নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ফেসবুক লিংক:-https://www.facebook.com/SyedAlFahad.BD

সৈয়দ আল ফাহাদ

টুকটাক লেখালিখি করি!

সৈয়দ আল ফাহাদ › বিস্তারিত পোস্টঃ

বেচেঁ থাকুক সব প্রেমিক গুলো, এরকম অবহেলা নিয়ে!

৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:২৭

"এই তুমি আজ সেই তুমি, তোমার তুলনা হয়না।
চাদেঁর মাঝে জ্যোৎস্না খুজে বেড়াই, তবু তোমায় পাই না।"
.
ছায়া আর জীবন একই কোচিংয়ে পড়তো যখন তারা দশম শ্রেণিতে পড়তো। দুজন দুজনকে ঠিকমতো চিনতো না, জানতো না। কোচিং চলাকালীন মাঝেমাঝে ছেলেটা মেয়েটাকে দেখেছে, কিন্তু মেয়েটা কখোনো দেখেনি। এস এস সি শেষে তাদের আর কখোনো দেখা হয়নি। একদিন হঠাৎ জীবন ছায়া কে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট দেয়, কিন্তু সে জানতে না যে এটা ছায়া। ছায়া রিকুয়েস্ট এক্সেপ্ট করলো। তাদের ফেসবুকে কথা হতো। কথা বলতে বলতে বুঝতে পারে যে এই জীবন- ছায়া সেই কোচিংয়ের জীবন-ছায়া। দেখতে দেখতে তাদের এইচ এস সি পরিক্ষা ও শেষ হলো। জীবন ও ছায়া দু জনই চেয়েছিলো তারা একই ভার্সিটিতে ভর্তি হবে। কিন্তু তা হয়ে উঠে নি। জীবন এক ভার্সিটিতে ভর্তি হয়, ছায়া অন্য ভার্সিটিতে। কিন্তু তাদের কন্টাক্ট অফ হয়নি তখোনো। তারা প্রতিদিন চ্যাট করতো। ছায়ার চুল খুবই সুন্দর ও সিল্কি ছিলো, জীবন ছায়ার চুল খুব পছন্দ করতো, প্রতিদিন ছায়ার চুলের ছবি না দেখলে জীবনের ঘুম হতো না। আর ছায়ায় প্রতিদিন ওর চুলের ছবি দিতো। ছায়া জবা ফুল খুব পছন্দ করতো, তাই জীবন যতোবার ছায়ার সাথে দেখা করতো একটা করে জবা ফুল নিয়ে যেতো।
.
জীবন আস্তে আস্তে ছায়ার প্রতি দূর্বল হয়ে পরে। ছায়া দেখতেও বেশ ছিলো, তাই জীবনের ভয় ছিলো অন্য কেও যদি তার ছায়াকে তার কাছ থেকে নিয়ে যায়। তাই সে না ভেবেই প্রোপজ করে বসে ছায়া কে! এতোদিনের কথা, এতো কথা হয় তাদের তাই জীবন ভেবেছিলো হয়তো ছায়া তাকে এক্সেপ্ট করবে, কিন্তু না, ছায়া তাকে এক্সেপ্ট করলো না! ছায়ার মনে ভালোবাসার জায়গা থাকলেও জীবনের জন্য জায়গা নাই।প্রোপজ করার পর থেকে ছায়া শুরু করে জীবনের সাথে খারাপ ব্যবহার, ইগনর করা, অপমান করা! এক কথায় ছায়া জীবনকে রাস্তার কুকুরের মতো ট্রিট করতেছিলো। যেই জীবন ছায়া র চুলের ছবি না দেখলে ঘুমাতে পারতো না, সে এখন ছায়ার কাছে হাজার বার চেয়েও ছবি পায়না। জীবন এখোনো ছায়ার সাথে দেখা করতে যাওয়ার সময় একটা করে জবা ফুল নিয়ে যায়, জবা ফুল দেখে ছায়ার সেই চিরচেনা হাসি জীবনের আজো ভালো লাগে। জীবন হাল ছাড়ে নি, এখোনো সে ছায়ার সাথে কথা বলে, অপমানিত হয়। একা একা বালিশ চাপা দিয়ে কাদেঁ। ছেলে মানুষ তো হাউমাউ করে কাদঁতে পারে না। জীবন ভাবে হয়তো একদিন ছায়া তাকে ভালোবাসবে। এবং সে অপেক্ষায় আছে ছায়ার মুখ থেকে একটা বার "ভালোবাসি জীবন" শোনার জন্য.......
.
"বেচেঁ থাকুক সব প্রেমিক গুলো, এরকম অবহেলা নিয়ে!"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.