নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।লিখুন শীরোনাম সুন্দর একটি ব্লগের আপনার

সৈয়দ ইসলাম

আগত প্রজন্মের সাক্ষী!

সৈয়দ ইসলাম › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন প্রিয়তমা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭


আকাশে কোন তারা নেই
দায়িত্ব পড়েছে মেঘেদের উপর,
মনের ভেতর সুখ নেই
জোয়ার তুলেছে দুঃখের সাগর।

সুপ্ত চোখে ঘুম নেই
রাত হয়েছে কঠিন পাথর,
পথে কোন পথিক নেই
একাই কাটাই অবসন্ন প্রহর।।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

রাকু হাসান বলেছেন: এত টা একা ! :|| । দারুণ ইমেজ :) তো এত কিপ্টা ক্যান ভাই আপনি :P

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

সৈয়দ ইসলাম বলেছেন: মন্তব্যের ঘরে প্রথম হয়েছেন। লন মিষ্টিমুখ করেন; তবে একটু ধীরেধীরে কইরেন নইলে সার্ফেক্সেল লাগবে আবার :P



কবিতাটি লেখেছিলাম ০৬০৯১৭ইংরেজি

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

সনেট কবি বলেছেন: দারুণ সুন্দর কথামালা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

সৈয়দ ইসলাম বলেছেন:
প্রিয় ফরিদ ভাই, আপনার উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করলো। শুভকামনা আপনার জন্য নিরন্তর।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুপ্ত চোখে ঘুম না থাকার কারণ কী? সুপ্ত মানেই তো ঘুমিয়ে আছে এমন :)

যাই হোক, ভালো লেগেছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

সৈয়দ ইসলাম বলেছেন:
ভাইজান তো ধইরালছেন! B-)) কিন্তু এখানে ব্যবহৃত 'সুপ্ত' শব্দের ভেতরে আসল নিদ্রা না। অন্য কিছু বুঝানো হয়েছে সেটা হচ্ছে, (না আর বলা যাবে না!)

ধন্যবাদ। (ভেতরের কথা বের করার বেলায় সোনাবীজ তো দেখতাছ পোরাই খিলাড়ী!)
আই ল্যাভু :( :(( :((

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩

সৈয়দ ইসলাম বলেছেন:
ধন্যবাদ প্রিয়।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

অভীক অর্ণব বলেছেন: একাকী জীবন বড় দুর্বিষহ ।
কবিতা ভাল লেগেছে

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩

সৈয়দ ইসলাম বলেছেন:
ভাল লাগাই সার্থকতা।

ধন্যবাদ

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: আকাশে কোন তারা না থাওকলেও তারার উজ্জ্বলতা ছবির রাস্তায় আছে :P

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫

সৈয়দ ইসলাম বলেছেন:
ইহা তারার আলো নহে, ইহা কৃত্রিম আলো।
ধন্যবাদ মন্তব্যে

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭

সৈয়দ ইসলাম বলেছেন:
ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

আরোগ্য বলেছেন: সূর্য উঠবে, মেঘ কাটবে। দুঃখ ঘুচবে, হাসি ফুটবে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সৈয়দ ইসলাম বলেছেন:
সেটাই যেন হয়। ধন্যবাদ প্রিয় আরোগ্য, তুমি সুস্থ থাক সবসময়।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯

বলেছেন: এক গবেষণায় বলা হয়, যারা একাকী জীবন কাটান, তাদের দেহ-মনের স্বাস্থ্যের অবস্থা ভালো থাকে না। আর এ কারণে তারা দীর্ঘমেয়াদি দ্রুত মৃত্যুর ঝুঁকিতে থাকেন। সুইডেনে স্ট্রোকের রোগীর ওপর গবেষণা চালাতে গিয়ে এ তথ্য বেরিয়ে এসেছে।
ইউনিভার্সিটি অব গোথেনবার্গ এর সালগ্রিনস্কা একাডেমি এর গবেষক পেট্রা রেডফোর্স বলেন, একাকী মানুষের স্বাস্থ্যের অবস্থা অন্যদের চেয়ে ভালো থাকে না। এ বিষয়টি একাকী মানুষেরই বোধগম্য হওয়ার কথা।[/si
সুন্দর ভাবের কবিতা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

সৈয়দ ইসলাম বলেছেন:
হু, গবেষকের গবেষণা সত্য।
এটা এখানে প্রকাশে অনেকেরই উপকার হবে।

ধন্যবাদ প্রিয় লতিফ ভাই।

আপনার ব্যতিক্রম মন্তব্য খুবই ভাল লাগলো

১০| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩

নজসু বলেছেন: অবসাদ আর বিষন্নতায় ভরপুর। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.