নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

বুকের ভিতর ভয়ানক কষ্ট

২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৬


বুকের ভিতর ভয়ানক কষ্ট
সাইয়িদ রফিকুল হক

বুকের ভিতর ভয়ানক কষ্ট
এতো কষ্টে ঘুম আসে না রাতে
তাই জেগে থাকি রাতদুপুরে,
কষ্টগুলো সজীব-তাগড়া হয়ে
বিনষ্ট করে লোভাতুর স্বপ্নরাজি
আর বিশ্বাস-দেহটাকে খায় কুরে-কুরে।

রাত-জাগা-পাখি হলে তবু হতো ভালো
চিরতরে ঘুমটাকে পাঠাতাম নির্বাসনে
এখন যে মানবদেহে ঘুম বড় প্রয়োজন,
মিথ্যার বেসাতি বাড়ছে দিনে-দিনে
আর ভণ্ডামির সীমাহীন উলঙ্গ-নৃত্যে
কেড়ে নিচ্ছে ঘুমের সকল আয়োজন!

আয় ঘুম, আয় ঘুম করে কাঁদছি কত
আর মনে-মনে পড়ছি শৈশবের ছড়া
তবু একটুখানি ঘুম দেয় নাকো ধরা!
ভণ্ডের দাপটে আর শয়তানের তাণ্ডবে
প্রস্রাবে ভরে গেছে স্বপ্নের জলাশয়
দু’চোখে ঘুম আসবে কবে বলুন মহাশয়?

কষ্টগুলো একেবারে লাল টকটকে
আর কী ভয়ানক গনগনে!
কষ্টের দাপটে পুড়ে-পুড়ে
কলিজা কাবাব হচ্ছে আনমনে!
আমার ঘুম আসে না রাতে
কষ্টের পাহাড় চেপেছে বুকে,
মনে শুধু প্রশ্ন একটাই—
আর কত মরবো ধুঁকে-ধুঁকে?


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০৪/২০১৬, মধ্যরাত।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫০

বিজন রয় বলেছেন: এটাই ভাল।

কবিতায় থাকেন।

২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: কবিতায়ই থাকবো। তবে মাঝে-মাঝে গদ্যের প্রয়োজন হয় যে!
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.