নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ফেসবুক লিংক:-https://www.facebook.com/SyedAlFahad.BD

সৈয়দ আল ফাহাদ

টুকটাক লেখালিখি করি!

সৈয়দ আল ফাহাদ › বিস্তারিত পোস্টঃ

"অন্যের বোনকে উত্যক্ত করার মানে নিজের বোনকে উত্যক্ত করা!"

০৬ ই মে, ২০১৭ রাত ৯:৫২

"-দোস্ত দেখ, মা- টা জোস না।
-তুই আমার বোনের দিকে চোখ তুইলা তাকাইসস? তুই আজকে শেষ।"
.
উপরের দুইটা ডায়লোগ ই একজন ব্যক্তির। একজন ব্যক্তি বলতে একটা চরিত্রের, যেই চরিত্রটা বর্তমান সমাজে অহরহ। হ্যা! অহরহ। এই চরিত্রের ছেলেরা রাস্তাঘাটে অন্য মেয়েদের টিজ করে, চোখ দিয়ে ধর্ষন করে। কিন্তু কেও এদের নিজের বোনের দিকে তাকালে তাদের খবর করে। বাহ। অন্যের বোন মা*, আর নিজের বোন? কতো রোমান্টিক ব্যপার স্যপার।
.
রাস্তা-ঘাট তারা কোনো মেয়ে দেখলে কুরুচিপূর্ণ কথা বলে, উত্যক্ত করে। কিন্তু তারা কখোনো ভাবে না, তাদের বোন ও রাস্তায় চলাচল করে, এবং রাস্তায় অনেক ছেলেও তাদের দিকে তাকায়, কুরুচিপূর্ণ কথা বলতে পারে। তারা যদি অন্য মেয়েদের সম্মান করতো তাহলে অন্যের বোন সেফ থাকতো। এরকম সবাই যদি রাস্তাঘাটে মেয়েদের সম্মান করতো, তাহলে নিজের বোন টাও সেফ থাকতো। সবাই এই চিন্তা নিয়ে থাকলে রাস্তাঘাটে মেয়েরা অনেক বেশি সেফ থাকতো। তেমনি, আপনি যাকে ভালোবাসেন তার ভাই সমস্যা করলে তার ভাই খারাপ। আর আপনার বোন কারো সাথে প্রেম করলে সেই ছেলের খবর করেন। কি অদ্ভুত ব্যপার। নিজের বোন কে মানুষ মনে হয়, অন্যের বোন কে না? এখন কিছু সুশীল ব্যক্তি বলবেন 'মেয়েদের খারাপ ড্রেসের জন্যই এরকম উতক্ত্যের স্বীকার হয়।' বাহ! কি সুন্দর করে মেয়েদের দোষ দিয়ে দিলাম নিজেদের চোখের দোষ না দিয়ে। কিন্তু নিজের বোন খারাপ ড্রেস পরেও ঘুরলে কেও তাকালে তার খবর করে এই সুশীল রাই।
.
এসব কারনে আমরা দোষ দেই বাবা মা এবং বন্ধুদের। আমার মনে হয়না তাদের দোষ। একটা ছেলে বাসায় কতোক্ষন থাকে? বাপ মা ই বা তাদের কতোক্ষন দেখে রাখবে। আবার বন্ধুদের ও দায়ী বলা যায় না। কারন নিজে খারাপ না হলে বন্ধুর বাপেও পারবে না তোমাকে খারাপ করতে। স্কুল কলেজ লাইফের আমার প্রায় সব বন্ধুই ধুমপান করতো, বাট আমি ব্যাকডেটেড পোলা এখোনো ধুমপান করি নি। আসলে দোষ কাদের? দোষ আমাদের মন মানসিকতার, ফেমিলি বা বন্ধুদের না।
.
"অন্যের বোনকে উত্যক্ত করার মানে নিজের বোনকে উত্যক্ত করা!" এই চিন্তা মাথায় থাকলে কোনো ইভটিজিং হবে না দেশে, আমি গ্যারান্টি দিলাম।
-ধন্যবাদ

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৭ রাত ১০:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বন্ধু নির্বাচনে সচেতন হতে হবে। অনেক বন্ধু বলে, সবাইকে বোন মনে করলে, প্রেম করবো কার সাথে? এসব ফালতু কথা। নিজের বোন না থাকলেও ঐ মেয়েটা তো কারো না কারো বোন বা সন্তান। এই বোধটুকু থাকলে সমাজে আমূল পরিবর্তন আসবে...

২| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৮

টারজান০০০০৭ বলেছেন: সবাই আমার বোন হইলে বৌ হইবো কেডা ? .............
এসব কইয়া কাম হইতো না। নাটক, ছিঃনেমা , অপন্যাস , বিজ্ঞাপন সবজায়গায় পিরিত দেখাইবেন , আর পোলাপাইন টেরাই করলেই দোষ !

আগে পতাকা উড়ানো বন্ধ করেন ! ক্ষুধাও জাগ্রত করিবেন, খাবারও খাইতে দিবেন না , তাই কি হয় !

গোক্ষুধা না জাগাইয়া , মানুষরে মানুষের ক্ষুধা জাগাইতে দেন , বয়স হইলে সুষম খাদ্য দেন , এসব এমনিতেই বন্ধ হইয়া যাইবে। আমাদের বাপ্ -দাদাদের আমলে এসব শুনছেন ? কেন শুনেন নাই ? একটা ধাঁধা আছে। দেখেন জবাব পান নাকি ! পাইলে উত্তর পাইবেন।

অবিবাহিত : যাহার মাথায় আছে , ঘাড়ে নাই !
বিবাহিত : যাহার ঘাড়ে আছে , মাথায় নাই !

কনচেন দেহি , কি সে জিনিস ?



৩| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৮

টারজান০০০০৭ বলেছেন: সবাই আমার বোন হইলে বৌ হইবো কেডা ? .............
এসব কইয়া কাম হইতো না। নাটক, ছিঃনেমা , অপন্যাস , বিজ্ঞাপন সবজায়গায় পিরিত দেখাইবেন , আর পোলাপাইন টেরাই করলেই দোষ !

আগে পতাকা উড়ানো বন্ধ করেন ! ক্ষুধাও জাগ্রত করিবেন, খাবারও খাইতে দিবেন না , তাই কি হয় !

গোক্ষুধা না জাগাইয়া , মানুষরে মানুষের ক্ষুধা জাগাইতে দেন , বয়স হইলে সুষম খাদ্য দেন , এসব এমনিতেই বন্ধ হইয়া যাইবে। আমাদের বাপ্ -দাদাদের আমলে এসব শুনছেন ? কেন শুনেন নাই ? একটা ধাঁধা আছে। দেখেন জবাব পান নাকি ! পাইলে উত্তর পাইবেন।

অবিবাহিত : যাহার মাথায় আছে , ঘাড়ে নাই !
বিবাহিত : যাহার ঘাড়ে আছে , মাথায় নাই !

কনচেন দেহি , কি সে জিনিস ?



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.