নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

অনেক কথা বলি না

৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৮



অনেক কথা বলি না
সাইয়িদ রফিকুল হক

অনেক কথা বলতে গিয়ে
বলিনারে ভাই,
সত্যকথার মিলবে নাতো
এই দুনিয়ায় ঠাঁই।

সত্যবাদীর বিপদ ভীষণ
শত্রু চারিদিকে,
মিথ্যাবাদীর আওয়াজ বেশি
বিজয় দিকে-দিকে!

মিথ্যা বললে সবাই খুশি
কেউ করে না রাগ,
সত্য বললে সবার কাছে
হবে তুমি বিরাগ!

কলিকালের কালজামানায়
দেখছি অনেককিছু,
সত্য বললে মিথ্যাবাদী
লাগবে তোমার পিছু!

তাই বলে কি সত্য ছেড়ে
হবে তুমি কানা?
সত্যবাদী শুনবে নাতো
মিথ্যাবাদীর মানা।

অনেক কথা বলিনারে
বুকটা ফাটে দুঃখে,
দেশের কথা শুনি এখন
মিথ্যাবাদীর মুখে!

ঢং ধরেছে ভান করেছে
মিথ্যাবাদীর দল,
ওদের বুকে হিংসাভরা
মাথায় শুধু মল!

অনেক কথা বলতে গিয়ে
বলিনারে ভাই,
এই দুনিয়ায় সত্য শোনার
মানুষ কোথাও নাই।

অনেক কথা বলি নারে
বাধা আসবে জোরে,
মনের দুঃখ বাড়বে আরও
মিথ্যাবাদীর শোরে।


সাইয়িদ রফিকুল হক
২৯/১০/২০১৮

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সুন্দর লিখেছেন। শুভ কামনা।

৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

সঙ্গে রেখে গেলাম শুভেচ্ছারাশি।

২| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো লিখেছেন কাব্যময় কবিতা। সুন্দর

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ ভাই।

আর শুভেচ্ছাসহ শুভকামনা।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: এ যুগে চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: হু, বোবার শত্রু নাই।

অশেষ ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা অফুরান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.