নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

মানুষের জন্য কবিতা: ফিরিয়ে দাও মানুষের অধিকার

০১ লা মে, ২০১৬ সকাল ১০:৪৪



ফিরিয়ে দাও মানুষের অধিকার
সাইয়িদ রফিকুল হক

জমির কামলা তুমি একজন
তোমাকে আমরা করি অবহেলা!
স্বার্থঝোলা টানছি সবাই
এ যে কেমন নিষ্ঠুর খেলা?
শতাব্দীটা পেরিয়ে গেল
তবু তুমি পেলে নাকো অধিকার,
জগতজুড়ে চলবে কত
এমনতর ঘোর অনাচার?
এখনও তাই মানুষের বুকে
পশুদের ভয়ানক লাথি,
তুমি যে ভাই দিনে-দিনে চামচিকা
আর পশুরা খেয়েদেয়ে হচ্ছে হাতি!
আর কত ঠকাবে মালিক তুমি?
আর কত কষবে লাভের হিসাব?
মেহনতী-মানুষগুলো
বয়ে বেড়াবে আর কত অভাব?

নিজের স্বার্থে তোমার কোলে
ঝুলছে এখন বড় ঝোলা,
খাচ্ছো সবই পরম সুখে
তুমি যে ব্যাঙ মস্ত কোলা!
আর কত খাবে গরিবের ধন
এমনভাবে কেড়ে-কেড়ে?
গরিব বুঝি বাঁচতে জানে না
তোমাদের মতো রক্তচোষা মেরে?
ফিরিয়ে দাও এখনই তুমি
মানুষের ন্যায্য অধিকার,
আর সেবার নামে কর বন্ধ
তোমাদের যাবতীয় অবিচার।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০১/০৫/২০১৬




মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৬ সকাল ১১:১১

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: দারুণ।

০১ লা মে, ২০১৬ দুপুর ১২:২৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো অফুরন্ত শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.