নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

তুই আর কত পালাবিরে?

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৪


তুই আর কত পালাবিরে?
সাইয়িদ রফিকুল হক

তুই আর কত পালাবিরে
ওই ব্যাটা চামচা?
তুই আর কত হবিরে এমন
পাতিনেতার গামছা?
তোর পকেটে আজও আছে
গরিবের গমচুরির টাকা,
ওই বিধবার সম্বল বেচে
তুই নাকি বাড়ি করেছিস ঢাকা?

হায়-হায় বাটপাড় ভণ্ডমুখী
তুই দেখি ভীষণ বজ্জাত,
গ্রামের লোকজন বলে তাই
তুই আসলেই কমজাত!
তোরচে দেখি অনেক ভালো
ওই সিঁধকাটা চোরটোর,
এই গরিবের সবই গেল
তোর হাতে—হারামখোর!

মানুষ হবি তুই আর কবে?
তোর যে সবই মন্দ,
যখনই তাই তোকে দেখি
তোর গায়ে চুরির গন্ধ!
লজ্জা কি তোর ছিল আগে?
মনে হয় না ছিল কোনোকালে,
তোরচে ভালো কত শকুন
বসে থাকে গাছের ডালে!

পশুদেরও ধর্ম আছে
চলে তাই নিয়ম মেনে,
আর তুই ব্যাটা করছিস চুরি
‘শয়তানী’ হালাল জেনে!
তুই যে দেখি এই দুনিয়ায়
পাপীদের অঘোষিত-সম্রাট,
তাই তুই একদিন পড়বি ধরা
বন্ধ হবে সেদিন তোর নেতার কপাট!

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০৬/২০১৬

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

মো: অাজগর আলী বলেছেন: সুন্দর ভাই

০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ। আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।

২| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: সাইয়িদ রফিকুল হক ,



এদেশীয় রাজনীতিতে এটাই আল্টিমেট রেজাল্ট, এটাই প্রাকটিস । চুরি ।
সত্য তুলে ধরেছেন ।

০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.