নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ফেসবুক লিংক:-https://www.facebook.com/SyedAlFahad.BD

সৈয়দ আল ফাহাদ

টুকটাক লেখালিখি করি!

সৈয়দ আল ফাহাদ › বিস্তারিত পোস্টঃ

"শরীর দেখে নয়,মন দেখে প্রেম করা উচিৎ"

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

"-বাবু,তুমি আমাকে একটুও ভালোবাসো না বুঝছি!
-বাসি তো বাবু,অনেক বেশি!
- বার্থডে গিফট হিসেবে একটা ঐ পিক দিতে বললাম দিলা না! হুহ।
-বাবু,আমার লজ্জা লাগে! আর বাসায় মানুষ,কিভাবে তুলবো?
-থাক,দরকার নাই, একটা বার্থডে গিফট চাইলাম দিলা না, আর কথা বলবো না তোমার সাথে! বাই!
-Babu Sent A Photo.
-ওয়াও বাবু,তুমি কতো সুন্দর! আই লাভ ইউ!
-আই লাভ ইউ টু!"
.
চ্যাটাংশটুকু হচ্ছে ভার্চুয়াল কোনো রিলেশনশিপের, রিলেশনটা বড়জোর ১ বছর স্থায়িত্ব হবে,তারপর পরিনিতি কি হবে? হবে আর কি রিলেশন ব্রেকাপ করবে এবং ছেলেটা ঐ পিক টা দিয়ে মেয়েটাকে ব্ল্যাকমেইল করবে! আর মেয়েটা ব্ল্যাকমেইলে ভয় না পেলে ডিসু গ্রুপ বা চটি পেজে পিক টা ছেড়ে দিয়ে মেয়েটার সর্বনাশ করে দিবে! আর তারপর মেয়েটা হয়তো আত্মহত্যা করবে আর না হয় কলঙ্ক মাথায় রেখে বেচে থাকার চেষ্টা করবে!
.
এইসব রিলেশন,নষ্টামিতে দোষটা কার? আমার মতে সব দোষ মেয়ের! হ্যা, সব দোষটাই মেয়ের! আমরা ছেলেরা ধোয়া তুলশিপাতা, মেয়েটার দোষ কারন মেয়েটা ছেলেটাকে অন্ধবিশ্বাস করেছে,নিজের থেকে ছেলেটিকে বেশি ভালোবেসেছে,ছেলেটার সব কথা,আবদার রেখেছে। এগুলা করেছে বলেই সব দোষ টা মেয়ের! ছেলেটার দোষ নেই কারন,ছেলেটা তার যৌবন জ্বালা মিটানোর জন্য ঐ পিক চেয়েছে আর্কি,আর ব্রেকাপের পর ব্ল্যাকমেইল টা হুদাই করেছে! কিন্তু সেম কাজটা যে কাল আমার,আমাদের বোনের সাথে হবে না,তার গ্যারান্টি কি? আমরা যা করবো,আমাদের সাথেও তেমনই হবে! যদি আমরা যৌবন জ্বালা টা বিয়ের পরের রাতের জন্য রেখে দিতাম তাহলে আর এসব হতো না মেবি! যাক গে বাদ দেন!
.
এইসব ফস্টিনস্টিতে কাদের দোষ আসলে? আমার মতামত দেই! আমার মতে ছেলে মেয়ে দু জনই সমান ভাবে দোষী! ছেলেটা ভালোবেসেছে ঠিক আছে,বাট কেনো নষ্টামি করতে হবে? কেনো নুড পিক দেখতে হবে? এটার কোনো উত্তর আমাদের ছেলেদের কাছে নাই!
অন্যদিকে মেয়েরা,মেয়েদের দোষ টা হচ্ছে ছেলের প্রতি বেশি দূর্বল হয়ে যাওয়া,যা বলবে তা করা! ছেলেটা যা চাবে যা করতে চাবে তা করা,কিন্তু মেয়েটা একবারো সেটার খারাপ দিক না দেখেই করে ফেলা ইত্যাদি! মেয়েটা একবারও ভাববে না তার ফেমিলির রেপুটেশন এর কথা,কারন সে ভালোবাসে তাকে,সে ভাবে দেখলে দেখুক ও ই তো আমার ভবিষ্যৎ বর। সুতরাং বলাই যায় ছেলে মেয়ে দুজনই দোষী। কিন্তু আমরা দোষ দেই শুধু মেয়েটার,কিন্তু এটা ঠিকনা।
"শরীর দেখে নয়,মন দেখে প্রেম করা উচিৎ"
পোষ্টটা পড়ে অনেকে আমাকে নারীবাদী মনে করবে ,সত্য বলতে নারীবাদী হতেও আমার সমস্যা নাই!
-ধন্যবাদ

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: "শরীর দেখে নয়,মন দেখে প্রেম করা উচিৎ"

শরীর না দিলে মন কিভাবে দেখবে :P

ছেলেটা ভালোবেসেছে ঠিক আছে,বাট কেনো নষ্টামি করতে হবে? কেনো নুড পিক দেখতে হবে?

ইহা না করিলে ভালোবাসা হবে কি করিয়া :`>

ছি: ছি: সরম :P

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৫

সৈয়দ আল ফাহাদ বলেছেন: :/

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩২

আশফাক ওশান বলেছেন: বর্তমান যুগের ভালুবাসা!

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৫

সৈয়দ আল ফাহাদ বলেছেন: বালু-বাসা

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০১

রিফাত হোসেন বলেছেন: বিয়ে করার পর ,প্রেম হোক ভালবাসা যেটা মনে চায়... এই চিরাচরিত আইডিয়াটা কেমন বলুনতো?

বিয়ে করতে রাজী আছেন ? ? :)

সিম্পল ও সহজ সমাধান দিলাম।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২২

মোঃ রায়হান শেখ রনি বলেছেন: দোষটা আসলে ছেলে-মেয়েদের না, দোষটা হলো পারিবারিক, সামাজিক, পরিশেষে দোষটা এ যুগের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.