নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।লিখুন শীরোনাম সুন্দর একটি ব্লগের আপনার

সৈয়দ ইসলাম

আগত প্রজন্মের সাক্ষী!

সৈয়দ ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী (সাথে উনার একটি গল্প)

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮


বঙ্গবন্ধু যাদের থেকে রাজনৈতিক আদর্শ গ্রহণ করেছেন এবং যাদের সচিব হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন তাদের মধ্যে একজন মহান রাজনীতিবিদ হচ্ছেন আব্দুল হামিদ খান ভাসানী। আজ জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী। ১২ ডিসেম্বর ১৮৮০ খৃষ্টাব্দে জন্মগ্রহণকারী এই মহান রাজনীতিবিদ ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
উনার রাজনৈতিক অবস্থান নিয়ে অনেকের ভিন্নমত রয়েছে। কৃষকের স্বার্থই ছিল উনার এই রাজনৈতিক দৌড়ঝাঁপের মূল উদ্দেশ্য। বলা যায়, যারা কৃষকের স্বার্থ নিয়ে ভাবার সময় পান না, তারাই কেবল এই মহান ব্যক্তির প্রতি ভিন্নমত পোষণ করেন। উনার মতো কোন ব্যক্তিত্ব যেমন আলেমদের মধ্যে সৃষ্টি হয় নি, তেমনই সৃষ্টি হয় নি কোন রাজনৈতিক দলে।

উনার মৃত্যুবার্ষিকীতে উনিসহ সকল জন-দরদী নেতাদের প্রপ্তি সম্মান প্রদান করত উনার একটি ঘটনা বর্নণা করছি। আশাকরি ভালই লাগবে।
মাওলানা ভাসানী যেহেতু সরাসরি কমিউনিস্ট মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন বা কমিউনিস্টদের আশ্রয় প্রশ্রয় দিতেন; সে জন্য মাওলানা ভাসানীকে আমাদের তৎকালীন মুল্লারা এভয়েড করতো। কিন্তু সমাজ সেবায় তাতে কোন অসুবিধা হয়নি। কারণ মাওলানা ভাসানী এত পপুলার লিডার ছিলেন যে, কোন হুজুর কী বলেছেন না বলেছেন এসব কোন গুরুত্বপূর্ণ হয়ে উঠেনি। মাওলানা ভাসানী ছিলেন খুবই বাস্তববাদী মানুষ। যিনি ফিল করেছিলেন - ইসলামকে বাদ দিয়ে কোন কিছু করা সম্ভব নয়। মানুষও তা মেনে নেবে না, আমাদেরও সেটা ঠিক হবে না। 
এই কারণে চীনা কমিউনিস্ট নেতা মাওসেতুং এর সাথে মাওলানা ভাসানীর যখন দেখা হয়, মাওসেতুংকে মাওলানা ভাসানী বলেছিলেন- আপনার এখানে এসে আমার সব ভাল লেগেছে। মাওলানা ভাসানী ভাসানীর একটা বই আছে "মাও সেতুং-এর দেশে"। ভ্রমণ কাহিনী। সেই বইতে তিনি লিখেছিলেন- "চীনে আসিয়া দেখিলাম। দেখিলাম, মানুষ হাসিতে পারে। সেই হাসি ক্ষুধাতুর কোন অসহায় মানুষের দাঁত ভেঙচির মতো নয়। আমাদের কৃষকের যেমন কষ্ট করে হাসতে হয় সেরকম নয়, আবলীলায় তারা হাসতে পারে। এই হাসিটা আমি আমার পূর্বপাকিস্তানে নিয়ে যাবো। মানুষকে হাসতে দিতে হবে, তাকে প্রাণবন্ত করতে হবে।"
মাওসেতুংকে তিনি বলেছিলেন- আপনার দেশের ভেদাভেদহীন জীবন আমার পছন্দ হয়েছে। এই জীবন ব্যবস্থা আমি পাকিস্তানে নিয়ে যাব। কিন্তু আপনি শুধু আমার একটা জিনিষ কবুল করেন। কিছু একটা তো লেনদেন করতে হবে। 
মাও জিজ্ঞেস করলেন- কী? 
মাওলানা বললেন, আপনি আমার আল্লাহ আর রাসুলকে কবুল করেন। আর কিচ্ছু করতে হবে না। আপনি আমার আল্লাহ আর রাসুলকে কবুল করবেন আমি আপনার সমাজব্যবস্থা নিয়ে যাবো পাকিস্তানে। 
মাও বললেন, এটা তো হবে না। 
মাওলানা বললেন- তাহলে আমিও আপনার মতবাদ পুরোপুরি নিতে পারবো না। তারপরেও চীনের সাথে মাওলানা ভাসানীর আমৃত্যু গভীর বন্ধুত্ব ছিল। 
চিরন্তন শ্রদ্ধা এই মহান মানুষটির প্রতি।



#রিপোস্ট

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

তারেক ফাহিম বলেছেন: চিরন্তন শ্রদ্ধা

ঘটনাটি আরেকটু বিস্তারিত হলে আমার মত পাঠকদের জন্য সুবিধাই হতো B-)

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

সৈয়দ ইসলাম বলেছেন: ইনশাআল্লাহ সময় সুযোগে প্রকাশ করবো তারেক ভাই।

২| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: ভাসানীকে নিয়ে নাটক সিনেমা আর বই দরকার। তাতে তাকে জানতে সবিধা হবে।

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১

সৈয়দ ইসলাম বলেছেন: আপনি মনে হয় বামদের তৈরি ফিল্ম বা নাটকের খুব ভক্ত! ;)
হ্যা, প্রয়োজন আছিল তো অবশ্যই। কিন্তু এগুলোতে কেউ হাত দিব্র না!

৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাওলানা ভাসানী, জেনারেল ওসমানী কে নিয়ে আমাদের দেশে বেশী চর্চা হয় না। কারণ, তাহলে অনেককে নিয়ে ব্যবসা করা যাবে না। আমাদের চাঁদগাজী ভাই আবার ভাসানীর ভক্ত...

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

সৈয়দ ইসলাম বলেছেন: আমাদের রাজনৈতিক দলগুলো দুভাগে বিভক্ত। এই দুদল তাদের দলের নেতাকর্মীদের বাহিরে কারো অবধান স্বীকার করে না বা স্বীকার করার প্রয়োজন বোধ করে না।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: জননেতাকে জানাই অন্তরের শ্রদ্ধা।

শুভকামনা প্রিয় সৈয়দ ইসলামভাইকে।

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

সৈয়দ ইসলাম বলেছেন: আপনার জন্যও রইলো নির্মল শুভেচ্ছা।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

নজসু বলেছেন:



শ্রদ্ধা।

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

সৈয়দ ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রিয় নজসু।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৫৬

বলেছেন: তথ্য মতে মজলুম জননেতা ভাসানী ছিলেন প্রকৃত বঙ্গবন্ধু!!!


এমন একটা ভিডিও আছে --
আমার নেতা তোমার নেতা
জাতির পিতা জাতির পিতা -- ভাসানী, ভাসানী।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৩

সৈয়দ ইসলাম বলেছেন:
কথাগুলো একেবারে সঠিক বলেছেন।

ভিডিওটি কোথায় পাওয়া যাবে ল ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.