নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ফেসবুক লিংক:-https://www.facebook.com/SyedAlFahad.BD

সৈয়দ আল ফাহাদ

টুকটাক লেখালিখি করি!

সৈয়দ আল ফাহাদ › বিস্তারিত পোস্টঃ

"সাকিব একটাই, তার আশেপাশেও কেও নাই, তার কোনো তুলনা হয়না।"

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৬

সাকিব সেই ক্যারিয়ারের শুরু থেকে কথা শুনেই আসলো। একজন বিশ্বসেরা অলরাউন্ডারকে যে যখন পারে ধুয়ে দেয়,সাথে তার বৌ কেও! যারা খেলা বুঝেও না, তারাও ধুয়ে দেয় সাকিবরে! সাকিব টাকা লোভী, সাকিব বৌ পাগলা, আর কতো কিছু শুনতে হয় তাকে। বাহ রে বাঙালি। যেই সাকিব তোমাদের দেশকে রিপ্রেজেন্ট করে পৃথিবীর সামনে সেই সাকিবকে এতো পচানি দেয়ার মানে কি?
নতুন করে শুরু হয়ছে সাকিব ম্যাশের বিদায়ে পোষ্ট দেয়নি কাদে নি, সবাই কানছে সাকিব কাদে নি, ব্লা ব্লা...সবসময় কাদলেই ভালোবাসা প্রকাশ পায়? যদি কোনো ছেলে তার বাবার মৃত্যুতে না কাদে,তার মানে কি সে তার বাবাকে ভালোবাসে না? আবার শুনলাম সে নাকি ক্যাপ্টিন হওয়ার জন্য ম্যাশরে চক্রান্ত করে সরায়ছে? হাহাহা।
পারিও আমরা। যখন মন চায় উপরে তুলতে। পরে আবার ফেলে দিতে।
সাকিবের সাকিবের জায়গায় সেরা, মাশরাফি মাশরাফির জায়গায়। তাদের মধ্যে তুলনা করা নিছক বলদামি।
মনে রাখবেন "সাকিব একটাই , তার আশেপাশেও কেও নাই, তার কোনো তুলনা হয়না।"
-ফেসবুকে আমি-

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৯

মুহাম্মদ তাজরিয়ান আলম আয়াজ বলেছেন: ভালো লিখেছেন

২| ০৯ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

রিফাত হোসেন বলেছেন: মানুষ হিসেবে সাকিব থেকে মাশরাফির অবশ্যই তুলনা হয়। খেলোয়াড় হিসেবে নয়। সাকিব ভাল খেলতে পারে বলেই টপ অলরাউন্ডার।
কিন্তু নেতা বা অগ্রগামী নেতৃত্ব দেবার গুনাবলী এবং মিডিয়াতে উপস্থাপন কিভাবে করতে হয় তা মাশরাফি এর সাথে তুলনায় সাকিব পিছনে।

সাকিব কে কাদঁতে হবে কি হবে না, আমার অন্তত জানা জরুরী না, অন্য সবার হতে পারে। আর মাশরাফিকে নিয়ে একটু বেশী বাড়াবাড়ি হচ্ছে।
সে এখনও আমাদের মাঝে আছে অন্য ফরমেটে। তবে বয়স ও সময় বলে একটা কথা আছে, যে কারনে ধীরে ধীরে্ গুটিয়ে নিচ্ছে নিজেকে।
এটা গ্রহন করতে শিখতে হবে সবাইকে। তাই হবে হা হুতাস, কাম্য নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.