নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।লিখুন শীরোনাম সুন্দর একটি ব্লগের আপনার

সৈয়দ ইসলাম

আগত প্রজন্মের সাক্ষী!

সৈয়দ ইসলাম › বিস্তারিত পোস্টঃ

নারীর উন্নয়নে বিজয়ী প্রধানমন্ত্রী; বিপরীতমুখী আমাদের চাঁদগাজী

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৪


ব্লগার চাঁদগাজীশাহাদাত নিরবকে উৎসর্গ করে আজকের পোস্ট।
----------------------------------------------------
তো শুরু করা যাক, "বাংগালী নারী হচ্ছেন, শেখ হাসিনা, বেগম জিয়া, শিরিন আক্তার, রওশন এরশাদ, ড: কামাল হোসেনের মেয়ে, সাজেদা চৌধুরী।

শেখ হাসিনার কাছে নারী হলো, আওয়ামী লীগের নারী নেতারা; বেগম জিয়ারও কয়েকটা বডিবিল্ডার টাইপের মহিলা ছিল, আর ছিল মিলিটারী অফিসারদের বউয়েরা; এটাই নারী উন্নয়ন।

৪০ লাখ নারী কিভাবে গড়ে গার্মেন্টেস ১৬ ঘন্টা কাজ করে, ডলার আনছে; শেখ হাসিনার চোখে এঁরা নারী নন; ১১ লাখ কিশোরী চাকরাণী ও ঝি হয়ে এখন কাজ করছে ঢাকা চট্টগ্রামে, ওরা নারী নন; ২০ হাজারের মত নারী এখন আরব দেশে কাজ করছেন, ওরা নারী নন, ১ লাখের বেশী বাংগালী মেয়ে ভারত, পাকিস্তান, দুবাইতে পতিতা হয়ে আটকা পড়ছেন; ওরা নারী নন; ২/৩ লাখ নারী ঢাকায় কনস্ট্রাকশনে কাজ করেন, ওরা নারী নন।

স্কুলের ৮০ লাখ মেয়ে জাতি থেকে উপবৃত্তি পায়; এদের মাঝে বসুন্ধরা পরিবারের মেয়েরাও আছে; ১১ লাখ কিশোরী চাকরাণী হয়ে কাজ করে, ওরা জাতি থেকে মারধর ব্যতিত কিছু পাচ্ছে না।

গার্মেন্টস'এ ৪০ লাখ লাখ মেয়ে গড়ে ১৬ ঘন্টা কাজ করে, সৌদীতে মেয়ে পাঠানো হয়, কিশোরী মেয়ে অপরের ঘরে চাকরাণীর কাজ করে, শেখ হাসিনা এসব দেখেও বুঝে না; উনার ভাবনাশক্তি খুবই সীমিত।"


আমার (নারী উন্নয়নে আমাদের প্রাপ্তি!) পোস্টে চাঁদগাজী ভাই উপরের বোল্ডকৃত কথাগুলো মন্তব্যের ঘরে প্রকাশ করেন। উনার এ মূল্যবান কথাগুলো যে পুরো একটা পোস্ট হয়ে যেতে পারে সেটা আমার মাথায় আসেনি। ঐ পোস্টেই শাহাদাত নিরব আবেদনের সুরে মন্তব্য করেন: "ইস চাঁদগাজী ভাইয়ের এই কমেন্ট গুলো যদি কোনো একদিন এই ছবির সাথে প্রথম পাতায় দেখতে পেতাম (প্রিয় ভাই)"

নিরব ভাইয়ের ডাকে আমার নিরবতা ভাঙে। তাই মন্তব্যে প্রকাশিত জ্ঞান সকলের মাঝে বিলিয়ে দিতেই আজকের এই পোস্ট ।

মন্তব্য ৫০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাহ! বাহ বেশ । কিন্তু ওদের নারী না ভেবে কি ভাবেন সেটা জানার ইচ্ছা রইল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

সৈয়দ ইসলাম বলেছেন:
জানি না ভাই, প্রধানমন্ত্রী নিজেকে নারী ভাবতে গিয়ে বাকিদের কী ভাবেন! তবে এবিষয়ে আমি চাঁদগাজীর সাথে একমত।

মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

সিগন্যাস বলেছেন: রাজীব ভাইয়ের পোষ্ট তো মনে হয়না পড়েন

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

সৈয়দ ইসলাম বলেছেন:
পড়বো না কেন! পড়িতো। তবে ইদানীং অফিসে একটু কাজের চাপ থাকায় উনার সাথে খুব একটা আড্ডা হয় না!

আপনি কি উনার ফ্যাক?

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

শাহাদাত নিরব বলেছেন: তবুও পেলাম ।
চাঁদগাজী ভাই থেকে পেলাম না তাতে কি হয়েছে আপনার কাছ থেকে তো পেলাম।
পাওয়াটাই মূল্যবান।
ধন্যবাদ ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

সৈয়দ ইসলাম বলেছেন:
অসাধারণ মন্তব্য।

ধন্যবাদ ভাই। তুমি যে এসে মন্তব্য করে বসবে সেটা ভাবিনি!

তা কেমন আছো?

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: =p~ =p~

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

সৈয়দ ইসলাম বলেছেন:
:)
:)
:)
;)

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

তারেক ফাহিম বলেছেন: পূর্ণাঙ্গ পোষ্টতো হল।

আপনি স্বার্থক লিখক হিসেবে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

সৈয়দ ইসলাম বলেছেন:
হে হে হে :) ;)
আপনি আমার সার্থকতার পেছনে লাগছেন!

ভালোই লাগলো।
আমার ব্লগবাড়িতে স্বাগতম।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তসলিমা নাসরিন বলেছিল।

হাসিনা নারী হলেও সে পুরুষের মাইন্ডে পুরুষ মাইন্ডেড নারী। সে নাকি নারীদের জন্য কিছু করেনি।
জানিনা সে কেন বলেছে। তার ফেসবুক স্ট্যাটাস এ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭

সৈয়দ ইসলাম বলেছেন:

হাসিনা নারী হলেও সে পুরুষের মাইন্ডে পুরুষ মাইন্ডেড নারী। সে নাকি নারীদের জন্য কিছু করেনি।
তাসলিমার কথগুলো খারাপ না। তাসলিমার চাওয়া এখনো প্রধানমন্ত্রী পূর্ণ করতে পারছেন না, তাই তাসলিমাও তাঁর উপর ক্রুদ্ধ হয়ে আছেন।

মন্তব্যে ধন্যবাদ

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

সেলিম আনোয়ার বলেছেন: দুঃখ জনক পরিস্থিতি। :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৫

সৈয়দ ইসলাম বলেছেন:
নিয়ন্ত্রণকারীরা এসব নিয়ে কোন চিন্তাই করে বলে মনে হয় না; আর এটাই মনে হয় সবচেয়ে কষ্টের।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার সময়ে নারীদের জন্য যা করা হয়েছে, তা হলো, যেসব নারীরা রাজনীতিতে আছেন, পারিবারিকভাবে ভালো আছেন, তাদের সবকিছু তাদের জন্য।

১২/১৩ বছরের একটি কিশোরী স্কুলে যায়, সে সরকারী উপবৃত্তি পায়, ১২/১৩ বছরের মেয়ে ঘরের চাকরাণী সে তার "উপবৃত্তির টাকা পায় না", এটা কেমন রীতি?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫

সৈয়দ ইসলাম বলেছেন:

"শেখ হাসিনার সময়ে নারীদের জন্য যা করা হয়েছে, তা হলো, যেসব নারীরা রাজনীতিতে আছেন, পারিবারিকভাবে ভালো আছেন, তাদের সবকিছু তাদের জন্য।"
এটার সাথে আমি একমত হতে পারলাম না ভাই। দেখেন, আমাদের দেশের রাজনীতিবিদরা তাদের প্রশংসাকারীকেই বেশি প্রধান্য দেয়! অন্য কেউ এই সুযোগগুলো পায় না!

আপনার আগমণের প্রতিক্ষায় আমি ছিলাম।
আপনার আগমনে ধন্য হলাম।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বাংলাদেশে ১ম নারী স্পীকার বানান, কিন্তু এই উনার পার্লামেন্ট থেকে কোন "বড় বিল" পাশ হয়েছে? হয়নি; তা'হলে, নারী উন্নয়নের নামে অদক্ষদের বড় পদে দেয়াই কি নারী উন্নয়ম।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬

সৈয়দ ইসলাম বলেছেন:
এই যে, জী হুজুর! হ্যা, হুজুর! জী মেডাম! হ্যা, মেডাম।

যে এই কথাগুলো বলতে পারবে সেই তো রাজনীতিবিদ।

আর নারী উন্নয়নের নামে মেধাহীন ও অর্থলোভীদের সাহায্যে সরকারী মহল পুরাই পাগল হয়ে আছে।

মেধাবী ছাত্রদের কান্না দেখার কেউ নেই! এই মেধাবীরা কোথাও জায়গা না পেয়ে নিজের পরবর্তী জেনারেশনকে নিয়ে সবচেয়ে বেশি টেনশনে ভুগছে! নিজের অজান্তেই নিজেদেরকে শেষ হয়ে যাচ্ছে!

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা নারী হয়েও নারী উন্নয়ন বলতে কি বুঝায় তা বুঝেননি; দরিদ্র পরিবারের কন্যার শিক্ষা, ভরণ-পোষণের দায়িত্ব, নারীর বিয়ে ও পারিবার টিকায়ে রাখাতে সাহায্য করা, নারীদের চাকুরীর নিশ্চয়তা দেয়াই বাংলাদেশের জন্য নারী উন্নয়ন হওয়ার কথা ছিলো; উনি মনে করেছেন রওশন এরশাদকে বড় পদ দেয়াই একমাত্র নারী উন্নয়ন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০

সৈয়দ ইসলাম বলেছেন:



"শেখ হাসিনা নারী হয়েও নারী উন্নয়ন বলতে কি বুঝায় তা বুঝেননি; দরিদ্র পরিবারের কন্যার শিক্ষা, ভরণ-পোষণের দায়িত্ব, নারীর বিয়ে ও পারিবার টিকায়ে রাখাতে সাহায্য করা, নারীদের চাকুরীর নিশ্চয়তা দেয়াই বাংলাদেশের জন্য নারী উন্নয়ন হওয়ার কথা ছিলো; উনি মনে করেছেন রওশন এরশাদকে বড় পদ দেয়াই একমাত্র নারী উন্নয়ন। "

কথা এটাই। বাস্তবতা এটাই। আসলে উনি নারী উন্নয়নের মূল জায়গায় নি গিয়ে নিজের প্রশংসাকারী নারীদের পাশে টেনে নেয়ার মাধ্যমে নারীর সেবায় নিয়োজিত দাবী করছেন, যা মোটেও নারী উন্নয়নের আওতায় পড়ে না!

মন্তব্যে ধন্যবাদ

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: Time will say everything

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩১

সৈয়দ ইসলাম বলেছেন:

B:-/

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

সাইন বোর্ড বলেছেন: ব্যতিক্রমি অায়োজন, পড়ে ভাল লাগল ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩২

সৈয়দ ইসলাম বলেছেন:
আপনাদের ভাল লাগাটাই সার্থকতা প্রিয়!

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

ঢাকার লোক বলেছেন: নারী উন্নয়ন আরো হয়েছে! জাতীয় ফুটবল দলের (পুরুষ) যখন ধ্বজভঙ্গ অবস্থা তখন নারী ফুটবল দলের বিশ্ব বিজয় কি নারী উন্নয়ন নয় ? তাদের কথা কই কেউ তো লিখলেন না ! আমাদের মেয়েরা এখন বিশ্ব সুন্দরী প্রতিযোগীতায় যায় সেও কি কম ?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২

সৈয়দ ইসলাম বলেছেন:
দেখেন কারবার! কাপটা আমাদেরকে ধরতে দিল না! :((


যদি এখানে সিস্টার অব হিউমিনিটি থাকতেন; তবে আমরা এ ছাড়টুকুও হতে দিতাম না!

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

ঢাকার লোক বলেছেন: গাজী ভাইকে এ++ ! আর আপনাকেও ধন্যবাদ উনার এ মূল্যবান কমেন্টগুলো আবারো সামনে নিয়ে আসার জন্য !!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

সৈয়দ ইসলাম বলেছেন:
গাজী ভাইকে এ প্লাস দেয়ার জন্য আপনার উপহার! উপরের ছবির সাথে এটাকে ফ্রেমে টানিয়ে বাসার পেছনে রাখতে পারেন।

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

রাকু হাসান বলেছেন: রাজনীতির জ্ঞান কম । |-)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

সৈয়দ ইসলাম বলেছেন:
কিন্তু বুঝ আসার পর থেকেই রাজনীতি করে আসছেন :)

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

রাকু হাসান বলেছেন: মজার ব্যাপার হলো আজ পর্যন্ত সংশ্লিষ্ট ব্লগারের কোনো লাইক দেখিনি । আজ আপনার পোস্টে দেখলাম । :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

সৈয়দ ইসলাম বলেছেন:
আমি লাইকের খুব একটা সন্ধান করি না প্রিয় রাকু হাসান। তবে চাঁদগাজীকে খুবই ভাল মানুষ জ্ঞান করি।

মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আসলেই ঠিক বলেছেন চাঁদগাজী স্যার।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

সৈয়দ ইসলাম বলেছেন:

আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম।
গাজী ভাইকে স্যার সম্ভোধনে খুবই ভাল লাগলো। আসলেই এই মানুষটা যথেষ্ট জ্ঞানীগুণী। অনেকসময় তার কথাগুলো বুলেটের মত শুনায়!

শুভকামনা আপনার জন্য।

১৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার প্রতিও অনেক অনেক শুভকামনা রইলো।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮

সৈয়দ ইসলাম বলেছেন:
ওরে বাবারে! #:-S আপনি দেখি ফিরে আসছেন! ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ...

ভাল আছেন তো?
ব্লগ কেমন লাগে?

১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভাইয়া কি যে বলব, ব্লগতো অবশ্যই ভালো লাগবে। কিন্তু এতো বড় বড় কথা এই ছোট মুখ থেকে সহজে বের হয়ে আসতে চায়না। ব্লগ জগতটাকে সহজ মনে হতো আগে যখন কারো কাছে শুনতাম। তবে এখন দেখছি একটু কষ্টও আছে। আমি প্রস্তুত ইয়ো।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০

সৈয়দ ইসলাম বলেছেন:
তুমি খুবই ভাল মন্তব্য করতে পার। প্রথম প্রথম তোমাকে একটু কষ্ট করে অন্যদের সাথে আড্ডা জমাতে হবে। দেখবে হঠাৎ ব্লগ তোমাকে সারপ্রাইজ দিয়ে প্রথম পাতায় লেখা প্রকাশের সুযোগ দিয়ে দিছে। আর হ্যা, প্রোতে এই পুচকি কে? ছবি পরিবর্তন করে অন্য কিছু দিলে মনে হয় আরো বেশি শৈল্পিক লাগবে ও সাড়া পাবে।

প্রত্যেক ব্লগারের জন্য শুভকামনা

২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: পুচকি? :(( ভাইয়া এই পুচকি টা আপনার বোন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

সৈয়দ ইসলাম বলেছেন:
বোনটাকে বলব, ভাল কিছুর ছবি দেরে বোন! এ ছবিতে ফেসবুকার ফেসবুকার লাগে। মানায়ও না খুব। লেখাতো পড়ে আসলাম। ভালই তো লেখার হাত। সবই ঠিক আছে উইদাউট ছবি। প্রথম পাতায় আসার পর বড় করে আমরা তোমার ছবি দিয়ে সাইনবোর্ড সহ মিছিল দিব ঠিক আছে লক্ষি বোন। =p~
ওয়াল্লাহহে, ভাই বানিয়ে নেয়ায় এতো কথা বলে ফেললাম। আমি চাই, তুমি দ্রুত প্রথম পাতায় আসার সাথে সাথে ব্লগে আলোড়ন সৃষ্টি কর। তাই এই বাকওয়াস।

শুভকামনা

২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৪

প্রামানিক বলেছেন: চাঁদাগাজী ভাইয়ের অনেক লেখা খুবই গুরুত্বপূর্ণ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

সৈয়দ ইসলাম বলেছেন: সেটাই।

ধন্যবাদ প্রিয় কবি।
ভালবাসা আপনার জন্য

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০০

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় ইসলামভাই,

শ্রদ্ধেয় গাজীসাহেবের কমেন্টগুলি একসঙ্গে এভাবে পড়ে মজা পেয়েছি। ওনার পৃথক পৃতক কমেন্টগুলি একত্রিত করলে যে এমন একটি পোস্ট হবে - ধারনাটি বেশ মজার ।


শুভকামনা রইল।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

সৈয়দ ইসলাম বলেছেন:
আপনার মত প্রতিমন্তব্য করতে পারি না! তবে চেষ্টা করি। আপনার মন্তব্য অসাধারণ হয়েছে। অসম্ভব ভাল লাগা আপনার জন্য।

২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মিসিং লিংক ;)





উন্নয়নের রকম দেখে জাতি তব্দা!
কোমায় চলে গেছে -
:-B


২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

সৈয়দ ইসলাম বলেছেন:

মা কি বেডি
সিপাহি কি ঘোড়ী!


এ উন্নয়ন জাতী কখনো ভুলবে না!
এগুলো ফ্রেমে বন্দি থাকবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এগুলোই উনার গর্ভের!

২৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

বিজন রয় বলেছেন: আমাদের দেশে সবাই শুধু নিজের জন্য করে।
সেখানে সামগ্রিকতা আসবে কিভাবে?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩

সৈয়দ ইসলাম বলেছেন:
মা যদি গৃহের সেবিকার সাথে সহকর্মীর মত আচরণ করে, বাবা যদি পাশের অসহায় মানুষের প্রতি দরদ মাখা হাত বাড়িয়ে দেয়; তাহলে এখান থেকেই উন্নয়নশীল প্রজন্ম জন্ম নেয়।

মন্তবের জন্য ধন্যবাদ

২৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

আরজু পনি বলেছেন:
নারীর উন্নয়নের জন্যে সবাইকেই এগিয়ে আসতে হবে।
সহমর্মী হতে হবে, সংবেদনশীল হতে হবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

সৈয়দ ইসলাম বলেছেন:
সেটাই প্রিয় বোন।

আমরা যেন বুঝতে পারি। প্রত্যেক নারীতে আমাদের বসবাস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.