নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ফেসবুক লিংক:-https://www.facebook.com/SyedAlFahad.BD

সৈয়দ আল ফাহাদ

টুকটাক লেখালিখি করি!

সৈয়দ আল ফাহাদ › বিস্তারিত পোস্টঃ

"চ্যাটিংয়ে কথা vs ফোনে কথা"

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩

হাই এভ্রিয়ন, আজকে খেলবো মানে লেখবো "চ্যাটিংয়ে কথা vs ফোনে কথা" নিয়ে! আপনি যার সাথে চ্যাটিংয়ে কথা বলেন (চ্যাটিং করাকে কথা বলাও বলা যায়) তার সাথে ফোনে কথা বলতে গেলে একটু জড়তা থাকে। থাকাটা স্বাভাবিক। চ্যাটিংয়ে অনেক কিছুই বলা যায়, বাট কথা বলার সময় বলা যায় না। আপনি খুব সহজে কাওকে চ্যাটে প্রোপস করতে পারবেন বাট একই মানুষকে ফোনে কথা বলে প্রপোস করতে বুকটা ১ বার হলেও কেপে উঠবে! ইহার কারন জানতে চাবেন না কেও, আমিই নিজেই জানি না। চলেন চ্যাটিংয়ে কথা আর ফোনে কথার কিছু নমুনা দেখি গিয়ে!
.
চ্যাটিংয়ে কথা:-
-বাবু,তোমারে অনেক ভালোবাসি।
-আমিও।
-আমি তোমারে ছাড়া বাচবো না।
-আহালে বাবুটা। উ......!
-কি করো?
-আমার সোনা বাবুটার সাথে কথা বলি।
.
ফোনে কথা বলা:-
-তুমি যেনো মেসেজে কি বলছিলা?
-আল্লাহ, কি বলছিলাম?
-ঐটাই তো আস্ক করলাম কি বলছিলা।
-ভুলে গেছি, তুমিও তো কি যেনো বলছিলা।
-কৈ, কিছু না তো। কি করো?
-কথা বলি।
-কার সাথে?
-তোমার সাথে।
.
হাহাহা। আসলেও খুবই অবাক এই ভার্চুয়াল চ্যাটিং। বাট ভালোও বটে, অনেক না বলা কথা বলা হয়ে যায় এই চ্যাটিংয়ের মাধ্যমে।
ফেসবুকে আমি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩২

মোস্তফা সোহেল বলেছেন: আসলেই চ্যাটিংয়ে যা বলা যায় ফোনে তা বলা কঠিন

২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: অনেক না বলা কথা বলা হয়ে যায় এই চ্যাটিংয়ের মাধ্যমে। ঘটনা সত্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.