নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।লিখুন শীরোনাম সুন্দর একটি ব্লগের আপনার

সৈয়দ ইসলাম

আগত প্রজন্মের সাক্ষী!

সৈয়দ ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বাংলার নগর ও পাড়াগাঁ (হাবি-জাবি ছবি ব্লগ)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০


গ্রাম-গঞ্জ ভ্রমণের পর ক্লান্ত হয়ে নওয়াব বাড়ির সামনে বসলাম। নওয়াব বাড়ির সামন থেকে নওয়াব সাহেবের সুকীর্তি। সামনে কিছু ছোকরা লাফালাফি করছে।

ছবি ব্লগ প্রকাশ করি না অনেকদিন হয়ে গেলো। প্রকাশ করবো করবো করেও করা হয় না। আজ কিছু হাবি-জাবি ছবি নিয়ে উপস্থিত হলাম। আসলে ছবি তোলার বেলায় আমি মোটেও কাজের না। যখন থেকে দেশ ছেড়েছি, তখন থেকেই আমি সকল কুকাজের কাজী ;)। সতর্কীকরণ: আমি কোন ছবিগ্রাফার না; আমি কেবল মনের সুখে প্রাকৃতিকে মোবাইলে বন্দি করি।

২) এটা অনেক আগের ছবি। আমি তখন উপজেলা শহরের এক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে আছি। ওখানকার চায়ের মধ্যে একধরণের সুবাস থাকতো; যা ছিল এই গাছের পাতার কেরামতি। অবশেষে ঐ গাছের একটি উপশাখা এনে নিজ বাংলোর সামনে রোপণ করেছিলাম। ওটা এখন অনেক উপশাখার জননী।


৩) নৌকো ভাড়া করে এক বিকালে হাওর দেখতে বেড়িয়েছিলাম।

৪, ৫, ৬) দেখতে দেখতে সূর্য আমাদের থেকে লুকাতে শুরু করলো।






৭) সূর্যহীন আকাশের রয়েছে আলাদা রূপ।


৮) রাতের বেলা গ্রামের বাড়িতে এ আড্ডাই বেশি জমতো। এখানে বসেই আমরা চলে যেতাম শৈশব ও তারুণ্যের যতসব কুকীর্তিময় আনন্দে =p~


৯) গ্রাম থেকে ফিরে সোজা চলে গেলাম রমনার বটমূলে। নাহ, আজ এখানে আর আমাদের সুযোগ নেই।


১০) অবশেষে:

মন্তব্য ৫৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৮

সনেট কবি বলেছেন: খুব সুন্দর

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১২:০১

সৈয়দ ইসলাম বলেছেন:

ফরিদ ভাই,
মন্তব্যে প্রথম হয়েছেন
লন কলা খান ;)

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

আরোগ্য বলেছেন: ৭ আর ১০ নং ছবি দুটোই অধিক সুন্দর।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১২:০৩

সৈয়দ ইসলাম বলেছেন:

ধন্যবাদ প্রিয়।
আপনার পছন্দ বটে।
আসলে আকাশ আমার কাছে খুব ভাল লাগে।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! চমৎকার।


শুভকামনা প্রিয় সৈয়দভাইকে।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১২:০৫

সৈয়দ ইসলাম বলেছেন:

পদাতিক ভাই, এটা আপনার জন্য


মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

ইসমাঈল আযহার বলেছেন: সুন্দর =p~

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১২:০৬

সৈয়দ ইসলাম বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

মনে হয়, আপনি আপনার উত্তর পেয়ে গেছেন :)

৫| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১২:৩২

রাকু হাসান বলেছেন:


শিরোনামে হাবি-জাবি ক্যান । X((
আহ প্রাণ জুড়িয়ে যাই । হাওড়ের সূর্য ডুবছে । কিরণ জলে ভাসছে । ছবিগ্রাফার না হলেও তার ছোট ভাই হবেন ই । ;) দারুণ ছবি ব্লগ ।
আর শেষটা তে কি করলেন ভাই ! ;) :P আমাদের সৈয়দ ভাই নাকি ;) । সাথে.....না আর কমু না =p~

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:২৩

সৈয়দ ইসলাম বলেছেন:

ফালতু সবসময় ফালতুই থাকেরে ভাই।
মন্তব্য অসাধারণ হয়েছে।
এই অল্প উপহার তোমার জন্য



তারপর কেমন আছ?

৬| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:০৭

চিন্তক মাস্টারদা বলেছেন:

প্লাস++

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:২৪

সৈয়দ ইসলাম বলেছেন:
ধন্যবাদ

৭| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি, সাধারণ

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:০১

সৈয়দ ইসলাম বলেছেন:

মুরব্বি ;)

আপনি স্বাধীন।

৮| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:৫৭

সূর্যালোক । বলেছেন:

ভালো ছবি তুলেন ।৪,৫,৬ অসাধারণ । অনেক দিনপর রমনার বটমূল দেখলাম । প্লাস ।
যদি সময় থাকে পড়ে দেখবেন ভাইয়া ।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:১০

সৈয়দ ইসলাম বলেছেন: আমার ব্লগবাড়িতে স্বাগতম

আপনার লজ্জা মনে হয় খুবই বেশি। ভাল, অনেক ভাল।

রকনার বটমূল আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে একটি। তাছাড়া ওটাতো ভার্সিটির পাশে, অখানে অনেক স্মৃতি লেপ্টে আছে।

অবশ্যই আসবো তোমার ব্লগবাড়িতে।

মন্তব্যে ধন্যবাদ।

৯| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: ছবিয়াল না তাতেই এই !! ?
হাওড়ের সবগুলো ছবি দারুণ এসছে, রমনার টা ও, আচ্ছা সেই পাতার নামাটা কি ছিল ?

চমৎকার ছবি ব্লগ ভাইয়া।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:১২

সৈয়দ ইসলাম বলেছেন:

এখনো ঐ পাতার নাম আবিষ্কার কিংবা নকল করতে পারিনি! অনেক চেষ্টা করলাম। না আমি এখানেও পরাজিত।

মন্তব্যে ধন্যবাদ।

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৫

সৈয়দ ইসলাম বলেছেন:

"স্রাঞ্জি সে বলেছেন: 
দুই নং ছবিটা আমরা ভাত পাতা বলি... ভাতে এই পাতা দেওয়ায় ভাত সুগন্ধি হয়ে উঠে..."


দেখলেন তো, আমি না জানলে কি! জানিয়ে তো দিলেন আরেকজন!

১০| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৬

স্রাঞ্জি সে বলেছেন:
দুই নং ছবিটা আমরা ভাত পাতা বলি... ভাতে এই পাতা দেওয়ায় ভাত সুগন্ধি হয়ে উঠে....


হা হা মোটেই হাবিজাবি না, ভাই... সব ছবিই দারুনন.....

+++ নেন...

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৩

সৈয়দ ইসলাম বলেছেন:
আপনি তো শুধু মন্তব্য করেননি! তথ্য দিয়ে গেলেন। মনিরা আপু জানতে চাইছিলেন এই পাতার নাম! আমি জানতাম না। আপনি জানিয়ে দিলেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৬

সৈয়দ ইসলাম বলেছেন:
আচ্ছা, এটা ভাতে দেয়ার কারণেই যদি এই নাম দেয়া হয়, তাহলে অঞ্চলভেদে আপেক্ষিক হয়ে গেলো না!

১১| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: এত কম ছবি দিয়েছেন কেন?

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২

সৈয়দ ইসলাম বলেছেন:

অফিসে কাজের চাপ। এগুলোও ভালভাবে সাজাতে পারিনি! না ভাল কোন ক্যাপশন দিতে পারলাম। 'অফিসে থাকাকালীন পোস্ট তো তাই, এরকম হয়েছে' এটা বলবো না, বলব এটা নিজেরই অদক্ষতার চাপ।

আগামীতে এটা মাথায় রাখার চেষ্টা করবো।

১২| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৬

হাসান রাজু বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী সাহেবের উপদেশ ছিল ভাই রাজিব নুরের প্রতি যেন অফিসে বসে ব্লগে পোস্ট না করেন। হা হা হা .....

বিকেলে হাওরের ছবি অসাধারন, সুন্দর।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৪

সৈয়দ ইসলাম বলেছেন:
খুবই সুন্দর মন্তব্য করলেন।

অসংখ্য শুভকামনা

১৩| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৬

রাকু হাসান বলেছেন: বাহ সুন্দর উপহার আমার জন্য । :)
তারপর কেমন আছ? --জি ভাইয়া ভালো আছি আপনাদের দোয়াতে । আপনার কি খবর ? ভালো আছেন ? সুস্থ থাকুন সেই কামনা ।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬

সৈয়দ ইসলাম বলেছেন:
হু প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আমি চমৎকার আছি।
দু'আটা চলমান রাইখো।

ফিরে আসায় অসংখ্য ধন্যবাদ।

১৪| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০১

আখেনাটেন বলেছেন: হাওড়ে তোলা ছবিগুলো বেশ।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৯

সৈয়দ ইসলাম বলেছেন:
আমাকেও হাওরটা মুগ্ধ করেছে। আসলেই অসাধারণ।

১৫| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২২

তারেক_মাহমুদ বলেছেন: হাওড়ে সূর্য ডোবার ছবিগুলো সুন্দর হয়েছে ইসলাম ভাই।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১

সৈয়দ ইসলাম বলেছেন:
ধন্যবাদ তারেক ভাই।

আপনি মনে হয় ইদানীং ব্লগে খুব একটা সক্রিয় নয়।
আপনার উপস্থিতি ভাল লাগলো।

১৬| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওই ব্যাটার কিছুই মনে ধরেনা !

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭

সৈয়দ ইসলাম বলেছেন:
কার কথা বলছেন নূর ভাই ;) =p~

১৭| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

তারেক ফাহিম বলেছেন: হাওরের সুর্যি মামার সাথে ভালোই ভাব করে ছবি তুললেন।

চমৎকার ছবি ব্লগ +

০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

সৈয়দ ইসলাম বলেছেন:
আপননি তো এক চমৎকার ভাবময়ী মন্তব্য করলেন। সত্যি মুগ্ধ হলাম।

শুভকামনা নিরন্তর

১৮| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবি বর্ণনায় সুন্দর পোস্টটি ভাল লেগেছে। কেমন আছেন সৈয়দ ভাই?

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৫

সৈয়দ ইসলাম বলেছেন:
চমৎকার আছি ভাই।
আপনি কেমন আছেন? দেশের বাড়ির সবাই কেমন আছেন?
(আশাকরি ভালই আছেন)

১৯| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫১

সুমন কর বলেছেন: ক্যাপশন আর ছবিগুলো সুন্দর হয়েছে।

১০ম +।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৫

সৈয়দ ইসলাম বলেছেন:
ভাল লাগলো আপনার আগমনে।

শুভকামনা নিরন্তর।

২০| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:১০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সুন্দর, প্রাণবন্ত ছবি।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৭

সৈয়দ ইসলাম বলেছেন:
হাসাই কইছেন?

আমি অনুপ্রাণিত হলুম, লন, হা করেন...

২১| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৭

সাগর শরীফ বলেছেন: সুন্দর। নওগাতে ঘুরতে যাব খুব শীঘ্রই। বন্ধুর বাড়িতে ।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১:১১

সৈয়দ ইসলাম বলেছেন:
বাংলার সবখানেই রূপরঙ ছড়িয়ে আছে। যেখানেই যাবেন সেখানটাই আপনাকে মুগ্ধ করবে।

বন্ধুর বাড়িতে যাওয়া আসা, এবং ভালোলাগা দৃশ্যগুলোকে ছবিব্লগ আকারে আমাদের সাথে শেয়ার করবেন কিন্তু।

ভাল থাকুন সবসময়।

২২| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ছবিব্লগ ভালোবাসি ভীষণ, তাই এমন ছবি ব্লগ আরো চাই..........শুভ কামনা।

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৭

সৈয়দ ইসলাম বলেছেন:
শখের বসে এমন অবস্থা। দেশভ্রমণের স্মৃতি যেন আজীবন বেঁচে থাকে তাই পোস্ট করা

২৩| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি ব্লগ, খুব ভালো লাগল।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:০৭

সৈয়দ ইসলাম বলেছেন:
প্রিয় কবি,
আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা।
শুভকামনা ও নির্মল ভালোবাসা আপনার জন্য।

২৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১:২৮

রাকু হাসান বলেছেন: কি খবর !!

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৩

সৈয়দ ইসলাম বলেছেন:
এই তো আছি চমৎকার। তোমার কী খবর?

২৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৭

নজসু বলেছেন: ৪, ৫, ৬ আর ৭ এ সূর্যের খেলা দেখে মনটা কেমন হয়ে উঠলো।
৭ নং ছবিটা দেখে প্রকৃতিকে মনে হলো খুব বিষন্ন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৫

সৈয়দ ইসলাম বলেছেন:
সূর্য ছাড়া তারা একটু বিষন্ন থাকেই, তবে চাঁদ ও তারার আগমনে তারা আবারো আন্দোলিত হয়ে উঠে।

২৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১২

রাকু হাসান বলেছেন:

ইসলাম ভাইয়া কেমন আছেন? :(

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪২

সৈয়দ ইসলাম বলেছেন:
এই তো ভাই, হাজারো ব্যস্ততার মাঝে আছি চমৎকার।

তারপর তোমার কী অবস্থা? ফ্যামিলির সব্বাই ভাল আছেন তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.