নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।লিখুন শীরোনাম সুন্দর একটি ব্লগের আপনার

সৈয়দ ইসলাম

আগত প্রজন্মের সাক্ষী!

সৈয়দ ইসলাম › বিস্তারিত পোস্টঃ

নারী উন্নয়নে আমাদের প্রাপ্তি! 

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৭


অনেকদিন আগে একটা হিন্দি ফিল্ম দেখেছিলাম, যেখানে ভিলেনরা সবাই মিলে নারী পাচারের ব্যবসা করত, তারা তাদের ব্যবসায় তরুণীদেরকেই বেশি প্রধান্য দিত। অনেক আগের দেখাতো তাই নাম মনে নেই। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এর খরিদদাররা এসে যাচাই করে কিনে নিয়ে যেত। কেনার সময় নারীদের উপর চলত অমানবিক নির্যাতনের এক দৃশ্য । যেন গ্রিসের দাস-দাসী বিক্রির হাটও এখানে হার মানায়। আর এখান থেকেই শুরু এই নারীদের জীবন ....

"নারী পাচারে আশুলিয়া যুব মহিলা লীগের সভাপতি আটক
আশুলিয়ায় নারী পাচারের অভিযোগে যুব মহিলা লীগের আশুলিয়া ইউপি সভাপতি আসমা বেগমকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে আশুলিয়ার আউকপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকের অভিযোগও রয়েছে।" সুত্র :দৈনিক যুগান্তর

প্রত্যেক সরকারের সময়ে এভাবেই গোডাউন ভর্তি অপকর্মগুলো লিক হয়ে বেরিয়ে আসে জনগণের সামনে। কিন্তু তারপরও এক দল মানুষ শান্তিশৃঙ্খলার আশায় এদের পিছু দৌড়ায়। আজ বাংলাদেশের অবস্থা এইরকম হয়েছে যে, যদি একজন সমাজসেবক ও শিক্ষিত ব্যক্তি নির্বাচনে দাঁড়ায় আর তার বিরুদ্ধে একজন সন্ত্রাসী দাঁড়ায় তাহলে দেখা যায়, অধিকাংশ লোকই সন্ত্রাসী লোকটাকে সমর্থন করে। আপনি আমার কথা না মানলেও চলবে। একটু কষ্ট করে বাংলাদেশের শহর থেকে নিয়ে গ্রামাঞ্চল পর্যন্ত খোঁজে দেখুন। দেখবেন, প্রত্যেকটি এলাকার খারাপ লোকই এলাকাকে লীড দিচ্ছে। আপনি হয়ত লজ্জায় আপনার এলাকার সুনাম বৈ বিপরীত কিছু শিকার করবেন না কিন্তু আপনার সমাজকর্তা লীডারের অভ্যন্তরীণ অবস্থার একটু খোঁজ নিলেই দেখবেন আপনি আর আপনি নাই।

এই যদি হয় আমাদের বাস্তব অবস্থা, তাহলে স্বপ্নের বাংলা দিয়ে আমরা কী করবো! এই ধরণের খারাপ লোকরা যখন সমাজকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে, তখন আমরা কীভাবে নিজেদেরকে নিরাপদ ভাববো? কোথায় শান্তি পাবো!
জনগণ কেন যে এইসব মানুষদের নির্বাচিত করে আমি আজও তা উদ্ধার করতে পারলাম না। মাঝেমাঝে ভাবি, এটাই কি ব্রেইন এটাক! কিন্তু না এটা ব্রেইন এটাকের খেলাও না। হয়ত আসল খেলা অন্য কোথাও লুকিয়ে আছে।

আজ যখন অফিসে বসে উপরের খবরটা পড়লাম তখন নারী পাচারের সেই ফিল্মের কথা মনে হয়ে গেলো। বাস্তব্য কথা বলতে, পাচারকারীদের এই বিরাট গ্যাংগুলো সবসময় সরকারের পূর্ণ সহায়তা পেয়ে আসছে। যেমন বিএনপির সময়ে তেমনি আওয়ামীলীগের সময়েও। মাঝেমধ্যে এই ধরপাকড় দ্বারা জনগণের চোখেধুলা দেয়া ছাড়া কিছুই না। বাহবা অর্জনের উদ্দেশ্য ছাড়া কিছুই না!

উৎসর্গ : ব্লগার চাদগাজী ভাইকে

ছবিতে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিলকে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কৃত করা হচ্ছে।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: উৎসর্গ : ব্লগার চাদগাজী ভাইকে আহা! আমার ওস্তাদের নাম লইছেন দেইখা পরানটা জুরাইয়া গেল । :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৪

সৈয়দ ইসলাম বলেছেন:
"উনি শেখ হাসিনার অন্ধভক্ত"__বলেছেন ঢাবিয়ান।

আরো অনেকে উনাকে নিয়ে অনেক কথা বলেছেন। লিখে রাখার মক্ত হলেও লিখে রাখতে পারিনি।

লেখাটা পড়ুন, হয়ত আপনার কাছ থেকে কিছু একটা জানতে পারবো।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০২

স্রাঞ্জি সে বলেছেন:

কয়েকদিন থলে থেকে বিড়াল বের করিয়ে লোক দেখানো কামডা সারাই। আবার আইন বইয়ের পাতায় কিংবা মার্জিন খাতার পাতায়.... এই তো দেশ, দাপট আছে বেশ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৭

সৈয়দ ইসলাম বলেছেন: কয়েকদিন থলে থেকে বিড়াল বের করিয়ে লোক দেখানো কামডা সারাই। আবার আইন বইয়ের পাতায় কিংবা মার্জিন খাতার পাতায়.... এই তো দেশ, দাপট আছে বেশ।

কথাগুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করলে প্রিয় স্রাঞ্জি সে। তবে এগুলো অনেক কষ্ট নিয়েই বের হয়। ধন্যবাদ তোমাকে।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এরা জাতির শত্রু ।এদের বিরুদ্ধে কঠর ব্যবস্থা নেয়া প্রয়োজন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩০

সৈয়দ ইসলাম বলেছেন:
এইসব জাতির বিশ্বের শত্রুদেরকে বারংবার পুরস্কৃত করা হয়, তা না হলে ওরা সভাপতি হতে পারতো না। যখন আবার এদেরকে নিয়ে সরকার বিপদে পতিত হয়, এমন বিপদ যা সরকারের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তখন সেই পুরস্কার কেড়ে নেয়া ছাড়া সরকার অন্য কোন কিছু করতে পাড়ে না! আর সেটা কেবলই ঘোষণা।।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: রামের বোতল শেষ করে যিনি পর্বতের চূড়ায় অনড় দাঁড়িয়ে থাকেন তিনি জগতের বড় ভাই! তার নাম অসহায়! রামের পায়ের কাছে হনুমান শুয়ে থাকে। পর্বত হাতে নিয়ে হনুমান যাচ্ছেন। শিব বসে আছেন চূড়ায়। শীষনাগের মাথায় পৃথিবী। সূর্যের চারদিকে ঘুরে। রামনাম।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

সৈয়দ ইসলাম বলেছেন:

রামের বোতল শেষ করে যিনি পর্বতের চূড়ায় অনড় দাঁড়িয়ে থাকেন তিনি জগতের বড় ভাই! তার নাম অসহায়! রামের পায়ের কাছে হনুমান শুয়ে থাকে। পর্বত হাতে নিয়ে হনুমান যাচ্ছেন। শিব বসে আছেন চূড়ায়। শীষনাগের মাথায় পৃথিবী। সূর্যের চারদিকে ঘুরে। রামনাম। নির্মমভাবে আপনি অসহায়ত্ব প্রকাশ করলেন। আসলেই আমরা অসহায়।

ধন্যবাদ।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:

বাংগালী নারী হচ্ছেন, শেখ হাসিনা, বেগম জিয়া, শিরিন আক্তার, রওশন এরশাদ, ড: কামাল হোসেনের মেয়ে, সাজেদা চৌধুরী।

শেখ হাসিনার কাছে নারী হলো, আওয়ামী লীগের নারী নেতারা; বেগম জিয়ারও কয়েকটা বডিবিল্ডার টাইপের মহিলা ছিল, আর ছিল মিলিটারী অফিসারদের বউয়েরা; এটাই নারী উন্নয়ন।

৪০ লাখ নারী কিভাবে গড়ে গার্মেন্টেস ১৬ ঘন্টা কাজ করে, ডলার আনছে; শেখ হাসিনার চোখে এঁরা নারী নন; ১১ লাখ কিশোরী চাকরাণী ও ঝি হয়ে এখন কাজ করছে ঢাকা চট্টগ্রামে, ওরা নারী নন; ২০ হাজারের মত নারী এখন আরব দেশে কাজ করছেন, ওরা নারী নন, ১ লাখের বেশী বাংগালী মেয়ে ভারত, পাকিস্তান, দুবাইতে পতিতা হয়ে আটকা পড়ছেন; ওরা নারী নন; ২/৩ লাখ নারী ঢাকায় কনস্ট্রাকশনে কাজ করেন, ওরা নারী নন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

সৈয়দ ইসলাম বলেছেন: চাঁদগাজী বলেছেন: 
বাংগালী নারী হচ্ছেন, শেখ হাসিনা, বেগম জিয়া, শিরিন আক্তার, রওশন এরশাদ, ড: কামাল হোসেনের মেয়ে, সাজেদা চৌধুরী।

শেখ হাসিনার কাছে নারী হলো, আওয়ামী লীগের নারী নেতারা; বেগম জিয়ারও কয়েকটা বডিবিল্ডার টাইপের মহিলা ছিল, আর ছিল মিলিটারী অফিসারদের বউয়েরা; এটাই নারী উন্নয়ন।

৪০ লাখ নারী কিভাবে গড়ে গার্মেন্টেস ১৬ ঘন্টা কাজ করে, ডলার আনছে; শেখ হাসিনার চোখে এঁরা নারী নন; ১১ লাখ কিশোরী চাকরাণী ও ঝি হয়ে এখন কাজ করছে ঢাকা চট্টগ্রামে, ওরা নারী নন; ২০ হাজারের মত নারী এখন আরব দেশে কাজ করছেন, ওরা নারী নন, ১ লাখের বেশী বাংগালী মেয়ে ভারত, পাকিস্তান, দুবাইতে পতিতা হয়ে আটকা পড়ছেন; ওরা নারী নন; ২/৩ লাখ নারী ঢাকায় কনস্ট্রাকশনে কাজ করেন, ওরা নারী নন।


একেবারে মনের দুঃখগুলো বলে দিলেন। আমি সেটাই বলবো যা আপনি বলেছেন। সেই সাথে আমার সন্দেহ প্রকাশ করবো! আমি আপনি যেমন পুরুষ হওয়ায় পুরুষের প্রয়োজনীয় দিক নিয়ে চিন্তা করতে পারি, প্রধানমন্ত্রী কেন সেটা পারেন না? নাকি উনি মানসিকভাবে বিকারগ্রস্ত! নাকি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত! নাকি উনি নারীই না!

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


স্কুলের ৮০ লাখ মেয়ে জাতি থেকে উপবৃত্তি পায়; এদের মাঝে বসুন্ধরা পরিবারের মেয়েরাও আছে; ১১ লাখ কিশোরী চাকরাণী হয়ে কাজ করে, ওরা জাতি থেকে মারধর ব্যতিত কিছু পাচ্ছে না।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

সৈয়দ ইসলাম বলেছেন:
কষ্টের প্রকাশ, স্কুলের ৮০ লাখ মেয়ে জাতি থেকে উপবৃত্তি পায়; এদের মাঝে বসুন্ধরা পরিবারের মেয়েরাও আছে; ১১ লাখ কিশোরী চাকরাণী হয়ে কাজ করে, ওরা জাতি থেকে মারধর ব্যতিত কিছু পাচ্ছে না।

আমাদের সমজের এই অসহায়ত্ব বেশিদিন স্থায়ী হবে না, সেটা নিশ্চিত করে বলতে পারি। (এভাবেই হয়ত আমরা নিজেদেরকে শান্তনা দেই! কিন্তু প্রকৃতার্থে আমরা কোন শান্তনা পাই না!

আপনার আজকের মন্তব্যগুলো ব্লগ পোস্ট আকারে প্রকাশ করার জন্য ৯নং মন্তব্য থেকে শাহাদাত নিরব আবেদন করেছেন। এতো সুন্দর ও গুরুত্বপূর্ণ মন্তব্যগুলোকে ব্লগ আকারে প্রকাশ করার জন্য অনুমতি চাচ্ছি।

আল্লাহ আপনার মঙ্গল করুক, সব অসুস্থতা দূর করুক, আমীন।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


গার্মেন্টস'এ ৪০ লাখ লাখ মেয়ে গড়ে ১৬ ঘন্টা কাজ করে, সৌদীতে মেয়ে পাঠানো হয়, কিশোরী মেয়ে অপরের ঘরে চাকরাণীর কাজ করে, শেখ হাসিনা এসব দেখেও বুঝে না; উনার ভাবনাশক্তি খুবই সীমিত।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৫

সৈয়দ ইসলাম বলেছেন:
সহমত প্রিয় ভাই,
ওরা নারী হতে পারতো যদি আমাদের সরকারদলীয় ও বিরুধীদলীয় নেত্রী ও সকল সদস্যা বৃন্দ মানুষ হয়ে থাকতো।
আসলেই আজ এক আফসোসের সময়। যদি আমাদের প্রধানমন্ত্রী এই নারীদের নিয়ে একটু চিন্তা করতেন। নক, আসলে উনি কী এইসব নিয়ে ভাবার জন্য ক্ষমতায় এসেছেন নাকি অন্য কোন উদ্দেশ্যে সেটাই অনেকসময় বুঝতে পারি না!

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

শাহাদাত নিরব বলেছেন: লক্ষ লক্ষ নারী সকালে সুর্য উঠার সাথে সাথে গিয়ে গার্মেন্সে ঢুকে । সুর্য তার ডিউটি শেষ করে চলে যায় কিন্তু তাদের এখনো আসার সময় হয়নি তবুও তারা নারী নয়।
তেমনি করে প্রবাসে যারা ৪৬/৪৭ ডিগ্রি তাপ মাত্রায় রেমিটেন্স ইনকাম করছে তারা দেশের সুর্য সন্তান নয়
বরং মাইকের সামনে দাঁড়িয়ে বজ্র কন্ঠে বলে যারা দেশে চাঁদাবাজি,টেন্ডার বাজী করে তারাই দেশের সুর্য সন্তান ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

সৈয়দ ইসলাম বলেছেন:

লক্ষ লক্ষ নারী সকালে সুর্য উঠার সাথে সাথে গিয়ে গার্মেন্সে ঢুকে । সুর্য তার ডিউটি শেষ করে চলে যায় কিন্তু তাদের এখনো আসার সময় হয়নি তবুও তারা নারী নয়।
তেমনি করে প্রবাসে যারা ৪৬/৪৭ ডিগ্রি তাপ মাত্রায় রেমিটেন্স ইনকাম করছে তারা দেশের সুর্য সন্তান নয়
বরং মাইকের সামনে দাঁড়িয়ে বজ্র কন্ঠে বলে যারা দেশে চাঁদাবাজি,টেন্ডার বাজী করে তারাই দেশের সুর্য সন্তান । 

ভাই শাহাদাত, আপনার এই মন্তব্যটিও ব্লগ আকারে প্রকাশ করার মত। এগুলোর সাথে আরো এড করে একটা পোস্ট দিয়ে দাও। এ সসুযোগে অনেকেই তার মনের কথা প্রকাশ করতে পারবে।

আমি খুবই সৌভাগ্যবান এমন সুন্দর মতামত এবং অন্তরের কথা শুনে।
শুভকামনা আপনার জন্য নিরন্তর।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

শাহাদাত নিরব বলেছেন: ইস
চাঁদগাজী ভাইয়ের এই কমেন্ট গুলো যদি কোনো একদিন এই ছবির সাথে প্রথম পাতায় দেখতে পেতাম (প্রিয় ভাই)

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

সৈয়দ ইসলাম বলেছেন: ইনশাআল্লাহ হয়ত প্রকাশ পাবে। সাথে তোমার মন্তব্যও ; যদি তুমি নিজে প্রকাশ করতে অনিহা প্রকাশ কর। তবে ভাল হবে, নিজেই যদি নিজের কথাগুলো সুন্দরভাবে প্রকাশ কর।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

তানভীর তুর্য্য বলেছেন: বাংলাদেশের রাজনোতি তো অসৎ মানুষদের পৃষ্টপোষকতা করার জন্যই পরিচালিত হয় অবস্থাদৃষ্টে তাই মনে হয়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

সৈয়দ ইসলাম বলেছেন: আমরা এখনো নিজেদের সামাজিক অবস্থা নিয়ে চিন্তা করি না। বরং বন্ধু দেশ ভারত ও ব্রিটিশের রেখে যাওয়া কাদামাটির পথে রাজনীতি শিখছি। সেই পথে হাটতে গিয়ে সমাজকে আমরা কখনো ভারতের মত চিন্তা করি, আবার কখনো বৃটেন বা যুক্তরাস্ট্রের মত।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

শাহাদাত নিরব বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখকঃ-
লেখাগুলো এখনো প্রথম পাতায় প্রকাশের অনুমতি পায়নি তাই কমেন্টে হইহুল্য করে যাচ্ছি।
ইনশাআল্লাহ্‌ প্রথম পাতায় আসবে ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৮

সৈয়দ ইসলাম বলেছেন:
ইনশাআল্লাহ আপনি অতিদ্রুত প্রথম পাতায় আসছেন। বেশিকরে গঠনমূলক মন্তব্য ও সমালোচনা চালিয়ে যান। ভাল মানের লেখাও পোস্ট করুন। সব শেষে তাদেরকে ইমেইল করুন। ইনশাআল্লাহ রিসেন্টলি প্রথম পাতায় আমরা আপনাকে পাচ্ছি।

শুভকামনা আপনার জন্য।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:




আমার মন্তব্যগুলোকে যদি পোষ্টে স্হান দেন, আমি খুশী হবো।

শেখ হাসিনা উনার বাবার ভাবনাচিন্তা মনে রাখেননি, উনি জেনারেল জিয়ার গলাকাটা ক্যাপিটেলিজম অনুসরণ করছেন; হংকং না কোথায়, আমাদের বাংগালী ( যথা সম্ভব সামিট গ্রুপের মালিক) অন্যতম "ধনী" কিভাবে হলো উনার সময়?

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৪

সৈয়দ ইসলাম বলেছেন:
এই ধরণের হাজারো প্রশ্ন ছিল আহমদ ছফা ভাইয়ের মনে; যার কিছুটা প্রকাশ করার কারণে উনাকে বঙ্গপুত্র পাগলের মত খোঁজছিল। এখান থেকে আপনার অবস্থান আশাকরি বুঝতেই পারছেন।

শুভকামনা আপনার জন্য নিরন্তর।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২

প্রামানিক বলেছেন: চাঁদগাজি ভাইয়ের বক্তব্য খারাপ নয়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

সৈয়দ ইসলাম বলেছেন: অনেকের ভুল ধারনা ভাঙবে।

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৮

রাকু হাসান বলেছেন: আর কত কি দেখবো । যেখানে রক্ষকরা বক্ষকের ভূমিকা পালন করে সেখানে ,আমরা কি আশা করতে পারি আর !!
দারুণ মন্তব্য করেছিলেন আপনার পোস্টে । শান্তি পেয়ে ছিলাম । অনেক ধন্যবাদ । সমস্যার সমাধান হয়েছে । পোস্ট ড্রাফট করে দিয়েছি । শুধু প্রথম পাতায় রেখে জৌলুশ কমিয়ে কি লাভ ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

সৈয়দ ইসলাম বলেছেন:

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ড্রাফট পোষ্ট নিয়ে কোন সমস্যা হবে না। এটা সাময়িক ব্যাপার। সিস্টেম আপগ্রেডের কাজ চলছে। বিষয়টা নিয়ে অহেতুক প্যানিক ছড়াবার কিছু নেই। প্রতিটি ব্লগারের প্রতিটি লেখাই গুরুত্বপূর্ন এবং মুল্যবান। আমরা এর রক্ষনাবেক্ষনের প্রয়োজনীয়তা বুঝি। এখানে উল্লেখ্য যে, কেউ যদি ব্লগ সংক্রান্ত কোন সমস্যায় যথাযথ পদ্ধতি অবলম্বন না করে বরং আতকিংত হবার ছলে উগ্র সমালোচনা এবং অযাচিত শব্দ ব্যবহার করে ব্লগের দায়িত্বশীলদের সম্পর্কে অন্য সাধারন ব্লগারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, তাহলে ব্লগনীতিমালা অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

হু ভাই, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.