নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

তুমি খুব ভালো মুসলমান

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২১


তুমি খুব ভালো মুসলমান
সাইয়িদ রফিকুল হক

হিন্দু-কুলরমণীর সিঁদুর-শাঁখা দেখলে
তুমি জ্বলে ওঠো তেলে-বেগুনে
আর ফেটে পড়ো বারুদের মতো,
তুমি খুব ভালো মুসলমান!

হিন্দুর মন্দির দেখলে সাথে-সাথে
তোমার মনে বিরাট সাধ জাগে
কখন তুমি ওই মন্দিরগুলো ভাঙ্গবে
আর খুব জোরে জিহাদীজোশে
ওই মন্দিরগুলো তখনই
তোমার ভাঙ্গতে ইচ্ছে করে,
তুমি খুব ভালো মুসলমান!

হিন্দুজনের ছায়া দেখলে
তোমার মাথায় খুন চেপে যায়
আর তুমি হয়ে ওঠো
বিধ্বংসী কামানের গোলা
আর তুমি হয়ে ওঠো নিমিষে:
গজনীর সুলতান মাহমুদ
তৈমুর লঙ্গ-নাদির শাহ
খুনী সুলতান জালাল উদ্দীন
কিংবা একজন চেঙ্গিস খাঁ!

আর তোমার সবসময় মনে হয়:
দুনিয়ার সব হিন্দু শেষ করে দিতে
পারতাম যদি চোখের পলকে
কিংবা সাধ্য থাকলে একনিমিষে
তুমি খুব ভালো মুসলমান!

তোমার চোখে হিন্দুর ধর্ম খারাপ,
হিন্দুর মন্দির খুব খারাপ,
আরও খারাপ হিন্দুর আচারপ্রথা,
এমনকি হিন্দুর সবকিছুই খারাপ
তোমার ওই দুটি ঈমানী-চোখে!
আর তোমার কাছে ভালো শুধু—
হিন্দুর রমণী,
হিন্দুর বাগানবাড়ি,
হিন্দুর ফসলিজমি
হিন্দুর পুকুর
আর হিন্দুর বসতবাড়ি
তুমি খুব ভালো মুসলমান!

হিন্দুকে দেখলেই
তোমার ঈমানী-মনে শুধু গালি আসে
আর তুমি সবসময় তাদের গালি দাও:
মালাউন আর মালাউনের বাচ্চা বলে!
তুমি খুব ভালো মুসলমান!

তুমি এমনই একটা বিরাট ধার্মিক যে
তোমার চোখে হিন্দু কোনো মানুষ নয়,
আর তুমি কোনো হিন্দু-নরনারীকে আজও
একজন মানুষ ভাবতে পারোনি!
বাঃ তুমি খুব ভালো মুসলমান!
(আর তোমাদের মতো পাপিষ্ঠ-পামরের জন্য
শ্যামল-বাংলাদেশ আজ রক্তাক্ত আর ক্ষতবিক্ষত!)

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/০৪/২০১৬

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬

বিজন রয় বলেছেন: কি সব শুরু করেছেন।

হিন্দু-মুসলিম।

ওরাও কম যায় না।

তবে বাংলাদেশের অবস্থা ভাল নয়।
এর জন্য বর্তমান সরকার দায়ী।

একসময় এই সরকার কারো সমর্থন পাবে না।

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: কোনোকিছু বুঝি না, আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রাখতে হবে। শুধু গুটিকতক মানুষের জন্য আমরা হিন্দু-মুসলিম বিভেদ সৃষ্টি করতে পারি না।
সরকারের চেয়ে ব্যক্তি মানুষ এজন্য কম দায়ী নয় কিন্তু!
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন। শুভকামনা।

২| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯

বিজন রয় বলেছেন: সরকারের চেয়ে ব্যক্তি মানুষ এজন্য কম দায়ী নয় কিন্তু!

প্রশাসন আর আইন ব্যক্তি মানুষের হাতে নয়।
মানুষকে, ব্লগারদের কিভাবে সরকার দমিয়ে রাখছে?

বর্তমানে প্রধানমন্ত্রীর কাছে তুলনামুলকভাবে চাপাতিবাজরা উত্তম।

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আমি প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করি না। আর আমি সবসময় মানুষহত্যার বিরুদ্ধে।
আপনাকে আবারও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.