নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ফেসবুক লিংক:-https://www.facebook.com/SyedAlFahad.BD

সৈয়দ আল ফাহাদ

টুকটাক লেখালিখি করি!

সৈয়দ আল ফাহাদ › বিস্তারিত পোস্টঃ

...চাকরির বাজারে পাবলিকের পোলাপান ই অসহায় আর ন্যাশনাল, প্রাইভেটের স্টুডেন্টদের কথা ভাবে..

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৭

আজকে প্রথমে একটা কাহিনী বলবো, চলেন শুরু করা যাক।
.
"৫ ই এপ্রিল ১৯৯৮ সালের যশোরের একটা গ্রামে একটা ছেলে জন্ম নেয়,কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস,ছেলেটার ডান পায়ে একটা রগ ছিলোনা ফলে ডান পা টা বাকা ছিলো। ডাক্তার দেখানো হয়, ডাক্তার বলে ১ মাসের মধ্যে অপারেশন না করলে সারা জীবন পা বাকা থাকবে! তাই ছেলেটার পরিবার বাধ্য হয় ১ মাস বয়সি ছেলেটার অপারেশন করাতে। ১ মাস বয়সের একটা বাচ্চার অপারেশন হয়েছিলো ১১ ঘন্টা ধরে! বুঝেন কতটা মারাত্মক ছিলো অপারেশনটা। সব কিছু ঠিকঠাক ছিলো! ছেলেটার পা সোজা হয়। এবং স্বাভাবিক হাটাহাটি করতে সক্ষম হয়। আস্তে আস্তে ছেলেটা বড় হয়,স্কুলে ভর্তি হয়। স্কুলে ভর্তি হওয়ার প্রথম থেকেই ছেলেটার মা র কাছ থেকে শুনতে হতো তার পায়ে ডিফেট থাকার কারনে তার কোনো ভালো সরকারি চাকরি হবেনা। তাকে উচ্চশিক্ষিত হয়ে বেসরকারি কোনো চাকরি অথবা বেসমারিক সরকারি চাকরি করতে হবে। ছেলেটার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিলো চিকিৎসক হয়ে দরিদ্রদের সাহায্য করবে! ছেলেটা ভালোয় ভালোয় এস.এস.সি এবং এইচ.এস.সি পরিক্ষায় পাশ করলেও এডমিশন টেস্টে কোনো ভার্সিটি বা মেডিকেলে চান্স হলো না।"
.
ছেলেটার মতো আরো অনেকেরই ভার্সিটিতে চান্স হলো না। অনেকের বলতে এইচ এস সি ২০১৬ তে পাশ করে ৭ লক্ষ স্টুডেন্ট আর বাংলাদেশে পাবলিক ভার্সিটি সবগুলো মিলিয়ে মোট সিট আছে ৪২ হাজার। হ্যা, মাত্র ৪২ হাজার। তো বাকি সাড়ে ছয় লক্ষ স্টুডেন্ট কি ঘাস কাটবে! আর আমাদের দেশে পাবলিক বাদে প্রাইভেট, ন্যাশনালের স্টুডেন্টদের মানুষ ধরা হয় না। চাকরির বাজারে পাবলিকের পোলাপান ই অসহায় আর ন্যাশনাল, প্রাইভেটের স্টুডেন্টদের কথা ভাবেন তাদের কি অবস্থা। ৪২ হাজার সিটের মধ্যে সব ভালো স্টুডেন্ট তা নয় কিন্তু। মামা চাচা পয়সাওয়ালা প্রশ্নফাস কোটা তো আছেই। ৪২ হাজার স্টুডেন্টের মধ্যে ২০ হাজরই ইলিগ্যাল উপায়ে ভর্তি হয় পাবলিকে। একটা তিক্ত সত্য কথা বলি আমাদের দেশে শিক্ষা ক্ষেত্রের কোনো মূল্যই নাই। ঢাবি,জাবি,রাবি,চবি সহ বিভিন্ন পাবলিকে যে বড় বড় ক্যাম্পাস এরিয়া খালি আছে সে সব জায়গায় আরো কয়েকটা বড় বড় বিল্ডিং করলে আমার মনে হয় প্রতি বছর দশ লক্ষ স্টুডেন্ট পাবলিকে পড়ার সুজোগ পাবি। বাট জানিনা কেন করেনা সেখানে বিল্ডিং। এখন অনেক বড় ভাই জ্ঞান দিতে আসবে টিচার কৈ পাবে এতো সবটুডেন্ট পড়াতে? টাকা কৈ পাবে? আরে ভাই দেশে জানযট নিরশনে ফ্লাইঅভার তৈরি করতে কোটি কোটি টাকা খরচ করতে পারে, আর আমাদের শিক্ষাক্ষেত্রে? কানা কড়িও নাই। আরেকদল বড় ভাই জ্ঞান দিতে আসবে বলবে আমি সরকারের বদনাম করছি। না ভাই আমি কোনো সরকারের পক্ষে বা বিপক্ষে কিছু বলছি না। যেই সরকারই আশুক আমাদের শিক্ষা ক্ষেত্রের কোনো উন্নতি হয় না।
.
বাই দ্যা ওয়ে উপরে যেই ছেলেটার কাহিনী শুনলেন সেই ছেলেটি আমি। আমার মতো লক্ষ লক্ষ ছেলে আছে যাতের স্বপ্ন পূরন হচ্ছে না এই শিক্ষা ব্যবস্থার জন্য।
-ধন্যবাদ
ফেসবুকে আমি

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৪

চাঁদগাজী বলেছেন:


এটা শিক্ষা ব্যবস্হা নয়, মারাঠাদের শিক্ষা ব্যবসা; জাতিকে ক্রীতদাস বানিয়ে আরবে বিক্রয়ের বিজনেস প্ল্যান।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৫

চাঁদগাজী বলেছেন:


পোস্টের শুরুটা ছিল বিরক্তিকর।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৪

সৈয়দ আল ফাহাদ বলেছেন: কেনো?

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৯

সাইফুল১৩৪০৫ বলেছেন: বাবা মার প্রতি যথাযথ সন্মান রেখে বলছি, আপনার জন্মের পর আপনার বাবা মা একটা বড় ভুল করছে। আপনার জন্মের পর তারা ১০ টা গাছ লাগাতে পারত। এরপর বার্ষিক ৫-৭ টা গাছ লাগানোর টার্গেট নিত। এই গাছগুলো আজকে আপনার জন্য প্রায় দেড়-দুই লাখ টাকা ক্যাশ হত।
এখন আপনারও কাজ হবে প্রতি বর্ষায় কমপক্ষে ১০ টা করে গাছ লাগানো। ৫ টা করেও যদি বেঁচে থাকে, সেগুলোই অনেক সম্পত্তি হবে। শেষ বয়সের সম্বল হবে গাছগুলো।
আমার মনে ৪-৫ টা গাছ লাগানোর টাকা আপনার হাতে থাকেই।
দেশের পড়াশোনা আর চাকুরির উপর ভরসা করবেন না।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬

সৈয়দ আল ফাহাদ বলেছেন: ভালো বলছেন

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০১

আবু ছােলহ বলেছেন:




সাইফুল১৩৪০৫ বলেছেন: বাবা মার প্রতি যথাযথ সন্মান রেখে বলছি, আপনার জন্মের পর আপনার বাবা মা একটা বড় ভুল করছে। আপনার জন্মের পর তারা ১০ টা গাছ লাগাতে পারত। এরপর বার্ষিক ৫-৭ টা গাছ লাগানোর টার্গেট নিত। এই গাছগুলো আজকে আপনার জন্য প্রায় দেড়-দুই লাখ টাকা ক্যাশ হত।
এখন আপনারও কাজ হবে প্রতি বর্ষায় কমপক্ষে ১০ টা করে গাছ লাগানো। ৫ টা করেও যদি বেঁচে থাকে, সেগুলোই অনেক সম্পত্তি হবে। শেষ বয়সের সম্বল হবে গাছগুলো।
আমার মনে ৪-৫ টা গাছ লাগানোর টাকা আপনার হাতে থাকেই।
দেশের পড়াশোনা আর চাকুরির উপর ভরসা করবেন না।

-মন্তব্যটা ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.