নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

চিনির দাম হঠাৎ আকাশচুম্বী! দেশদ্রোহী-মওজুদদারদের কেন গুলি করা হচ্ছে না?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫১



চিনির দাম হঠাৎ আকাশচুম্বী! দেশদ্রোহী-মওজুদদারদের কেন গুলি করা হচ্ছে না?
সাইয়িদ রফিকুল হক

বাংলাদেশটাকে একটি হায়েনাগোষ্ঠী সবসময় পিছনের দিকে টানছে। এরা দলে-বলে ভিন্ন নামে হলেও আসলে কাজেকর্মে সবাই এক ও অভিন্ন। এই মুখচেনা-শয়তানচক্র সবসময় বাংলাদেশের স্থিতিশীলতার বিরুদ্ধে। এরা মানুষ-নামের জানোয়ার—অথবা, এরা দেখতে একটুখানি মানুষের মতো—কিন্তু এরা আসলে ভিতরে-বাইরে ভয়ানক জানোয়ার। আর এই জানোয়ারশ্রেণীর নাম মওজুদদারগোষ্ঠী। এরা এই বাংলাদেশে আদ্যিকাল থেকে বংশপরম্পরায় এমন কোনো শয়তানী দুষ্কর্ম ও অপকর্ম নাই যে তারা করছে না! এইসব মানুষ-নামের জানোয়ার ইদানীং আরও বেশি বেপরোয়া হয়েছে।

মওজুদদারশ্রেণী শয়তানের বংশধর। এরা অতিশয় মুনাফালোভী। আর এদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। এরা স্বয়ং ইবলিশ শয়তানের চেয়েও নৃশংস। আর এরা নিশ্চিতভাবে বর্তমান বাংলাদেশরাষ্ট্রের আবর্জনা মাত্র। এরা মানুষ ও মানবতার অন্যতম প্রধান শত্রু।

এ-বছর রোজার আগে চিনির দাম ছিল ৪০-৪২ টাকা। আর শহরে কিংবা স্থানভেদে তা সর্বত্র ছিল ৪৫-৪৮ টাকা মাত্র! আর সেই চিনি রোজার শুরু থেকে হয়ে গেল ৫৫-৬০ টাকা। আর তা এখন একলাফে বেড়ে ৭৫-৮০ টাকা কেজি! স্পর্ধার একটা সীমারেখা থাকা দরকার। সবকিছুরই একটা সীমারেখা থাকে। কিন্তু দেশের ভিতরে এইসব মওজুদদারশ্রেণীর সীমাহীন-ধৃষ্টতা দেখে মনে হয়: দেশে বুঝি কোনো মানুষ নাই। আর দেশ চলছে বুঝি ঘুমের ঘোরে! এইসব মওজুদদারশ্রেণী রাতারাতি ধনী হওয়ার জন্য দেশের সাধারণ মানুষগুলোকে একের-পর-এক জবাই করে যাচ্ছে! আর রাষ্ট্র তা দেখে ভাবলেশহীনচিত্তে একেবারে নির্বিকার। যারা মানুষহত্যা করছে—তারা নিশ্চয়ই সন্ত্রাসী। আর যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, আর মানুষকে জিম্মি করে প্রতিনিয়ত তাদের চড়ামূল্যে জবাই করছে—তারা এই সমাজের সবচেয়ে বড় জঙ্গী! রাষ্ট্রের দায়িত্ব এদের নির্মূল করা। আর সরকার এদের নির্মূল করলে জনগণ খুশিই হবে। একটা বিষয় ভেবে পাই না—এদের কেন এখনও গুলি করে হত্যা করা হচ্ছে না! রাষ্ট্র তার প্রয়োজনে ও জনগণের জানমাল-রক্ষার স্বার্থে এইজাতীয় নরপশু ও অমানুষগোষ্ঠী—মওজুদদারশ্রেণীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করবে। এটি রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্র কখনও দেশের ভিতরে আগাছা-পরগাছা জিইয়ে রাখতে পারে না। এটি রাষ্ট্রের ধর্ম নয়।

চিনি-ব্যবসায়ীরা প্রকাশ্যে সিন্ডিকেট করে একনাগাড়ে চিনির দাম বাড়িয়েই চলেছে। আর এরা নানারকম শয়তানী-কথাবার্তা বলে জনমনে চিনির ব্যাপারে বিভ্রান্তি ছড়াচ্ছে। সামান্য চিনির দাম হঠাৎ কেন এতো বেশি হবে? এর নেপথ্যে রয়েছে কিছুসংখ্যক দেশ-মানবতাবিরোধী-কালশয়তান। এরা নিজেদের লাভের আশায় সাধারণ মানুষকে জিম্মি করে দেশের ভিতরে চিনি নিয়ে একপ্রকার বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এরা সবাই কালোবাজারি। আর এরা মানুষ-নামের অযোগ্য। তাই, এদের শাস্তি হওয়া উচিত একমাত্র মৃত্যুদণ্ড।

দেশে বর্তমানে চিনির কোনো ঘাটতি নাই। দেশের আনাচে-কানাচে গুদামগুলোতে পর্যাপ্ত পরিমাণে চিনি মওজুদ রয়েছে! আর তা সত্ত্বেও একটি নৃশংস-শ্রেণী পরিকল্পিতভাবে দেশের ভিতরে চিনির দাম বাড়িয়েই চলেছে। এদের নির্মূল করবে কে? আর কে এদের কালোহাত ভেঙ্গে গুঁড়িয়ে দিবে? নিশ্চয়ই রাষ্ট্র। দেশের জনগণ এখন সেই রাষ্ট্রের দিকে চেয়ে আছে। আর রাষ্ট্রের মনোনীত প্রতিনিধি হচ্ছে দেশের নির্বাচিত-সরকার। তাই, এই মওজুদদারগোষ্ঠীকে চিরতরে নির্মূল করার দায়িত্ব সরকারের। আর জনগণ সবসময় সরকারের এমনতর মহৎকাজে সাহায্য-সহযোগিতা করতে সদাপ্রস্তুত।

মওজুদদারশ্রেণীর তাণ্ডবে গুদামে-গুদামে চিনি গলে সয়লাব হয়ে যাচ্ছে! তবুও দেশবিরোধী-ঘাতক নামক এই চিহ্নিত-হারামজাদা-মওজুদদারশ্রেণী বাজারে অবাধে চিনি-সরবরাহ করছে না! এরা কত বড় হারামজাদা! আর মনে হয়: এরা হারামজাদার চেয়েও বড় কোনো হারামজাদা!

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/০৮/২০১৬

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: শুধু চিনি না, আরো অনেক কিছুই মজুদ করা হয়। তাদের শাস্তি হয়া উচিৎ।

তবে, গুলি করে মেরে ফেলাটা কি ইসলামে জায়েয আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.