছনে কোনো ঐশ্বরিক ( ! ) শক্তি আছে বোধহয়, তাই এতবড়ো অপরাধ করেও বুক চিতিয়ে দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে | সম্প্রতি জ্বালানি তেল নিয়ে যে গেম খেলে করোনাবিদ্ধস্ত বিশ্বের অর্থনীতিকে তলানিতে নিয়ে গিয়েছে, তাতেও এদের কোনো বিন্দুমাত্র অনুশোচনা দেখা যাচ্ছে না |

১৩| ২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

খায়রুল আহসান বলেছেন: "ঊধাম" < < ভূধাম পড়তে হবে।

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১:০৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দুঃখিত খাইরুল আহসান ভাই | নোটিফিকেশন মিস করায় আপনার মন্তব্যে উত্তর দেয়া হয় নাই |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.